নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নারী বা পুরুষ বলে পৃথিবীতে কিছু নেই। আমরা সবাই মানুষ।

জুনায়েত জান্নাত

মানুষ বলে কিছু একটা আছে এই পৃথিবীতে আমার মনে হয়।

জুনায়েত জান্নাত › বিস্তারিত পোস্টঃ

"রক্ত হলি"

১৪ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৮



পৃথিবী বিক্রয় হয়েছে এক ইচ্ছের দামে।
দেহ বিক্রয় হয়েছে কিছু অবৈধ কামে।

আসুন পূজো, নারীহত্যা ও বলীদানকে-
একই সারিতে রেখে দাবা গুটির চাল চালি।
চলুন দেবী, প্রতিমা, মাতা মরিয়মকে
নিয়ে পর পর বাজি ধরে জুয়া খেলি।

গর্ভ নিয়ে বড্ড গর্ব নারীর?
ঋতুস্রাব জমে জমে ক'মাসে তুমি?
তোমার অংশ সেতো আমার শরীর।
ঈশ্বর হিসেব রাখে না তা, রাখি আমি!

আমার স্তনে তোমার আকাঙ্ক্ষা-
অবাধ বিচরণ, দ্যাখো ছিন্নভিন্ন।
সম্মান নিয়ে কেবলি আমার যত শঙ্কা!
তোমার ঠোঁটে ধর্ষকের হাসি চিহ্ন!

দ্যাখো পতাকা, দ্যাখো চেষ্টা-
দ্যাখো আকুলতা, কত তেষ্টা-
দ্যাখো রক্ত এক সমুদ্র, এক পৃথিবী ভেজা যোনীপথ,
তোমার দর্প কি এখানেই?-তোমার আগমন ছিলো এ রথ।

করো পূজো মৃত আমাকে, দাও ইচ্ছের কাছে বলি,
আমার কান্না পানে জাগো, নিয়ে রক্ত খেলো হলি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.