![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ বলে কিছু একটা আছে এই পৃথিবীতে আমার মনে হয়।
আমার যত আছে নিষ্প্রাণ ক্ষুধা-
হেমলক গিলে ফেলেও বলেছো এইসব সুধা।
অগোচরে পৃথিবী জেনে গেলো,
মহান যে সত্যি নিয়ে প্রস্থান তোমার
সেই বেদনার কি রঙ!
আমি প্রার্থনা সংগীতে মিশে যাই প্রচলিত নিয়মে।
তোমার ক্লান্ত যন্ত্রণাগুলো বন্য গোলাপ হয়ে ফোঁটে
তুমি আরাধনা করো দুর্লভ মৃত্যুর
প্রেম না পেয়ে____!
ভালবাসার নির্মাণকৌশল জানি না আমরা!
কেবল জানি আত্মার সংগীত।
তাই পবিত্র আলোকের মতো বার্তাবাহী হৃদয়
আমাদের; জ্যোৎস্নার গান ধরে, রাত নামলে।
©somewhere in net ltd.