নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নারী বা পুরুষ বলে পৃথিবীতে কিছু নেই। আমরা সবাই মানুষ।

জুনায়েত জান্নাত

মানুষ বলে কিছু একটা আছে এই পৃথিবীতে আমার মনে হয়।

জুনায়েত জান্নাত › বিস্তারিত পোস্টঃ

blog

১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫০

আজকাল প্রেমিকাদের হাতবদলের গল্প শুনে খুব একটা ভাবান্তর হয় না।
এর চেয়ে বরং মানুষের বাচালতা আমাকে আরো বিরক্ত করে।
শুধু গল্পটা জানার পর বুকের উপরিভাগটা দারুণ হালকা অনুভূত হয়।
৩৬৫ টা দিনের যুদ্ধটা আমার একার।
মাতার রিটায়ার্ডমেন্ট, চারদিকে পিশাচের আস্ফালন, সংসার
টানাপোড়েনের মানসিক অত্যাচার স্বত্বেও প্রতিজ্ঞার যে জগদ্দল পাথর বুকে নিয়ে ফিরেছি,
হঠাৎ করে তা আজ নেমে গেল।
অপেক্ষাহীন, দায়বদ্ধতাহীন আমি চাইলেই এখন আবার অতীত জীবনে ফিরে যেতে পারি।
সতীত্বের যে পরাধীনতাকে সুখ বানিয়ে নিয়েছিলাম, তাকে হত্যা করতে পারি চাইলেই।
আমার পিশাচ হস্তে কত বিধাতা খুন করেছি মানসী।
তোমার মত দু একটা কোৎ করেই গিলে ফেলতে পারি।

তুমি সঠিক সিদ্ধান্তই নিয়েছো প্রিয়া
গাধাটার আলিংগনে লুকিয়ে টপ টপ বৃষ্টিতে আঁচল ভেজানোই তোমার শাস্তি।
কা-পুরুষের দের সথান কা-নারী দের বিছানাতেই সুন্দর।
সই করে দিলাম এই শেষ চিঠিতে
যাও, সুখী হও!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১২:৩৫

অশ্রুকারিগর বলেছেন: কবিতা নাকি ? যাই লিখেন না কেনো ভালো লিখেছেন। এই মধ্যরাতে আমার পড়াটা উচিত হলনা। মন খারাপ হয়ে গেল।

২| ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০৫

জুনায়েত জান্নাত বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.