নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নারী বা পুরুষ বলে পৃথিবীতে কিছু নেই। আমরা সবাই মানুষ।

জুনায়েত জান্নাত

মানুষ বলে কিছু একটা আছে এই পৃথিবীতে আমার মনে হয়।

জুনায়েত জান্নাত › বিস্তারিত পোস্টঃ

ভাল থাকার কবোঝ

০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৫


ছেলেদের বলছি
১. এক্সপেকটেশন লেভেল একদম কমিয়ে ফেলুন। কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা করবেন না কখনো। অন্যের কাছ থেকে নিজের মতো ফিডব্যাক পাবেন ভুলেও আশা করবেন না।

২. বিয়ের পর বউ সকালে জানালার পর্দা সরিয়ে আপনার ঘুম ভাঙ্গাবে, রাতে "এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে, এসোনা গল্প করি" গান গাইবে এমন ভাবতে যাবেন না কখনো। বাস্তবে এতো রোমান্টিসিজম হয়না।

৩. নিজের পকেটের পাওয়ারে চলাফেরা করবেন যতক্ষণ চলতে পারবেন। অন্যের টাকার উপর নির্ভর করে চলবেন না। বিপদে পরলে বন্ধু ঝাপিয়ে পরবে এমনটাও ভাববেন না।

৪. নিজে নিজে কিছু করার চেষ্টা করুন। নিজের যোগ্যতায়। বাবা আপনাকে "কোটিপতি" বানিয়ে দিয়ে যাবে এমন আশাও করবেন না। প্রয়োজনে বাবা-মা'র কাছ থেকে সহায়তা নিন।

৫. বুড়ো বয়সে ছেলে-মেয়েরা হাত ধরে রাস্তা পাড় করে দিবে এমন ভাবাটাও বোকামি। ছেড়েও চলে যেতে পারে সেই সম্ভাবনাও ধরে রাখুন।

৬. মৃত্যুর আগ পর্যন্ত আপনার টাকা পয়সা, সহায় সম্পত্তি, গাড়ী বাড়ী কাউকে দিবেন না। কারো নামে কিছু কিনবেনও না। আপনি মরার পর কে কি পাবে দেশের আইন আদালতে সে ব্যবস্থা করাই আছে।

৭. কারো কাছ থেকে কিছু খাওয়ার চেয়ে খাওয়ানোর, নেয়ার চেয়ে দেয়ার চেষ্টা করবেন সমসময়। কারো কথার নিচে না থাকার চেষ্টা করুন।

৮. বন্ধুরা সবসময় আপনার ভালোটাই চাইবে এমনটা ভাববেন না। স্বার্থে টান পরলে বন্ধুও পল্টি মারতে পারে এটা বিশ্বাস করতে শিখুন।

৯. সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অতিরিক্ত চাকচিক্য দেখাতে যাবেন না কখনো। আপনার নিজস্বতা ধরে রাখুন। গার্লফ্রেন্ড আপনার জন্য বাবা মা ছেড়ে চলে আসবে সেই আশা ছেড়ে দিন। পল্টি মারতে দুই সেকেন্ডও লাগবেনা।

১০. কোন কিছুকে খুব বেশি করে পেতে চাইবেন না। যাতে পরে সেই জিনিস না পেলে কষ্ট সহ্য করার ক্ষমতা হারিয়ে না ফেলেন।
আর সবাইকে বেশি believe করবেন।

[ধন্যবাদ]

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য কথা বলেছেন।

ধন্যবাদ।

২| ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৭

শায়মা বলেছেন: হা হা হা

কথা একদম সত্যি।

নো এক্সপেকটেশন ফ্রম এনিওয়ান!!!!!!:)

৩| ০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

অয়ন নাজমুল বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা। যদিও মেনে চলি সবসময়। কিন্তু এটাই বাস্তবতা।

৪| ০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

নতুন বলেছেন: সরল সত্য কথা

মেনে চলতে চেস্টা করি অনেক গুলিই।

৫| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১২:০২

জুনায়েত জান্নাত বলেছেন: ধন্যবাদ সবাইকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.