নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

নিরুদ্দেশ

১৬ ই জুন, ২০১৬ সকাল ১০:২০

একবার প্রেমে পড়েছিলেম।
একবার হারিয়েছিলেম নিজেকে-
কলমিলতার অন্ধপ্রেমে- সকালের শুরুতে
বাড়িয়েছিলুম পা ভুল পথে--
তারপর পেরিয়েছি বহুপথ, বহুকাল
প্রায় অর্ধযুগ।
আজও ফেরাতে পারিনি নিজেকে।

শুনেছি,
আমাদের ভুল প্রেমের সাক্ষী-
কাঞ্চনদা না ফেরার দেশে চলে গ্যাছে!
কলিদি আরেকটা বিয়ে করেছে!
কমলদের পুরানো ঘরটা অস্তিত্বহীন,
রুপা'দির বিয়ে হয়ে গ্যাছে; ছোট'দা ও দেশে
নেই; নেই সেই বাড়ি, উঠোন, রাস্তা, পুকুর ঘাট,
সারিসারি সুপারি গাছ, টেবিল, কলম,
কাগজ কিছুই।
বদলে গ্যাছে কলমিলতাও। শুধু আমিই
একাকী হাটছি মধ্যদুপুরে নৈঃশব্দ্যে-
ভূল পথে-ভূল প্রেমে, অমলিন কিছু অতীত
স্মৃতির যন্ত্রণা বুকে নিয়ে- নিরুদ্দেশ।
রচনাকালঃ
১৩ জুন ২০১৬, দুপুর।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৬ সকাল ১০:২৭

অংকুর জেসফি বলেছেন: দারুণ লিখেছেন, ভাল লাগল :)

১৭ ই জুন, ২০১৬ সকাল ৭:২৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ভাই

২| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৪০

খায়রুল আহসান বলেছেন: "শুধু আমিই একাকী হাঁটছি মধ্যদুপুরে নৈঃশব্দে" - কবিতার সুন্দর একটি লাইন, ভাল লেগেছে।
কবিতায় ভাল লাগা + +।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.