![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
শেষের বিকেল। ছাদের কার্নিশে বসে ঝিমুচ্ছে একজোড়া শালিক। বাস্তবতা মেনে প্রাচীন নিয়মে ক্ষৌণীকে অন্ধকারে ভাসিয়ে বিচ্ছেদব্যথায় বিষণ্ণবদনে পশ্চিমের পথে পা বাড়িয়েছে রবি...
ক্রমান্বয়ে গাঢ় অন্ধকারে তলিয়ে যাচ্ছে প্রকৃতি। দূরের কোনোএক মসজিদের মাইকে মুয়াজ্জিনের সুরেলা কণ্ঠে ধ্বনিত হচ্ছে-" আল্লাহু আকবর, আল্লাহু আকবর.....
ছাদের কার্নিশে বসে থাকা শালিকগুলো আলো আধারির আকাশে ডানা মেলে উড়ে যাচ্ছে নিজস্ব নীড়ে--
কিছু স্মৃতি, কিছু কথা, কিছু গল্প রেখে আরো একটি বিকেল, আরো একটি দিন হারিয়ে যাচ্ছে কালের অতল গহ্বরে। এভাবেই একদিন আমিও হারিয়ে যাবো অসংখ্য মৃত মানুষের ভীড়ে- গাঢ়,বিদঘুটে অন্ধকারে!
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: অনেক পুরানো একটা লেখা।
পাঠ এবং মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবা।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:১২
খায়রুল আহসান বলেছেন: গোধূলি লগনের একটা বিষণ্ণ চিত্র এঁকেছেন কবিতায়।