![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
তুই অভিমান করলে,
সন্ধ্যার জলগন্ধী হাওয়া বর্ষার বিষণ্ণ
আকাশের মতো মুখভার করে গুমোট মেরে বসে থাকে!
নির্জন রাত্রি, নক্ষত্র, নিয়নবাতি
এমনকি বারান্দায় ফোটা প্রিয় সন্ধ্যামালতী
ফুলগুলোও হারিয়ে ফেলে নিজেদের কৌলীন্য!
তুই অভিমান করলে---
তুই অভিমান করলে,
ক্যামন যেন ফ্যাকাসে হয়ে যায় সব!
মেয়ে, তুই অভিমান করলে--
একটা অসহ্য অনুভূতি বুকের বাম পাশে
অবিরত সুইয়ের মতো খোঁচাতে থাকে।
অতঃপর ক্রমে চোখ ঝাপসা হয়, মেঘ জমে,
সাইক্লোন উঠে তোর চেনা কোনো এক শান্ত ভূখণ্ডে।
১৫ ই মে, ২০১৭ সকাল ১০:৫৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: হ্যাঁ ভাই, রিপ্লে দিতে দেরি হওয়ার দুঃখিত। অনেক অনেক প্রীতি জানবেন।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৮
সিক্ত শ্রাবণ বলেছেন: অনেক ভাল লাগলো।
১৫ ই মে, ২০১৭ সকাল ১১:০০
জুনায়েদ বি রাহমান বলেছেন: জেনে ভালো লাগছে দাদা।
রিপ্লে দিতে দেরি হওয়ার দুঃখিত। অনেক অনেক প্রীতি জানবেন।
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩০
মোস্তফা সোহেল বলেছেন: তবু অভিমান ভাল । অভিমানে ভালবাসা বাড়ে
১৫ ই মে, ২০১৭ সকাল ১১:০২
জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠিক বলেছেন দাদা। মান অভিমান না থাকলে
প্রেম ভালোবাসা পানসে মনে হয়। রিপ্লে দিতে দেরি হওয়ার দুঃখিত। অনেক অনেক প্রীতি জানবেন।
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫০
অতৃপ্তচোখ বলেছেন: অভিমান না করুক প্রত্যাশা।
কবিতায় ভালো লাগা রেখে গেলাম
১৫ ই মে, ২০১৭ সকাল ১১:০২
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ। রিপ্লে দিতে দেরি হওয়ার দুঃখিত। অনেক অনেক প্রীতি জানবেন।
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৭
ধ্রুবক আলো বলেছেন: মোটামুটি ভাবে ভালোই হইছে,,
শুভ কামনা
১৫ ই মে, ২০১৭ সকাল ১১:০৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ দাদা, রিপ্লে দিতে দেরি হওয়ার দুঃখিত। অনেক অনেক প্রীতি জানবেন।
৬| ১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
ছবি দেখে বুঝে নিন কি বলতে চাই।
১৫ ই মে, ২০১৭ সকাল ১১:০৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ দাদা। বুঝে নিলাম।
রিপ্লে দিতে দেরি হওয়ার দুঃখিত।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৪
একজন সত্যিকার হিমু বলেছেন: তুইটাকে বুঝি খুব পেয়ার করেন ?