![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
"মাইনাস" শব্দ'টার সাথে আমার সখ্যতা সেই কৈশোরকাল থেকেই। স্মার্টফোন থেকে এপস মাইনাস করার মতো বেঁচে থাকার প্রয়োজনে জীবন থেকে অনেক কিছুই মাইনাস করতে হয়েছে। ভবিষ্যতেও করতে হবে। জীবন মানেই তো যোগবিয়োগের সমষ্টি...
জানো, আজকাল খুব একা হতে ইচ্ছে করে। খুব খুব একা। অন্ধকারে একান্তে নিজের সাথে নিজের কিছুটা সময় পার করতে ইচ্ছে করে। ভাবছি, এখানে ইমনের সাথে ম্যাচে রুম শেয়ার করে আর থাকবো না। মাস শেষে নতুন একটা রুম নেবো। যেখানে দিনের কাজকর্ম, ব্যস্ততা শেষে বিকেলে ফিরে ফ্রেশ হয়ে জমিয়ে একটা ঘুম দেবো। তারপর, পৃথিবী আধারে ছেয়ে গেলে অন্ধকারের সাথে গল্প করে করে রাতভোর করবো। ইসস! কতদিন হলো, একা একা অন্ধকার দেখিনি- নিজের সাথে নির্জনে গল্প করিনি। আকাশে মুখ তুলে চিৎকার করে বলতে পারিনি, পৃথিবী আমি বাঁচতে চাই! আমাকে বাঁচতে দাও.....!!
০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩০
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ দাদা। দোয়া করবেন।
২| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪০
বিজন রয় বলেছেন: এটি একটি গল্প হতে পারতো বলে আমি মনে করি।
০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩১
জুনায়েদ বি রাহমান বলেছেন: গল্প আসলে লিখিনা দাদা। তবে এখন থেকে চেষ্টা করবো।
৩| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:৫৩
রাজীব নুর বলেছেন: যে ভাবেই হোক বেঁচে থাকতে হবে। পৃথিবীটা উপভোগ করতে হবে।
০২ রা আগস্ট, ২০১৯ বিকাল ৫:১২
জুনায়েদ বি রাহমান বলেছেন: একজেক্টলি!
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৬
কোর্পরে্ট শয়তান বলেছেন: অাপনার অাকুতি যেন মঙ্গল হয়