![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
♦স্বপ্ন ♦
---------------
১. অনেকদিন পর গাঁয়ে ফিরে দ্যাখি-
কোথাও কোনো ভাঙ্গাচুরা ঘরবাড়ি নেই, যাত্রী ছাউনির আশেপাশে কোনো ভিক্ষুক নেই
গার্লস স্কুলের সামনে কিম্বা চৌরাস্তার মোড়ে নেই বেকার-বখাটেদের আড্ডা।
রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সবুজ সতেজ গাছগাছালি...
বিরা বাজারে নিশ্চিন্তে বসে সেলাই করছে নয়াগায়ের রিতা,
মর্ডান বেবি শপ পরিচালনা করছে মুন্সি বাড়ির ফাতেহা।
যেদিকে চোখ পড়ে- চমৎকার! শান্তি, শান্তি আর শান্তি।
২. প্রচণ্ড বৃষ্টির পর, কাদাজলে ভরে আছে চারিপাশ।
তাকিয়ে আছি রাস্তার- জমে থাকা জলে!
এমন সময় কোথা থেকে একঝাক ছেলেপিলে নেমে গেলো রাস্তায়-
হাতে হাতে কোদাল, ইট কংক্রিট নামনাজানা আরো অনেক সরঞ্জামাদি
ইউনিফর্মে বড়বড় অক্ষরে লিখা "এফ.জেড"--
'একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন'।
সামনে সক্রিয়চিত্তে নেতৃত্ব দিচ্ছেন, এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি!
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫২
জুনায়েদ বি রাহমান বলেছেন: বাস্তবে পরিণত হওয়া পর্যন্ত!
ধন্যবাদ।
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৭
শামচুল হক বলেছেন: দারুণ স্বপ্ন
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৫০
তারেক_মাহমুদ বলেছেন: স্বপ্ন যখন দেখলেন আরো বেশি কিছু দেখতেন, ইচ্ছা করলে স্বপ্ন এ পৃথিবীকে স্বর্গ বানানো যায়
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: ঘুমিয়ে ঘুমিয়ে দেখিনি ভাই, জাইগা জাইয়া স্বপ্নে স্বর্গ বানানো যাইবো না।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৮
রাজীব নুর বলেছেন: সবার আগে আমাদের বড় বড় স্বপ্নই দেখতে হবে। তবেই না একসময় স্বপ্ন গুলো সত্যি হবে।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: একদম ঠিক বলেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৭
ওমেরা বলেছেন: স্বপ্ন দেখতে পয়সা লাগে না , দেখতে থাকেন ।