![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
তিনদিন উপোষ করে
বারো বছর বয়সী এতিম জহুর পূর্বেকার কোনোএক দ্বিপ্রহরে ভিখারি বেশে তোমার সম্মুখে দাঁড়িয়েছিল
একমুঠো অন্নের জন্য।
তুমি খেটে খাওয়ার নিখরচা উপদেশ দিতে দিতে রিকশা ডেকে চলে গ্যালে।
দেখেও দেখলে না তার বুভুক্ষু অবয়ব!
তার অর্ধমাস পর,
এক বিকেলে কাজ খুঁজতে খুঁজতে সে আবারো গিয়েছিলো তোমার দ্বারে;
তুমি ব্যস্ততার অজুহাত দেখিয়ে এড়িয়ে গেলে।
অথচ আজ যখন ছুরি নিয়ে সামনে দাঁড়ালো -
তুমি না চাইতেই দিয়ে দিলে, টাকাপয়সা এবং সঙ্গে আছে যা
কেননা, একজন ছিনতাইকারী অনায়াসেই চালাতে পারে ছুরি...
২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ
২| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫২
নূর-ই-হাফসা বলেছেন: আজকাল ভিখারি দের বিশ্বাস করার কি কোন উপায় আছে?
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১২
মনিরা সুলতানা বলেছেন: এভাবেই শুরু হয় চরম পন্থা ।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৪
রাজীব নুর বলেছেন: বেশির ভাগ ছিনতাইকারীই কিন্তু ছুরি মারে না।