![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
© প্রেমের অবেলা
ফোনকলে তোমাকে অবেলায় ওয়েটিং দেখালে,
বুকের বামপাশে
একটা বেনামি ব্যথা চিঁছচিঁছ করে জেগে উঠে-
আখের বাতাসে লুটোপুটি খেলে নাটাই ছেড়ার সম্ভব্য শব্দতরঙ্গ,
দেউলিয়া শঙ্খচিল...
কি আর এমন হলো! ভেবে মুক্তচিত্তে চোখ রাখি
সাদা-কালো ছায়াপথে--
তবুও, শিশিরের মতো বিন্দুবিন্দু নোনাজলে ভিজে ওঠে
চোখের ফইড়…
নাকের বাক-
মনের চৌকাঠ।
মাকড়ীপায়ে চারিপাশে তিরতির করে নেমে আসে প্রেমের অবেলা।
© তোমাকে মনে পড়লে
১)
দুপুররাতে তোমাকে মনে পড়লে, চারিপাশে
খা-খা করে নেমে আসে চৈত্র
মনেরপ্রিজম ফুঁড়ে শূন্যে ডানা মেলে সহস্র শোকপাখি
ভারী-ভারী দীর্ঘশ্বাস...
কালযোগে, দুধকালো কাঁচপাথর গলে
শিশিরের মতো চুইয়ে চুইয়ে ঝরে পড়ে লবণজল
সাথে ভরানিদ্রার উপাদান।
২)
তোমার স্পর্শ লেগে আছে ঘুণে খাওয়া পুরানো ডায়েরির
ক্ষতবিক্ষতপাতাদের শরীরে
কলরেকর্ডের রঙ্গমাখা প্রেমকথারা ভেটো দিয়েছে বহু আগে
তবুও রাতদুপুরে তোমাকে মনে পড়লে
সব ঘুম পালিয়ে যায় মেঘের দেশে-
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪১
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ স্বীকার করার জন্য।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৭
রাজীব নুর বলেছেন: বাস্তব অভিজ্ঞতা থেকে কবিতা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: অনেক'টা
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
তারেক ফাহিম বলেছেন: চমৎকার ++
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ভাই
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৫
চাঁদগাজী বলেছেন:
কথায় কথা বাড়ে, মানুষ দিশা হারায়
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫১
জুনায়েদ বি রাহমান বলেছেন: লিমিট মানলে ভালো।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৯
ওমেরা বলেছেন: আবেগের ভুবনের কাহীনি সত্য । লিখা সুন্দর লাগল ।