![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
ইদানীং চেষ্টা করেও কবিতা লিখতে পারিনা। কথাগুলো ক্যামন যেনো গদ্যের মতো হয়ে যায়। আগে নিয়মিত লিখতাম বা ভালো লিখতাম, সেটা বলছি না। তবে মাঝেমধ্যে মন চাইলে অবলীলায় দু'চার লাইন লিখতে পারতাম। সেই হিসেবে, এখন তো আরো ভালো কিছু লিখতে পারার কথা! ☺
কয়েকবছর পূর্বের (ফেইসবুক এবং বাংলা-কবিতা" নামক সাইটে পোস্ট করা) কয়েকটি কবিতা।
® সন্দেহ
প্রিয়, তোমায় বলছি শোন-
যদি কখনো বিশ্বাসের গাঢ় আস্তরণ ভেদ করে
বিন্দু মাত্র সন্দেহ উদিত হয় তোমার হৃদয়ে।
তবে তা কভূ চাপা রেখ না!
চিত্তের ক্ষেত্রে সন্দেহের বৃত্তরেখা এঁকো না।
জানিও মোরে তা কি সেই অকারণ!
যার জন্য তোমার আকাশে দ্বিধা ঘনের বিচরন।
নিমিষেই দূর করে দেব সব দ্বিধা-সংশয় সত্যের সজীবতায়,
তোমার হৃদয় সংকুলান হবে প্রেমের পূর্ণতায়।
২০ এপ্রিল ২০১৫, সকাল।
® তোমার প্রত্যাবর্তন
প্রিয়....
তোমার প্রত্যাবর্তনে আজ আমি ফের ফিরে পেয়েছি-
সোনালি আলোয় স্নাত ঝলমলে সকাল;
নূপুরেরধ্বনিতে মুখরিত চঞ্চলা দুপুর, পড়ন্ত বিকাল।
চাঁদ-তারার আলোয় স্ফুরিত নিরব রাত;
শিশির ভেজা শান্ত পাখিডাকা প্রভাত।
চিত্তের ভূখণ্ডে পুনরাগমন ঘটেছে হারিয়ে যাওয়া স্বপ্নের;
অবসান ঘটেছে এক রাশ দীর্ঘ অপেক্ষার।
১৫ মে ২০১৫, রাত।
® স্বপ্নগুলো উড়িয়ে দিলাম
মেয়ে, তুমি কি শুনতে পাওনা-
মোর চিত্তের বৃত্তে বন্দি অলীক স্বপ্নগুলোর আর্তনাদ?
ওরা মুক্তি চায়!
উড়ে যেতে চায় অসীম আকাশে; মিশে একাকার হতে চায় বাতাসে।
হয়তবা জৈষ্ঠ কিংবা চৈত্রের কাঠফাটা দুপুরে উড়ো মেঘ হয়ে ছায়া দিতে চায় তোমায়,
দক্ষিণা বাতাসে হয়ে মোহিত করতে চায়
তোমার ক্লান্ত শরীর।
তাই আজ স্বেচ্ছায় স্বপ্নগুলো নীল আকাশে উড়িয়ে দিলাম।
০৭ জুন ২০১৫,দুপুর।
® একটা কিছু
তোমার সাথে কখনো-
নির্জন স্থানে বসে গল্প করতে করতে
সময় কাটাইনি। হাতে হাত রেখে কোনো পথ ধরে
ঘণ্টার পর ঘণ্টা হাটিনি।
রাতের পর রাত, জেগেজেগে কথা বলিনি।
বস্তুত আমাদের দূরত্ব শুরু থেকেই!
নিয়ত দেখা করা, হাতে হাত রেখে হাঁটা-চলা কিম্বা ঘণ্টার পর ঘণ্টা কথা বলা... -ওসব কিছুই ছিলো না আমাদের সম্পর্কে। তবে একটা কিছু ছিলো: যার জন্য টের পেতাম না এ দূরত্ব।
ইদানীং মনে হয় আমাদের দূরত্ব অনেক!দেখা নেই, স্পর্শ নেই, কথা নেই... বলে নয়।
মনে হয়, সেই "একটা কিছু" হারিয়ে গেছে!
প্রিয়, কেন এমন মনে হয়(?) বলতে পারো।
২৭ নভেম্বর ১৫, সকাল।
® সময় সাক্ষী
গীটার বাজে!অভিতপ্ত সুরে...
বেলা অবেলায়, মনের বারান্দায় জমায়েত হয়
বিদঘুটে লাল-নীল কষ্ট'রা।
বেলা বাড়ে...
নিষ্প্রাণ স্বপ্ন-বৃক্ষের ডালে করুণ স্বরে চপলপক্ষী গান ধরে।
তোমায় হারানোর শোকে 'আমার কাটে বিনিদ্র রজনী!!'
স্পর্শের বাহিরে,অযাচিত কালো মেঘের আড়ালে
আসন পাতে সকালের সোনালি রোদ্দুর।
নিয়ম মাফিক কালের কালিতে
বিষণ্ণতার সাক্ষর ফেলে যাত্রা করে নতুন ভোর।
সময় সাক্ষী! ইদানীং, এভাবেই যাচ্ছে আমার দিনকাল।
১০ জানুয়ারি, ১৬।
® ভাসমান
প্রচণ্ড বৃষ্টির পর,
আমাদের ছোট্ট নদে 'একগঙ্গা জল নামতো'
ঘোলাটে পাহাড়ি জল:
বাড়ির সামনের ব্রিজ দিয়ে- কুণ্ডলী বেধে, ঘুরে ঘুরে।
আমি মুগ্ধ হয়ে দেখতাম-
বৃত্তের মতো সৃষ্ট জলের কুণ্ডলী ঘিরে
ভাসমান খড়কুটোর ক্ষণিক ঘূর্ণন;
অতঃপর, জলে মিলিয়ে যাওয়া।
এখন মাঝেমাঝে নিজেকে কুণ্ডলীর উপর ভাসমান খড়কুটোর মতো মনে হয়;
আর প্রেমকে কুণ্ডলী, যার স্থায়িত্ব ক্ষণিক।
® ইদানীং
নির্জন নিশিতে
যখন পৃথিবীর সব কোলাহল থেমে যায়;
তখন তোমার প্রতিটি স্মৃতি হয়ে ওঠে
- 'একেকটি কয়লার টুকরা'
অস্তিমান সময় দিয়াশলাই!
রাতভর ব্যর্থতার অনলে জ্বলে -আমার ভেতরবাড়ি-
ছাই উড়ে, বেলা বাড়ে....
চোখের কোণে নোনাজল জমতে জমতে রচিত হয় কাব্য।
ইদানীং রাতজেগে কাব্য লিখি--
ঘুমহীন রাতের এলোমেলো কাব্য।
০৮ এপ্রিল, ১৬।
১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ 'রাজীব নুর' ভাই।
২| ১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
রোদ্দূর মিছিল বলেছেন: প্রেম আর বিরহ দু'টোই কবিতা সৃষ্টির পেছনে স্ফুলিংগের মতো কাজ করে। ভালো লাগলো।
১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠিক বলেছেন। ইদানীং প্রেম বিরহ, দুঃখ বেদনা কোনকিছুই অনুভূত হচ্ছে না। রোবটের মতো হয়ে যাচ্ছি।
৩| ১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০২
মুচি বলেছেন: সুন্দর কবিতার সমারোহ।
ব্লক চলছে তো, সময় দিন, অচিরেই কেটে যাবে।
শুভকামনা রইলো।
১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
জুনায়েদ বি রাহমান বলেছেন:
দেখা যাক। দোয়া করবেন। ভালো থাকবেন।
৪| ১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
চাঁদগাজী বলেছেন:
প্রেম হারিয়ে গেলে সন্দেহ এসে ঘর বাঁধে।
এত কবিতা এক সাথে কেহ পড়বে না।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪১
জুনায়েদ বি রাহমান বলেছেন: হুম।
এতো গুলা কবিতা একসাথে দেওয়া ঠিক হয়নি।
ধন্যবাদ।
৫| ১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
কৃষ্ণ কমল দাস বলেছেন: কয়েকটা কবিতা আমার ভালো লেগেছে।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪২
জুনায়েদ বি রাহমান বলেছেন: জেনে ভালো লাগছে।
ধন্যবাদ।
৬| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালই তো লিখতেন। আবারও শুরু করুন।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করছি।
৭| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:১৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। লিখতে থাকুন দারুন সব কবিতা।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ। প্রেরণা পেলাম।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৪
রাজীব নুর বলেছেন: ঙ্কবিতা ভালো হয়েছে।