![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
নমষ্কার! ভ্যালা আছেন নি? বাবু।। কালিমদ্দির কথার জবাব শরৎ বাবুর অন্তঃদেশেই থেকে গেলো; বাবু হাটছেন। বাতাসে ধূলি উড়ছে....
নির্বাক কালিমদ্দির অন্তঃদৃষ্টি- উত্তরে, আরো উত্তরে--
এইতো শরৎ বাবুর নতুন বাড়ি; ইট কংক্রিটের দেওয়ালে মোড়ানো। শেওলা ধরা প্রাচীর। সম্মুখে প্রাচীন পাহাড়িয়া পাথরে বাধাই করা বিস্তর ঘাট, পৃষ্ঠদেশে মন্দির।
এককালে ঐ ঘাটেই রোজকার স্মান সেরে মন্দিরে পূজু দিতেন কামিনী ঘোষ। কালিমদ্দির পূর্বপুরুষ; সময়ের বিবর্তনে রতন ঘোষ নেই, মিথুন ঘোষ নেই, নেই বাড়ি, গাড়ি, টাকাকড়ি কিছুই!
ইদানীং জাতের সেই সম্ভাষণটিও বিলুপ্ত প্রায়! কেউ কেউ ঠাট্টা করে; বলে- কালিমদ্দির পেছনে 'ঘোষ' নাকি বেমানান!
১৯ এপ্রিল ২০১৬....
১৭ ই মার্চ, ২০১৮ রাত ১১:০০
জুনায়েদ বি রাহমান বলেছেন: হুম। আপনার মন্তব্য পেয়ে কনফার্ম হলাম।
২| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৯
শাহিন বিন রফিক বলেছেন: শরৎ বাবু বেঁচে থাকলে শ্রীকান্ত না লিখে এরকম অনু গল্প লিখতো
১৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:১৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা হা। কালিমদ্দি আমাদের পাড়ার এক হিন্দু একান্নবর্তী পরিবারের কর্তা। আমার সাথে ভালো সম্পর্ক থাকায় অনেক কিছুই শেয়ার করতেন। উনাকে নিয়ে লিখার ইচ্ছে থাকলেও বিভিন্ন কারণে-অকারণে আর লিখা হয়ে উঠেনি। এখানেই থেমে আছে।
৩| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৩
রাজীব নুর বলেছেন: হুম।
৪| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩১
চাঁদগাজী বলেছেন:
শক্ত প্লট নিয়ে গল্প লেখার চেষ্টা করেন।
২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনাদের পড়ে কলাকৌশল শিখি। তারপর, চেষ্টা করবো। আপাতত কয়েকদিন, এসব 'হযবরল' সহ্য করুন।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৮
চাঁদগাজী বলেছেন:
আপনি কি অণু, বা পরমাণু গল্প লিখলেন?