![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
নির্ঘুম মেঘরাত
---------------------------
বর্তমানের মুখে নোঙ্গর গেড়েছে
প্রাক্তন এক কুয়াশামাখা হিমাঙ্কের শীতবিকেল
তোমার প্রেমপ্রেম মায়াচোখ যেনো এখন জ্বলন্ত কাঠকয়লা
ধেয়ে আসা আগুন উত্তাপে পুড়ছে ভেতর
উচাটন - হাঁসফাঁস...
নির্ঘুম মেঘরাত।
সময়ের চেইন ঘুরাতেই মরে যায়
বর্তমান দিন-রাত, ক্যালেন্ডারের সংখ্যা, চৈত্র-শ্রাবণ
পৃথিবীর রঙ।
শুধু মরে না মনছোঁয়া কিছু পুরানো সময়!
০৬ এপ্রিল ১৮, রাত।
পূর্ণিমাতিথি
------------------------
ইচ্ছে ছিলো মধ্যরাতে কাব্যছন্দে তোমার অবয়বে ভ্রুকুটি করবো পূর্ণিমাতিথি
ঠোটে মুক্তপদ্মের আদলে ফোটাবো রক্তগোলাপ...
একটাসময় দূরাঁচলে ঘুমন্ত মেঘটিবি গলে গলে ঝুপঝাপ নামবে
জলসুখ-আনন্দ।
তৃপ্তির ঢেকুর তুলে তুমি হু-হা উগরাবে অজান্তে আয়ত্ত করা শৈল্পিক বৃষ্টিধ্বনি....
আমাদের চারদেয়ালি কুঁড়েঘরের উড়ন্ত সব শব্দতরঙ্গ
একএক করে তুলে নেবে মহাকালের অতন্দ্র খালাসি
আর আমরা জলডিঙি বাইতে বাইতে ভেসে যাবো পৃথিবী থেকে মঙ্গলে,
মঙ্গল থেকে...
অথচ দেখো এখন-
নির্ঘুম রাতজেগে আমি একাকী সেই পূর্ণিমাতিথির সাথে'ই কাব্য করি,
তারা গুনতে গুনতে মেঘের প্রচ্ছদে আঁকি অবিশ্বাসী ইতিবৃত্ত
আর তোমার পাশবালিশে সূর্যমুখী ফোটায় রোদ সম্রাজ্যের রাজপুত্র।
০৪ এপ্রিল ১৮, মধ্যরাত...
১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ। মন্তব্যে উপকৃত হলাম।
২| ১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কি কঠিন কবিতা ভাই??
আবৃতি করে শোনান
১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১২
জুনায়েদ বি রাহমান বলেছেন: খুব বাজে হয়েছে?!
ইনশাআল্লাহ। অন্য একদিন শোনাবো।
৩| ১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
কবিতা কম বুঝি।
আপনার লেখা পড়ছি এতেই খুশি
১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: আমিও খুশি। আন্তরিক ধন্যবাদ।
৪| ১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
১মটা বেশি সুন্দর।
১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২২
জুনায়েদ বি রাহমান বলেছেন: আমারো ছোট ছোট কবিতা ভালো লাগে। মন্তব্যে উপকৃত হলাম।
৫| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২০
রাজীব নুর বলেছেন: এই রকম কবিতা না লিখে তেজি কবিতা লিখুন। জ্বালাময়ী কবিতা।
১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫২
জুনায়েদ বি রাহমান বলেছেন: পরামর্শের জন্য আন্তরিক ধন্যবাদ। চেষ্টা করবো।
৬| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৬
চাঁদগাজী বলেছেন:
সুখ-স্মৃতি জীবনকে সাজিয়ে তোলে, কষ্টকর-স্মৃতি জীবনকে কিছু সময়ের জন্য এলোমেলো করে দেয়; ১ম কবিতায়, মনোকষ্ট পদ্যের রূপ নিয়েছে
১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ বিশ্লেষণ। আন্তরিক ধন্যবাদ।
৭| ১১ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৯
চাঁদগাজী বলেছেন:
অনেকদিন লিখননি; চারিপাশের মানুষের কথা লিখুন।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০১
শাহারিয়ার ইমন বলেছেন: দ্বিতীয়টা ভাল হয়েছে