![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
ফাল্গুনী
_________________
ফাল্গুনী,
তোমার শাড়ির আঁচলে, ভ্রাম্যমাণ!
ঐসব মেঘমল্লাদের গতরে ল্যাপ্টে আছে
অগণিত জাগ্রতপ্রাণের
ব্যর্থ কালাতিপাতের বিবর্ণ গল্প।
জানো, আগামীকাল ভূপৃষ্ঠের যে জলগুলো মেঘ হবে
ওগুলোতে মিশে থাকবে
আমার অন্তহীন অপেক্ষার সন্তাপ কিম্বা
রঙহীন মলিন প্রেমার্তি।
***
আহ্বান
__________________
প্রজাপ্রতির শৈল্পিক ডানায় ঝুলছে-
বিচ্ছেদ ব্যথায় অঙ্কিত একখণ্ড ব্যথাতুর বিবর্ণ প্রচ্ছদ--
পাতাহীন মৃতদেহের মতো দাঁড়িয়ে আছে
কয়েকটি বেনামী বৃক্ষ
রোদহীন প্রাতঃকালীন আকাশে ভাসছে
রাশি রাশি সাদাকালো মেঘ।
অথচ একসময় এইসব গাছগুলোতে প্রাণচাঞ্চল্য ছিলো;
মেঘগুলো ছিলো ভুবনজয়ী রংবাহারি স্বপ্ন কিম্বা
অন্ধকার বিমর্ষ আকাশের সোনাঝরা আলো।
ফাল্গুনী,
চলো মেঘগুলোকে আবারো ভাষান্তরিত করি;
অতঃপর বৃষ্টিতে ভিজেভিজে কিম্বা উত্তুরের হাওয়ার দুঃখ ভাসিয়ে
প্রজাপতি পালকে নতুন করে- 'স্বপ্নিল প্রচ্ছদপট আঁকি'।
***
রচনাকালঃ ২০১৭....
ছবিঃ সংগৃহীত
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠিক বলেছেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইজান।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০
রাজীব নুর বলেছেন: দু'টা কবিতাই খুব সুন্দর হয়েছে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ রাজীব ভাই।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! ভাবনায় একরাশ মুগ্ধতা । ++
শুভকামনা প্রিয় কবিভাইকে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ প্রিয় পদাতিক ভাই। মন্তব্যে বরাবরের মতো অনুপ্রাণিত।
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২
টুটুল বলেছেন: উদ্বেল মুগ্ধতা রেখে গেলাম।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ। মন্তব্যে প্রেরণা পেলাম।
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
রাকু হাসান বলেছেন: অনেক ভালো হয়েছে কবিতা+ ছবি । প্রথম ছবিটা চমৎকার । দুটি কবিতাকে ভাবছিলাম কোন টা বেশি ভাল লাগছে । পারলাম না । দু'টি কেই এক পাল্লায় রাখলাম ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: দুটি কবিতাকে ভাবছিলাম কোন টা বেশি ভাল লাগছে । পারলাম না । দু'টি কেই এক পাল্লায় রাখলাম । - আমার মতো শৌখিন কবি'র জন্য এমন মন্তব্য অনেক বড় প্রাপ্তি।
অনুপ্রাণিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১০
জুনায়েদ বি রাহমান বলেছেন: শ্রদ্ধেয় কবি, মন্তব্যে খুব খুব অনুপ্রাণিত।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৪
নীলপরি বলেছেন: ভালো লিখেছেন । ++
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১১
জুনায়েদ বি রাহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত। আন্তরিক ধন্যবাদ।
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৩
কাওসার চৌধুরী বলেছেন:
দু'টি কবিতাই দারুন হয়েছে; ভাল লাগলো ৷+++
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় কাওছার ভাই।
মন্তব্যে অনুপ্রাণিত।
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩৪
শুভ্র বিকেল বলেছেন: দুটোই সুন্দর, ভালবাসা রেখে গেলাম।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: স্বাগতম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন কবিভাই
১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দুটোই ভালো লাগল।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: জেনে আপ্লুত হলাম কবি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২
বাকপ্রবাস বলেছেন: ফাল্গুন মনকে উচাটন করে সুন্দরের প্রতি। উসকে দেয় ভাবনাকে। সেই ভাবনার জাল বোনে বের হয়ে আসা কবিতারা সুন্দর।