|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুনায়েদ বি রাহমান
জুনায়েদ বি রাহমান
	মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
বিশ্বাস করো
__________
কল্পনার জীবনীগ্রাফে যতন করে করে
'তোমার-আমার' কিছু আনন্দ এঁকেছিলাম একটাসময়
কালান্তরে সেগুলো মেঘ হয়ে গেছে আর তুমি 
                            মেঘ বালিকা।
২
পানশালার বারান্দায় ঝিমুচ্ছে হেমন্তী রাতের আকাশ 
     শূন্যে উড়ছে মোহন সম্রাটদের মাথা 
বিশ্বাস করো -
আমি মাতাল হতে আসিনি, এসেছি সম্রাটদের মাথা গুনতে
 
         বিশ্বাস করো 
         বিশ্বাস করো
৩
তোমার আনন্দে মেঘদের রোদে কনভার্ট করতে করতে 
      আমি আজ এক ক্লান্ত ক্রীড়ক
ক্রীড়কদের হাসি-কান্নারাও নাকি ক্রীড়নক 
স্রোতের বিপরীতে দৌড়ানোর শক্তি আমার ছিলোনা কোনকালেই, তাই
নিজেকে লুকোতে চেয়েছি সদা নিজেরই আড়ালে
      তুমি টের পাও নি!
  
 সাদাকালো স্বীকারোক্তি 
________________
১
অপ্রেমের জলপুকুর থেকে তুলে এনে তোকে শিখিয়েছি প্রেম
তারপর ফেলে দিয়েছি আবার যন্ত্রণার সমুদ্রে 
এ অপরাধ ক্ষমার অযোগ্য 
এ অপরাধ ক্ষমার অযোগ্য 
                                        তাই, 
তোর দোয়ারে ক্ষমার দরখাস্ত নিয়ে না গিয়ে নির্জনে নৈঃশব্দ্যে নিজেকে পোড়াচ্ছি...
      এটা দাম্ভিকতা নয়, পাপের শাস্তি 
আমি এক জঘন্য পাপী।
২
কবিতায় তোকে লিখবার জোর হারিয়ে গেছে সেই কবে
মায়ার শব্দকোষ এখন শূন্যতার দখলে 
কোথাও বর্ণ নেই, 
কোথাও বাক্য নেই, 
নেই প্রেম-অপ্রেমের ছায়া
তবুও 
তোকে লিখতে মাঝেমধ্যে আঁকিবুঁকি করি, আর
কবিতার পাতায় তুলে রাখি তার নির্যাস- 
           'সাদাকালো স্বীকারোক্তি'
 ১৬ টি
    	১৬ টি    	 +৩/-০
    	+৩/-০  ২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ১:১৩
২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ১:১৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: মন্তব্য ও + এর জন্য আআন্তরিক ধন্যবাদ কবি।
২|  ২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ১:১৩
২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ১:১৩
কাওসার চৌধুরী বলেছেন: 
বাহ!! দারুন। মন ছুঁয়ে গেল। +++
  ২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ১:১৭
২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ১:১৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: মন্তব্য ও প্লাসে বরাবরের অনুপ্রাণিত। 
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় @কাওছার চৌধুরী ভাই      
৩|  ২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ১:৪৭
২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ১:৪৭
চাঁদগাজী বলেছেন: 
কবিতাগুলোর শক্তি আছে, প্রাণ আছে, ভাব আছে
  ২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ১:৫৫
২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ১:৫৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: মন্তব্যে খুব খুব অনুপ্রাণিত। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
৪|  ২৬ শে নভেম্বর, ২০১৮  দুপুর ২:২৭
২৬ শে নভেম্বর, ২০১৮  দুপুর ২:২৭
হাবিব বলেছেন: অসাধারন লাগলো কবিতা......প্রিয়তে নিলাম............
  ২৬ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৪০
২৬ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৪০
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ভাই।
৫|  ২৬ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৩:০৬
২৬ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৩:০৬
রাজীব নুর বলেছেন: খুব খুব সুন্দর।
  ২৬ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৪১
২৬ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৪১
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ভাই
৬|  ২৬ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১০
২৬ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১০
সাইন বোর্ড বলেছেন: বেশ অনুভবময়, অনেক ভাল লাগল ।
  ২৬ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৪১
২৬ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৪১
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন
৭|  ২৭ শে নভেম্বর, ২০১৮  সকাল ৭:১৫
২৭ শে নভেম্বর, ২০১৮  সকাল ৭:১৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: পড়লাম। ভালো
  ২৭ শে নভেম্বর, ২০১৮  সকাল ১০:৪৮
২৭ শে নভেম্বর, ২০১৮  সকাল ১০:৪৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৮|  ২৮ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৯
২৮ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৯
ফারিহা হোসেন প্রভা বলেছেন: মনোমুগ্ধকর কবিতা....
  ৩০ শে জুলাই, ২০১৯  দুপুর ১:২৮
৩০ শে জুলাই, ২০১৯  দুপুর ১:২৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ১২:৫২
২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ১২:৫২
কবীর বলেছেন: কবিতায় মায়ার ছায়া পড়ুক !!
ভালো লিখেছেন+