নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

আমার মৃত্যু কামনা করো \'মা\'!

০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৬

তোমাকে লিখতে বসলে মনে হয়
শূন্য ডিকশনারি গাধার মতো করে মগজে বয়ে বেড়াচ্ছি
কোথাও কোন শব্দ পাই না, পাই না কথা...উপমা
মা, তোমাকে লিখতে বসলে মনে হয় আমি যেনো এক মৃতের আত্মা
আত্মাদের বলবার শক্তি থাকে না
আত্মাদের লিখবার শক্তি থাকে না
থাকে না মায়ের সম্ভ্রম লোপাটকারীদের বিরুদ্ধে যাওয়ার সাধ্য।
আমি এখনো তোমার সম্ভ্রম লুটকারীদের বিরুদ্ধে দাঁড়াতে শিখিনি
মা,
আমার মৃত্যু কামনা করো- 'আমি প্রতিবাদী হয়ে ওঠি'
'আমি মানুষ হয়ে মরি'
----------------------------------------------
০২ জানুয়ারি ২০১৯, রাত...

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ২:২৯

বলেছেন: জ্ঞানগর্ভ কথা ---

আমি প্রতিবাদী হয়ে ওঠি
প্রতিবাদের কালবৈশাখী হয়ে।
চরম সত্যের কাছে নত না করে --
মনুষ্যত্বে গর্জে ওঠি আরেকবার।

আমি প্রতিবাদী হয়ে ওঠি
নিষ্ঠুর জুলুম ও অমানবিক নিয়মের শৃঙ্খলে
নড়েচড়ে ওঠি বুদ্ধিবৃত্তিকতায়
জ্বলে উঠি সময়ের প্রয়োজনে।

আমি প্রতিবাদী হয়ে ওঠি
আমি প্রতিবাদ মুখর হয়ে উঠি
অন্যায়-অত্যাচার ও অনাচারের বিরুদ্ধে
আমি মৃত্যুঞ্জয়ী বীর হয়ে উঠি।

আমি প্রতিবাদী হয়ে ওঠি
অস্তিত্বের শিকড়মূখী শপথ ছূঁয়ে
নৈতিকতার আলোয় আলোকিত হয়ে
জাতি হিসেবে পরিপূর্ণ হয়ে গড়ে উঠি।

০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ২:৫০

জুনায়েদ বি রাহমান বলেছেন: শ্রদ্ধেয় কবি, আপনি খুব সুন্দর লিখেছেন।

"আমি প্রতিবাদী হয়ে ওঠি
নিষ্ঠুর জুলুম ও অমানবিক নিয়মের শৃঙ্খলে
নড়েচড়ে ওঠি বুদ্ধিবৃত্তিকতায়
জ্বলে উঠি সময়ের প্রয়োজনে।" - দারুণ।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:



মা সন্তানের মৃত্যু কামনা করবেন না, আপনি আগের মতোই থেকে যাচ্ছেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: মায়েরা কিছু শক্ত না হলে, সমাজ-দেশের অবস্থা বদলাবে না।

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৪

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৫

হাবিব বলেছেন: ভালো লাগলো কবিতা......

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ হাবিব ভাই।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৩

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমিও প্রতিবাদী হয়ে উঠি

তবে মা আমাকে পিছুটান দেন ।

এটাই সমস্যা ।

+++

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৫৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: জ্বী, এটাই সমস্যা।
আমাদের মায়েরা সব সময় চান- আমরা যেনো ঝামেলা এড়িয়ে চলি। এটাই সমস্যা।

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৫৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.