নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন ব্লগ বন্ধ! নিন্দা ও প্রতিবাদ। (সাময়িক পোস্ট)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:০০



প্রথম আলোতে শিরোনাম'টি দেখে বুকের বামে তীব্র ব্যথা অনুভূত হলো। চটপট করে লগইন করলাম। হোমপেজ, পোস্ট সবিই ঠিকঠাক আছে। তাহলে?! সম্ভবত বাংলাদেশ থেকে সাইটি ভিজিট করা যাচ্ছে না।

সামুর উপর সরকারি সংস্থা যে অভিযোগ তুলেছে সেটা অতি দুঃখজনক, নিন্দনীয়। এই ব্লগের একজন পাঠকের পক্ষেও সেটা সহ্যকরা কঠিন। যারা লিখেন, নিয়মিত একটিভ থাকেন তাদের অনুভূতি, ব্যথাবেদনা লিখে বুঝানোর ভাষা আমার জানা নেই। সরকারি সংস্থার এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ এবং শিগগিরই সামুর উপর থেকে এই মিছেমিছি আরোপ তুলে নিয়ে সামুকে মুক্ত করে দেওয়ার দাবী জানাচ্ছি।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৩১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আশাকরি সামুর ওপর যে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে কারন আমি ভিপিএন ছাড়াই ঢাকায় বসে ব্লগে আসতে পেরেছি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৩৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: তাইনাকি! জেনে ভালো লাগছে।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৩৪

আরোগ্য বলেছেন: আমি তো বাংলাদেশেই আছি এবং ঠিক মত লগইন করতে পারছি।

নোংরা উপাধি দিয়ে আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেয়ার কৌশলকে ধিক্কার জানাই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৪০

জুনায়েদ বি রাহমান বলেছেন: সামুকে নোংরা অভিযোগে অভিযুক্ত করা নিন্দনীয়। এরকম একটা সুস্থ, সুন্দর প্লাটফর্ম বাংলাব্লগজগতে পাওয়া যাবে কি না সন্দেহ। আশাকরি দায়িত্বশীল ব্যক্তিবর্গ বুঝতে পেরেছেন।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৩৮

বলেছেন: তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।।।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৪৮

তারেক আজীজ বলেছেন: প্রিয় ব্লগটি বন্ধ হবে এটা মেনে নেওয়া খুবই কষ্টকর।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ব্লগ বন্ধ করার মতো আত্মঘাতী সিদ্ধান্ত সরকার নিবে না বলেই মনে হয়, আর যদি নেয়ও তা হবে ক্ষণস্থায়ী | কিছু মাথামোটা আর সুযোগসন্ধানী মাঝে মধ্যেই এসব ফালতু পদ্ধক্ষেপ নিয়ে প্রকারন্তরে সরকারকেই বেকায়দায় ফেলে |

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২০

উম্মু আবদুল্লাহ বলেছেন: প্রথম আলোতে খবরটি দেখে ভ্যাবাচ্যাকা খাই। পরে ব্লগাররা বলছেন, না তারা ঢুকতে পারছেন নির্বিঘ্নে।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২২

উম্মু আবদুল্লাহ বলেছেন: "স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ব্লগ বন্ধ করার মতো আত্মঘাতী সিদ্ধান্ত সরকার নিবে না বলেই মনে হয়, আর যদি নেয়ও তা হবে ক্ষণস্থায়ী | কিছু মাথামোটা আর সুযোগসন্ধানী মাঝে মধ্যেই এসব ফালতু পদ্ধক্ষেপ নিয়ে প্রকারন্তরে সরকারকেই বেকায়দায় ফেলে "

আসলে এইটা একটা ওয়ার্নিং।

আমাদের মনে হয় না এখানে আর সরকার বিরোধী কথা বলা ঠিক হবে। ঐসব আলোচনার জন্য ফেইসবুকই ভরসা।

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার সরকারের হাতে সামু বন্ধ হবে, বিশ্বাস হচ্ছে না

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৪

কলাবাগান১ বলেছেন: কোন ব্লগার খালেদা জিয়ার বেডরুমে যৌনতা নিয়ে কোন পোস্ট/মন্তব্য করেছে বলে জানি না..কিন্তু হাসিনার বেডরুমে যৌনতা সে নিয়ে যখন মন্তব্য করে স্বনামধন্য ব্লগার আর খালেদার কথা কে ঢাল হিসাবে ব্যবহার করে.। তখন টাশকি খেতে হয়

আর এখন সেই ব্লগার বলছেন
"আমাদের মনে হয় না এখানে আর সরকার বিরোধী কথা বলা ঠিক হবে।"

সরকার প্রধান এর যৌন জীবন নিয়ে কটাক্ষ করে এখন এই উপলব্ধি??????

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: প্রথম আলো মনে হয় ভুল নিউজ করেছে।

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১২

উম্মু আবদুল্লাহ বলেছেন: "কলাবাগান১ বলেছেন: কোন ব্লগার খালেদা জিয়ার বেডরুমে যৌনতা নিয়ে কোন পোস্ট/মন্তব্য করেছে বলে জানি না..কিন্তু হাসিনার বেডরুমে যৌনতা সে নিয়ে যখন মন্তব্য করে স্বনামধন্য ব্লগার আর খালেদার কথা কে ঢাল হিসাবে ব্যবহার করে.। তখন টাশকি খেতে হয়

আর এখন সেই ব্লগার বলছেন
"আমাদের মনে হয় না এখানে আর সরকার বিরোধী কথা বলা ঠিক হবে।"

সরকার প্রধান এর যৌন জীবন নিয়ে কটাক্ষ করে এখন এই উপলব্ধি??????"

কলাবাগান১, আমার তো তাও উপলব্ধি হয়েছে। আপনার প্রিয় নেতা নেত্রীদের তো সেটুকুও হয় না। জনগনের পয়সায় দিয়ে করা সংসদে বসে যা ইচ্ছা তাই গালি গালাজ, খালেদা জিয়ার বাড়ী থেকে অশ্লীল বই ম্যাগাজিন উদ্ধার, সারাক্ষন একে তাকে জড়িয়ে খালেদাকে নিয়ে ঠাট্টা তামাশা - এসব তো আপনার নেতা নেত্রীদের নিত্য নৈমিত্তিক বিষয়। কোনদিন আবার শুনব খালেদা জিয়ার কারাগার থেকেও পর্নো বই আর মদের বোতল উদ্ধার হয়েছে! এতেও অবাক হবার কিছু থাকবে না। যেহেতু বিএনপি একটি সহিষ্ণু দল, সেকারনে তার উদারতাকে এক্সপ্লয়েট করাটা স্বভাবে পরিনত হয়েছে।

আমার একটা সাধারন মন্তব্যে আপনি যেমন বিরক্ত হয়েছেন, তেমনি এসবে অন্যরাও বিরক্ত হত। এটা মাথায় ঢুকানোর চেষ্টা করুন।

সামুতে আর বেশী একটা সরকার বিরোধী মন্তব্য করতে চাই না কারন আমি চাই না আমার কারনে কোনভাবে সামু ক্ষতিগ্রস্ত হোক। এর মানে এই নয় যে আমার বিশ্বাস পরিবর্তন হয়েছে বা আমি আর কোথাও সরকার বিরোধী মন্তব্য করব না। আমি গনতন্ত্রে বিশ্বাস করি, ইসলামে বিশ্বাস করি। হযরত উমর (রা) যখন খলিফা ছিলেন তখন তাকে আক্রমন করে বহুজন বহু কথা বলেছে "আপনি এক্সট্রা চাদর কোথায় পেলেন সবার যেখানে একটা করে চাদর" ইত্যাদি কিসিমের। কিন্তু সেরকম ভাবে আওয়ামী লীগের মত চুপ করিয়ে দেয়াটা খলিফা উমর কখনও করেন নি। আওয়ামী লীগের প্রথাগত বৈশিষ্ট হচ্ছে এরা বিরোধী দল দমনে অতি অত্যধিক সুপটু। এই কারনেই ওরিয়ানা ফালাচি মুজিবের সম্পর্কে বলেছিলেন, "যিনি বিরোধিতা সহ্য করতে পারেন না তিনি কি করে গনতন্ত্রী হন?"

আমি সামহোয়ারে আর কোন সরকার বিরোধী কথাবার্তা বলতে চাই না। নীতিমালা এলাউ করলেও না। আমাকে প্লীজ কথা বলতে বাধ্য করবেন না।

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৭

কলাবাগান১ বলেছেন: রাজনীতি বিধ রা কি বলল তাতে আমাদের কিছু এসে যায় না..

আপনি প্রমান সহ বলেন কোন ব্লগার খালেদা জিয়ার যৌন জীবন নিয়ে কমেন্ট করেছেন.। লিং দেন.। লিং দিলে তখন বুঝব আপনার কমেন্ট কে

আমি যা বুঝি তা হল ব্লগার রা তাদের সীমা জানেন..কত টুকু বলতে হবে

১৩| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৪

খায়রুল আহসান বলেছেন: যে অপবাদ আরোপ করা হয়েছে, তা একজন ব্লগার কেন, পাঠক হিসেবেও মেনে নেয়া যায় না। সিদ্ধান্তটি নিঃসন্দেহে নিন্দনীয়।
একটি মন্দ কাজের প্রতিবাদ করেছেন, এজন্য সাধুবাদ।

১৪| ১৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:১২

ইসিয়াক বলেছেন: আমি তো কয়েক মাস কোনকিছু লিখতে ও পোষ্ট করতে পারিনি। অবশেষে ভিপি এন এর সহায়তায় রাহু মুক্তি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.