নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

শরৎ আঁকতে ইচ্ছে করে | বিষাদী রাতে

০২ রা আগস্ট, ২০১৯ রাত ৩:১৩


© শরৎ আঁকতে ইচ্ছে করে
___________________


ভরা ফাগুনে টুকরো টুকরো কাশফুল দুঃখ ধার করে করে তুমি এঁকে ফেলো শরতের আকাশ
উত্তাল নীলের সমুদ্রে ভাসাও বনবাসী সুখের নাও-

(নৈঃশব্দ্যে মেঘ ডাকো, নৈঃশব্দ্যে মেঘ তাড়াও....)

দুঃখবিলাসী মেয়ে,
তোমাকে দেখলে ইদানীং আমারও ইচ্ছে করে রাত জেগে জেগে নক্ষত্র গুনতে।
আর
কবিতার ক্যানভাসে সমুদ্ররঙ ঢেলে টুকরো টুকরো কাশফুল-শব্দে শরৎ আঁকতে
কবিয়ালদের মুখে শুনেছি-

'মনে মায়া থাকলে কবিতায়ও শরৎ আঁকা যায়'






© বিষাদী রাতে
____________

নির্জন রাতে বিষাদের নিনাদ সাজাতে মাঝেমাঝে সুপ্ত সাদাসাদা মেঘেরা ফুঁসে উঠে-
আকাশ কালো হয়। তীব্র প্রণোদনে পাক খায় ভীতসন্ত্রস্ত বেনামি বাতাস

সনাতন নিয়মে বেলা বাড়ে,

ক্ষুধার্ত স্যাঙাতের ডাকে সংজ্ঞাহীন মন তাড়াহুড়ো করে ঘরে ফিরে-
স্বভাবী অস্তিত্ব রক্ষার্থে জোরকদমে বিবর্ণ মেঘদের অক্ষত শরীর ফুঁড়ে বেরুয় চন্দ্রীমার অবয়ব।

তারপর।

তারপর রাত গভীর হলে, নিভে যায় চারকোণা কক্ষদের নিয়নবাতি
ঘুমিয়ে পড়ে আঁধারের জোনাকিপোকারা

শুধু জেগে থাকি আমি, কবিতা আর আমাদের 'না বলা' সাদাকালো কথারা!


(লেখা: পুরানো ডায়েরি থেকে। ছবি: গুগোল মামার কাছে নেওয়া।)

মন্তব্য ১৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৯ সকাল ৭:১২

চাঁদগাজী বলেছেন:


শৈশবে, শরতের সন্ধ্যায়, মাঠের ওপারের বাড়ীগুলোতে, আলো হাতে লোকজন এঘর থেকে ওঘরে যেতো, এতে কেমন যেন এক রহস্যময় পরিবেশের সৃষ্টি হতো!

০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:০১

জুনায়েদ বি রাহমান বলেছেন: শরতের প্রকৃতিটা এমনিতেই রহস্যময়।

২| ০২ রা আগস্ট, ২০১৯ সকাল ৭:৩৪

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।

সুন্দর কবতা লিখেছেন।

০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:০৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: শুভ সকাল।

ধন্যবাদ রাজীব ভাই, মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

৩| ০২ রা আগস্ট, ২০১৯ সকাল ৭:৪২

ইসিয়াক বলেছেন: অনেক অনেক সুন্দর ।
শুভসকাল

০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:০৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: মন্তব্য ও + অনুপ্রাণিত হলাম।

অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ইসিয়াক ভাই।

৪| ০২ রা আগস্ট, ২০১৯ সকাল ৭:৪৩

ইসিয়াক বলেছেন: +++্

৫| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪৭

নতুন নকিব বলেছেন:



পুরনো ডায়েরি পড়ে ভালো লাগলো। সুন্দর।

০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:০৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: সালামওয়ালাইকুম....

নাকিব ভাই, মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানলাম।

৬| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:২৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন আপু। মন্তব্য ও + এ অনুপ্রাণিত হলাম।

৭| ০৩ রা আগস্ট, ২০১৯ ভোর ৪:০৫

বলেছেন: বেনামি বাতাস,
সনাতন নিয়মে বাঁধা অনবদ্য কবিতা +++

০৩ রা আগস্ট, ২০১৯ ভোর ৪:২০

জুনায়েদ বি রাহমান বলেছেন: বাতাসটা বাউণ্ডুলে ছিলো। কোনদিক থেকে আসছে, বুঝা যাচ্ছিলো না। (যেহেতু দক্ষিণ দিক থেকে আসলে, দক্ষিণা। পূর্বদিক থেকে আসলে পুবালি বা পুবাল বলি; সেহেতু কোনদিক থেকে আসছে সেটা বুঝা না গেলে বেনামি'ই হবে। :) )

মন্তব্য এবং + দিয়ে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন। শুভরাত্রি।

৮| ০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ৮:৪৫

মুক্তা নীল বলেছেন:
কবিতা দুটোই ভালো লেগেছে।
শুধু জেগে থাকি আমি, কবিতা আর আমাদের 'না বলা' সাদাকালো কথারা ++

০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ১১:৩৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: মন্তব্য + এর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

৯| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ৯:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন: আহারে সময় কতো দ্রুত চলে যায় - দ্রুত চলে যায় জীবনও

০৩ রা আগস্ট, ২০১৯ রাত ১১:৫৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: একদম। সময় খুব তাড়াতাড়ি চলে যায়। ফুরিয়ে যায় জীবনও।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

১০| ০৮ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১২

জুন বলেছেন: শুধু জেগে থাকি আমি, কবিতা আর আমাদের 'না বলা' সাদাকালো কথারা
আমি জেগে থাকলেও কবিতা আসেনা :(
তবে আপনার কবিতাগুলো মন ছুয়ে গেল
+

০৮ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা...আপু, তাহলে স্বপ্নের মধ্যে, ঘুমিয়ে ঘুমিয়ে ট্রাই করে দেখতে পারেন :D

কবিতাগুলো আপনার মন ছুইতে পেরেছে জেনে ভালো লাগছে। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.