![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
ভুল
____
ভোরসন্ধ্যার কোলাহল থেমে গেলে শ্রান্ত শরীর ডুব দেয় মনের গহীনে
বিবেকের আয়নায় জেগে ওঠে ভুলের বিপ্রতীপ বিম্ব, শুদ্ধতা।
আমি হেরে যাই শুদ্ধতার কাছে
আমি হেরে যাই আমার কাছে
আর
নিজেকে পুড়াই ভুলের চিতানলে-
তবুও আমার ভোরসন্ধ্যার ভুলেরা শুদ্ধ হয়ে ওঠে না।
"ঘুমহীন রাতে"
___________
ঘুমহীন চোখে রোজ স্বপ্নদের কাটাছেঁড়া করি
বাড়ে বিয়োগের খাতা, ভাঙ্গাস্বপ্নের নির্বেদ-
নৈশব্দ্যে নিজের সঙ্গে লড়ি
দেখাই শাশ্বত সায়াহ্নের অন্ধকার
ভোরফুলের মরে যাওয়া
বিনিদ্ররাতে নিজেকে শান্ত করার এই একটাই মন্ত্র ফলপ্রসূ।
''সৃষ্টির নির্যাস''
___________
মৃত্যুর রাক্ষস মাত্র গিলে খেলো আমার এই কবিতার মৃদুমন্দ সন্ধ্যা
এখন খাচ্ছে রাতের দ্বিপ্রহর
যেভাবে গিলেছে আমার প্রাক্তন দিনরাত; সাদাকালো বেলা-অবেলা...
মৃত্যুর রাক্ষস একটাসময় আমার পুরুটা গিলে খাবে-
শুধু থেকে যাবে এইসব কবিতা, অকবিতা আর সৃষ্টির নির্যাস।
___________
ফেব্রুয়ারি ২০১৯
১১ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:০৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: হুম, ভুল হতে হতে'ই শুদ্ধতা আসে।
তবে আমার রাতজাগাটা এখনো রোগের পর্যায়ে যায়নি! সুস্থ, স্বাভাবিক আছি।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ সঞ্জি ভাই। ভালো থাকবেন।
ঈদ মোবারক।
২| ১১ ই আগস্ট, ২০১৯ ভোর ৫:৪৮
চাঁদগাজী বলেছেন:
সবগুলো পদ্য যেন হতাশা, বিষাদ, আশাহতের কাহিনী।
জীবনের সুখের কাহিনী, পরিতৃপ্তির গান কোথায়?
১১ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:১০
জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা... আপনি খুব সুক্ষ্মচোখে সবকিছু দেখেন বা পড়বার চেষ্টা করেন।
জীবনের সুখের কাহিনী, তৃপ্তির গানও শেয়ার করবো ইনশাআল্লাহ।
মন্তব্যে জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবে। ঈদ মোবারক।
৩| ১১ ই আগস্ট, ২০১৯ ভোর ৬:৫১
ঠাকুরমাহমুদ বলেছেন: হতাশা আর বিষাদ
১১ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:১২
জুনায়েদ বি রাহমান বলেছেন: ইনশাআল্লাহ, সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে লিখবো।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন। ঈদ মোবারক!
৪| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:৩৩
ল বলেছেন: ভুলেরাা শুদ্ধ হোক আজ না হয়ে কাল,, বিষাক্ত বিষাদের ছাপ মুছে যাক।।।
দারুণ শব্দ গাঁথুনি।।।
১১ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:১৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি।
মন্তব্যে অনুপ্রাণিত। ঈদ মোবারক।
৫| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:০৪
নীল আকাশ বলেছেন: এত এত হতাশার মাঝেও আশার আলোক বর্তিকা হয়ে ঈদ উল আযহার শুভেচ্ছা বয়ে নিয়ে আসুক অনিন্দ্যসুন্দর ভবিষ্যৎ।
ঈদ মোবারক মিতা ভাই।
১১ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:১৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা মিতা ভাই
ঈদ মোবারক।
৬| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:৪৬
নতুন নকিব বলেছেন:
সুন্দর শব্দকথা।
ঈদ মোবারক।
১১ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:১৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় নাকিব ভাই।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
ঈদ মোবারক।
৭| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৪১
ইসিয়াক বলেছেন: বিদ্যুতের দ্যূতির মতো চমকিত বিষাদমিশ্রিত ভালো লাগায় কবিতা।
১১ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:১৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ইসিয়াক ভাই
মন্তব্যে বরানরের মতো অনুপ্রাণিত...
ঈদের শুভেচ্ছা।
৮| ১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১১ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: নুর ভাই, অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ঈদের শুভেচ্ছা....
৯| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২২
ইসিয়াক বলেছেন:
১৩ ই আগস্ট, ২০১৯ ভোর ৪:১২
জুনায়েদ বি রাহমান বলেছেন: ঈদ মোবারক ভাই
১০| ১৩ ই আগস্ট, ২০১৯ রাত ১:১৩
ডঃ এম এ আলী বলেছেন:
ঈদের শুভেচ্ছা রইল
জীবন হোক ত্যগের মহিমায়
পরিবার পরিজনসহ আনন্দঘন
১৩ ই আগস্ট, ২০১৯ ভোর ৪:১৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ভাই। ঈদ মোবারক।
১১| ২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:২১
অর্ক বলেছেন: দারুণ দারুণ! শব্দের জাদু যেন মোহিত হলাম। আপনার শব্দভাণ্ডারে ভালো দখল জুনায়েদ ভাই। প্রচুর সম্ভাবনা সম্মুখে। হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি। এভাবেই লক্ষ্য পূরণে এগিয়ে যান।
২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনার মন্তব্যে আপ্লুত। অনেক অনেক অনুপ্রাণিত হলাম ভাই।
ভালো থাকবেন। পাশে থাকবেন।
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৯ ভোর ৪:৪৪
স্রাঞ্জি সে বলেছেন:
আহা সৃষ্টিরা কোথায় যাবে আর। সময় পুরিয়ে আসলে ফসিল থেকে যাবে যে।
ভুল _____ এতো সবার নিকট আড়ি পেতে বসে থাকে। তবে ভুল ভুল হতে হতে তো শুদ্ধতা আসবে বৈকি।
ঘুমহীন রাত কিন্তু ইনসমনিয়ার লক্ষ্মণ।
অনেক অনেক সুন্দর কবিতা।