নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

মেঘকাব্য

১৭ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:২৩

মেঘকাব্য

উৎসর্গ
মেঘ
(প্রিয় কেউ একজন)

তুমি মেঘের মতো ভেসে বেড়াও মনের আকাশে, বারোমাস
তাই এই..... আয়োজন"


১.

আলো-আধারির জলরং শাড়ি পরে সেজেছে আশ্বিনের ভরা রাত্রি
নক্ষত্রের আকাশ থেকে নৈঃশব্দ্যে ঝরছে চন্দ্রসুধা
শূন্য চন্দ্রশালায় উইস্কি গিলতে গিলতে পাঠ করছি এক মেঘ জীবন

কোথাও কোনো নক্ষত্র নেই
কোথাও কোনো রঙ ফোটা নেই...

চারদিকে অমাবস্যার কালিমার মতো, সাহারা- এন্টার্কটিকার মতো
কি তুমুল বিষাদী বিবর্ণতা
ওহ প্রকৃতি, ওহ ঈশ্বর, ওহ ভগবান, বিধাতা
ওহ আল্লাহ, ওহ স্রষ্টা, ওহহ জগতপতি
এতো এতো বিবর্ণতায় কেনো এঁকেছ একজীবন?
একঝাক চন্দ্রাবলী তালিয়ে যাচ্ছে একখণ্ড মেঘের অমাবস্যায়!



২.

মেঘবতীর দৃশ্যত গতরে দেখেছিলাম এক প্রশ্নবোধক
বিধ্বস্ত অন্ধকারের নগরী

চন্দ্রাংশুদের মুখে মুখে কতো শুনেছি অন্ধকার অশুভ'র প্রতীক
তবুও বিধ্বস্ত অন্ধকারে আমিত্ব ডুবিয়েছি

বিধ্বংসী কৌতূহল শুভ-অশুভ পরিমাপ করে অভিন্ন মানদণ্ডে।


৩.

তোমার প্রস্থানে একখণ্ড মেঘ এসেছিলো ছাঁয়া হয়ে

কোনোএক কবিতার কারিগর বলেছিলেন একদিন -
'মেঘ দুঃখের কাব্যিক নাম'
আমি ছায়ার নিচে বসে বসে মেঘের দুঃখ দেখতে গিয়ে বিস্ময়চোখে
নিজেকে দেখেছি

হায়! এতো এতো বিস্ময় ভেতরে নিয়ে সরলসাদা বিলি করছি দিব্যি!

প্রিয় মেঘ,
আমার দেওয়া দুঃখগুলোও তুলে রেখ দৃশ্যত গতরে
আমি অন্যজন্মে স্বর্গজল হয়ে ধুয়ে দেবো
তোমার নোনাচোখ, মুখ..
.... দুঃখসমগ্র।


৪.

তুমি আমার প্রেমিকা ছিলে না, ছিলে কাঠফাটা দুপুরের
উড়ো মেঘের ছাঁয়া
আমি ছায়ার প্রেমে পড়েছি
ছুটেছি পিছে পিছে
এবং
নেশাতুর শব্দভ্রমে স্থির করেছি আমার আকাশে

তুমি আমার প্রেমিকা ছিলে না, ছিলে নিস্তব্ধ রাতের
বিমুগ্ধ খোয়াব এক

যে খোয়াব ঘুমহীন রাত রচনার জন্য যথেষ্ট
যে খোয়াব চোখের দুয়ারে জল রচনার জন্য যথেষ্ট

প্রিয় মেঘ,
আমি আর রাত জাগতে চাই না,
আমি আর অশ্রু চাই না।


৫.

তরল জলের মতো তুমিময় কিছু সময় ভাবনা প্রায়ই আমাকে
বন্দী করে এক যৌগিক বন্ধনে

আমি স্থির মিনার হয়ে যাই

ভুলে বসি রাতের গভীরতা মাপতে
ভুলে বসি নিদ্রার আবশ্যকতা
এই ফাঁকে ভাবনার নির্যাস মস্তিস্কে বরফ আঁকে!
বিষাদ আঁকে
বৃষ্টি আঁকে

প্রিয় মেঘ, তোমাকে ভাবতে ভাবতে আমি আটকে পড়ি-
ভাবনার বরফকলে
বিষাদঘোরে

মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৯ ভোর ৬:৩৯

বলেছেন: দুঃখের কাব্যিক নাম "" মেঘ "

আপনার কবিতায় মেঘ,
আমাবস্যা,
মেঘবতির দূশ্যত গতর,
স্থির আকাশ,
উড়ো মেঘের ছায়া এগুলো দেখে


আজ থেকে আপনাকে আমি ""কবিতার মেঘদূত"" হিসাবে ভূষিত করলাম।।।
এটা আপনার জন্য সামান্য উপহার।।। গ্রহন করুন হবে কবি সত্তা।।।

১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: আজ থেকে আপনাকে আমি ""কবিতার মেঘদূত"" হিসাবে ভূষিত করলাম।।।
এটা আপনার জন্য সামান্য উপহার।।। গ্রহন করুন হবে কবি সত্তা।।।
-

এটা তো আমার জন্য অনেক বড়, অনেক ভারী উপহার হয়ে গেছে লতিফ ভাই। তবুও স্বাচ্ছন্দ্যে গ্রহণ করলাম।

দোয়া রাখবেন।

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

২| ১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: 'কবিতার মেঘদূত' লতিফ ভাই ইতিমধ্যে আপনাকে উপাধি দিয়েই দিয়েছেন। কবি হৃদয়ে নানান রকমের মেয়েগুলো এভাবেই জলছবি খেলতে থাকুক। কাব্যে ভালোলাগা।
শুভকামনা প্রিয় নীল আকাশ ভাইকে।

১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:২১

জুনায়েদ বি রাহমান বলেছেন: লতিফ ভাই বেশ বড়সড়, ভারী একটা উপাধি দিয়ে বসে আছেন। আমিও গ্রহণ করেছি। এখন উপাধির মান রক্ষা করে বাচঁতে পারি কি না দেখা যাক।

আপনার ভালো লেগেছে জেনে, ভালো লাগছে।

নীল আকাশ ভাই আমাকে মিতা বলে ডাকেন, আমিও উনাকে মিতা বলি। আমাদের এক ভাবলে ভুল হবে পদাতিক দা। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:২৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:২২

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন, @রাজীব ভাই

৪| ১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:৪২

বলেছেন: @পদাতিক চৌঃ- উনি নীল আকাশ হলেন কিভাবে?
চারিদিকে নীল বেশি হয়ে গেছে ---
পরিবেশটা কি ঠিক আছে??

১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: পদাতিক চৌঃ দা, হয়তো ভুলে বলে ফেলেছেন।
চারিদিকে নীল বেশি হওয়ার মাঝেমধ্যে নীলসাদার যুদ্ধ যুদ্ধ পরিবেশ প্রত্যক্ষ করতে হয়, আমি ওসব চাই না।

পরিবেশ সঠিক মনে হচ্ছে না। তবে উত্তপ্ত হওয়ার আগে নীল ভাইর চোখ পড়লে, বিষয়টা পরিষ্কার হবে আশাকরি।

মন্তব্যে বিষয়টা নোটিশ করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন কবি।

৫| ১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন: জুনায়েদ বি রাহমান ভাই, মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ুক আপনার বাড়িয়ে দেওয়া দু হাতে।
+++

১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩০

জুনায়েদ বি রাহমান বলেছেন: মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ুক আপনার বাড়িয়ে দেওয়া দু হাতে।
-
ধন্যবাদ ও কৃতজ্ঞতা @ মাহমুদ ভাই।

মেঘ ভালো থাকুক - এটাই চাওয়া।

৬| ১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৩

নীল আকাশ বলেছেন: নীল আকাশ হাজির ;)
আমাকে নিয়ে কবিতাও লিখে ফেললেন?
কার বিরহে কবি এত সুন্দর কবিতা লিখলো?
কবিতা ভাল লেগেছে।

১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: মিতা, আপনাকে দেখে ভালো লাগছে। সম্ভব হলে পদাতিক দা এবং লতিফ ভাইকে উৎসর্গ করে কিছু বলুন।


মেঘের বিরহে, মেঘকে তো চিনার কথা! হা হা..

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

৭| ১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন, @রাজীব ভাই

ভালো থাকুন। সুস্থ থাকুন।

১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:২০

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ আবারো।

আপনিও সতত ভালো থাকুন, এই কামনা

৮| ১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মেঘ কাব্য ভাল হয়েছে।

১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:২১

জুনায়েদ বি রাহমান বলেছেন: মেঘকাব্য ভালো হয়েছে, জেনে ভালো লাগছে।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ভাই

৯| ১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৩

আখেনাটেন বলেছেন: চমৎকার বাক্যবিন্যাস।

আপনার কবিতাগুলো হৃদয়গ্রাহী হয়।

১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ উৎসাহজাগানিয়া মন্তব্য।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন @আখেনাটেন ভাই

১০| ১৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:



মনোকষ্টের সময় মানুষ প্রকৃতির কাছে ফিরে যায়, প্রকৃতি মানুষকে ধারণ করে, মনোকষ্ট ভুলিে দেয়; কবিরা প্রকৃতিকে অনুধাবন করেন সহজেই

১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১:০৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর বলেছেন।
আন্তরিক ধন্যবাদ পাঠ ও মন্তব্যের জন্য।

১১| ১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৪২

মুক্তা নীল বলেছেন:
মেঘকাব্য দারুণ লিখেছেন । শ্রীপুর জাফলং রোডে
খুব শীতের সকালের মেঘেদের কথা মনে পড়ে গেলো।
"কবিতার মেঘদূত" কে জানাই শুভকামনা ।

১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১:০৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: জাফলং রোডের দিকে শীতকালে মেঘেদের সংখ্যা একটু বেশিই থাকে।

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

১২| ১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৯

দীপঙ্কর বেরা বলেছেন: ভাল লেগেছে।

১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১:০৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন কবি।

১৩| ১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ আবারো।

আপনিও সতত ভালো থাকুন, এই কামনা


আমি একটা কবিতা লিখেছি। কিছুক্ষন পর পোষ্ট করবো। আশা করি পড়বেন।

১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১:০৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: অবশ্যই পড়বো রাজীব ভাই।

আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.