![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
চন্দ্রিমার কোনোএক দ্বিতীয় জন্ম-রাতে
__________________________
উৎসর্গঃ হৈমন্তী
হৈমন্তীর সাথে চন্দ্রিমার কোনোএক দ্বিতীয়-জন্মরাত দেখতে দেখতে পাঠ করছি
তোমাকে লিখা পাণ্ডুলিপি
বিবর্ণ কাব্যগ্রন্থের মলাটের মতো থুপথুপ বিবর্ণতায় আঁকা রাতের প্রকৃতি
বাতাসে ঝিঝিদের বিধুর বিরহ
আকস্মিক জিজ্ঞাসুস্বরে হৈমন্তী বললো,
'আমি তোমার কবিতা হতে চাই, অনন্য। লিখবে আমায়...
লিখবে?
তোমার কবিতায় আমি আমাকে পড়তে চাই!'
এবং কালান্তরে
চোখের আগুনে বিবর্ণ পাণ্ডুলিপি ছাঁই করে ঠোঁটে-চোখে এঁকে দিলো একগুচ্ছ গোলাপ।
তারপর
তারপর চন্দ্রিমার দ্বিতীয়জন্মরাত সাক্ষী করে, আরো বললো-
এই নাও আকাশ; নিপট শূন্যতার শুভ্রপ্রচ্ছদ
এইখানে এঁকে দাও তোমার তুমিটাকে
আমি এক শূন্যতার জলদিঘি, আমাকে পূর্ণ করো
তুমি তরল হও, জল হও
তুমি ঠাকুমার বলা সেই রাজকুমার হও! অনন্য। মহাকালের ঘোড়াচড়ে একদিন
যার আসার কথা ছিলো আমার অঙ্গনে
যার পথ চেয়ে চেয়ে কেটে গেছে আমার তেইশ বসন্ত
তুমি আমার সেই তুমি হও! অনন্য
আমাকে পূর্ণ করো!
আমাকে পূর্ণ করো!
একযুগ পরও, আচ্ছন্ন আমি অন্তরে বিহ্বলতা নিয়ে স্মরণ করছি প্রিয় সেই হৈমন্তীকে
রাত বাড়ছে। চন্দ্রিমার আরো এক দ্বিতীয় জন্মরাত
_________________
সম্পাদিত
২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫০
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই। শুভ সকাল।
২| ২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:০০
বিজন রয় বলেছেন: কি বলবো, শুধু বিস্ময় জানাতে পারি এমন কবিতা!!!
আজ দিনটা অনেক ভাল কাটাবে আমার, আপনার এই কবিতার জন্য।
অনেক বেশি ভাল লাগল।
২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা, বিজন'দা
আপনার মন্তব্য সবসময়ই অনুপ্রাণিত করে।
৩| ২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৭
সাইন বোর্ড বলেছেন: শব্দে, ভাবে চমৎকার বুনন !
২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা, কবি
৪| ২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন: কবি গুরুর হৈমন্তী? নাকি আপনার হৈমন্তী?
২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা...
অবশ্যই আমার।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।