![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
দুপুরের ইলশেগুঁড়ি ধ্বনি গান হয়ে বাজছে তপতীর অন্তঃকর্ণে
রইসুল শুনছে বুলবুলের পদধ্বনি;
আর ভাবছে- তবে কি বুলবুল সত্যি সত্যি ঘূর্ণিঝড় হয়ে ফিরছে আবার!
মানুষ কর্মফল থেকে পালাতে পারে না বলেই বোধহয়
দুপুরের এই ইলশেগুঁড়িতে তপতী দেখছে তার প্রিয়মুখ, প্রেমিককে
আর রইসুলের ভাবনায় এসেছে প্রতিদ্বন্দ্বী বুলবুল
(কোনোএক অন্ধকারে যার সৎকার করেছিলো সে জলের জোয়ারে)
রইসুলদের অন্তঃদুয়ারে একপশলা ভয় হয়ে বুলবুলরা কড়ানাড়ে
বারবার
বারবার
আমৃত্যু!
সাধু
_____
'মুক্তিযোদ্ধা বৃদ্ধার মৃত্যুকালে কোনো দেশ ছিলো না'
'এককালে, দুপুরের বেনামী তর্কে পরকীয়ার বিরুদ্ধে যুদ্ধঘোষণাকারী বন্ধুটি এখন স্বাচ্ছন্দ্যে অস্তিত্বে মাখছে পরকীয়ার কলঙ্ক'
'বটছায়া একবাবা মধ্যরাতে পিচাশ হয়ে গিলে ফেলেছে তার সন্তানের জান, কেটে কেটে ছিন্ন বিচ্চিন্ন করেছে মনুষ্যত্ব....
চারিপাশের কোনো বিস্ময়তথ্য'ই এখন আর অতটা অবাক করে না আমাকে
যতটা অবাক হই এই নিজেকে দেখে!
কতো কতো রহস্য ভেতরে নিয়ে দিব্যি যাপন করছি এক সংজ্ঞাহীন বৈচিত্র্যের বেনামি জীবন।
এককালে এমন জীবন যাপনকারীর নামের পাশে অনায়াসে লিখে ফেলতাম ভণ্ড।
অথচ এখন লিখি সাধু
বস্তুতঃ সব ভণ্ড'ই নিজেকে সাধু ভাবতে স্বাচ্ছন্দ্যবোধ করে।
০৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: পাঠ ও প্লাসের জন্য ধন্যবাদ শ্রদ্ধেয়।
২| ০৮ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫
রাজীব নুর বলেছেন: আমি মোটেও সাধু নই। তবে আমি দুষ্টলোকও নই।
১০ ই নভেম্বর, ২০১৯ রাত ৩:৪৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: রাজীব ভাই, আপনি একজন ভালো মানুষ।
ভালো থাকবেন, সতত
৩| ০৮ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০০
কিরমানী লিটন বলেছেন: আমি কখনো নিজেকে সাধু ভাবি না- ভন্ডও....
মানে ইয়া কানা বদু ওয়া কানা....!!
১০ ই নভেম্বর, ২০১৯ রাত ৩:৫০
জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা...
ভালো থাকবেন লিটন ভাই।
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৬
খায়রুল আহসান বলেছেন: সব ভণ্ড'ই নিজেকে সাধু ভাবতে স্বাচ্ছন্দ্যবোধ করে - কিন্তু তার পরেও তারা ঠিকই জানে যে তারা ভন্ড প্রতারক, এ জ্ঞানের পীড়ন থেকে তাদের নিস্তার নেই।
১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ৩:১৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠিক। মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৩
ঠাকুরমাহমুদ বলেছেন: সব ভণ্ড'ই নিজেকে সাধু ভাবতে স্বাচ্ছন্দ্যবোধ করে।