![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
সর্পবিষ দাঁত আর হিংস্রা চোখওয়ালা সহস্রপদ শকুন ডানা ঝাপটাচ্ছে পৃথিবীর আকাশে
ক্রমশ
অক্সিজেনে বাড়ছে অসভ্যতার আধিপত্য, বিষক্রিয়া
অসভ্যতা সংক্রামক হওয়ায় ঝড়গতিতে
সংখ্যায় বাড়ছে মনুষ্যরূপী হিংস্র শকুন
স্বীয় হাসফাস শুনতে পাচ্ছ হে সভ্যতা?! হে কবি
জেগে ওঠো,
সুর তোলো....
অন্যতায় একদিন শকুনিসভ্যতা হবে কবিতার একমাত্র বিষয়বস্তু, আর
তুমি হবে মৃতাত্মার জীবন্ত মানুষ!
* ফুটনোট: ব্রাউজারের বুকমার্কে হঠাৎ ব্লগার রাজীব নুর ভাই'র 'অদ্ভুত কবিতা' নামক এই লেখাটায় চোখ পড়লো। লেখাটি কেন সেভ করে রেখেছিলাম কিছুক্ষণ মনে করার চেষ্টা করেও পারলাম না। সম্ভবত অজান্তে (বুকমার্ক অপশনে) টাচ হওয়ার সেভ হয়ে গিয়েছিলো। যাইহোক, লেখাটা পড়ে কিছু লিখতে ইচ্ছে করছিলো; তাই এই....
লেখাটি ব্লগার 'রাজীব নুর' ভাইকে উৎসর্গ করলাম।
ছবি: গুগোল
০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ কবি। আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে।
শুভ কামনা সতত।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৪৪
কবীর হুমায়ূন বলেছেন: আমরা হতো মৃত আত্মার মানুষ < আমরা হবো মৃত আত্মার মানুষ।
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
আপনি একজন বড় হৃদয়য়ের মানুষ। একজন হৃদয়বান মানুষ।
আল্লাহ আপনার মঙ্গল করুক।
০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। শুভকামনা সতত।
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৬
রাজীব নুর বলেছেন: ছোট হলেও প্রতিটা লাইন দারুন আবেগময়। প্রানবন্ত।
০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: অনুপ্রাণিত। আবারো ধন্যবাদ।
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫১
হাবিব বলেছেন:
অক্সিজেন কি আছে এখনো?
সেই কবেই তো শেষ!
০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪০
জুনায়েদ বি রাহমান বলেছেন: আসলে এখন বেঁচে থাকা দায় হয়ে দাঁড়িয়েছে।
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ হাবিব স্যার। ভালো থাকবেন।
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবিতা আর উৎসর্গে ভালো লাগা জানবেন। ++
০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪২
জুনায়েদ বি রাহমান বলেছেন: পাঠ ও মতামতের জন্য ধন্যবাদ সৌরভ ভাই। শুভকামনা সতত।
৭| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: লেখাটি বেশ ভাল লেগেছে।
০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: পাঠ ও মতামতের জন্য ধন্যবাদ কবি। ভালো থাকবেন।
৮| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৪
কিরমানী লিটন বলেছেন: খুব ভালোলাগা....
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ লিটন ভাই
৯| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৫
নুরহোসেন নুর বলেছেন: ভাল লাগলো, বাস্তবতার কাব্য
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ নুর ভাই
১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:১৫
বাকপ্রবাস বলেছেন: সুন্দর
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ বাকপ্রবাস ভাই
১১| ০৯ ই জানুয়ারি, ২০২০ ভোর ৪:৫৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
ভাই আপনি কোথায়?
২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: আছি ভাইয়া, একটু ব্যস্ত। কেমন আছেন আপনি?
১২| ১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৩
সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার কবিতা-
শুভেচ্ছা কবি!
২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ কবি।
১৩| ৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৬
ইসিয়াক বলেছেন: ভাইয়া আপনাকে আর পাই না কেন? ব্যস্ত বুঝি?
২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: জ্বি, একটু ব্যস্ত।
ভালো আছেন তো?
১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৫
ইসিয়াক বলেছেন: জ্বী ভাইয়া আমি ভালো আছি।
আপনাকে পেয়ে ভালো লাগলো।
শুভকামনা্
০২ রা মার্চ, ২০২০ দুপুর ২:২৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
১৫| ০৮ ই মার্চ, ২০২০ দুপুর ১:০৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কোথায় আপনি ? অনেকদিন পাই না।
১১ ই মার্চ, ২০২০ রাত ১২:১০
জুনায়েদ বি রাহমান বলেছেন: আছি ভাই, বেশিক্ষণ থাকি না, তাই লগইন করি না।
অবশ্য মাঝেমধ্যে আপনাদের পড়ি।
১৬| ০৯ ই মার্চ, ২০২০ সকাল ১১:৪৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
জুনায়েদ বি রাহমান ভাই ভালো আছি,
সময় করতে পারলে মাঝে মাঝে ব্লগে আসবেন। ধন্যবাদ। আমি আপনাদের নিয়ে পোষ্ট দিবো।
১১ ই মার্চ, ২০২০ রাত ১২:১৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ভাই
কিছুদিন ধরে চোখের সমস্যা ভোগাচ্ছে। বেশিক্ষণ মোবাইল বা লেপটপে তাকিয়ে থাকতে পারি না। তাই ব্লগে কম আসি।
ভালো থাকবেন, দোয়া রইলো।
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৪৩
কবীর হুমায়ূন বলেছেন: সুন্দর হয়েছে। আমাদের অসাবধানতা এবং অপকর্মের কারনেই এ পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আমরা হতো মৃত আত্মার মানুষ। শুভ কামনা কবি জুনায়েদ বি রহমান।