![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
১.
ভদ্রসংগীতের সারমর্ম না বুঝলে- ব্যাখ্যা করে শুনিয়ে দাও অশ্লীল তর্জমা
পাড়ার যে নেতাকে 'আমড়াকাঠের ঢেঁকি' ডেকেছো এতোদিন
আজ থেকে প্রকাশ্যে ডাকো তারে 'বোকাচুদা'
কিংবা ইংলিশে ইডিয়ট!
কেননা, 'আমড়াকাঠের ঢেঁকি'র সহজবোধ্য শব্দ 'বোকাচুদা'
ইডিয়ট
২.
ক্ষমতা ইডিয়টদের দখলে চলে গেছে
'তোমার প্রতীকীকথা তারা বুঝবেনা'
শিল্পী, তুমি স্পষ্টরেখায় 'নেতাকর্তৃক জনগণের পো* মারার চিত্র' অংকন করে
টাঙ্গিয়ে দাও ব্যস্তসমস্ত পাব্লিকপ্লেসে
জনগণ দেখুক
জনগণ বুঝুক
এবং
ধীরেধীরে পো* রক্ষার কলাকৌশল রপ্ত করুক!
৩.
দৃশ্যমান অসংগতি সংগীতসুরে গেয়ে চলছে একদল ক্লান্ত ভদ্রপ্রাণ
একদল জন্মবাউল পিঠে পুটলি নিয়ে হাটতে হাটতে ভুলে বসেছে গান-
স্বাধিকার।
সমাজ, তুমি দেখেও কিছু দেখছ না
তোমার টনক নড়ছে না
ক্ষ্যাপে গিয়ে কেউ যখনই বলছে 'তুমি ছিঁড়ছ'টা কি বাল!'
তখন তোমার মুখে শ্লীলতার আগুন-
চোখ বড়বড় করে তুমি বলছো - 'ছিহ... ছিহ
কি অশ্লীল!
কি অশ্লীল!'
শোন, তোমার এই চুলের শ্লীলতাকে আমি...... দুচি না।
১৪ ই মার্চ, ২০২০ রাত ৮:৩২
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভাবুন ভাবুন, ভালো করে ভাবুন।
২| ১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০১
রাজীব নুর বলেছেন: ম্যাও প্যাও।
১৪ ই মার্চ, ২০২০ রাত ৮:৩৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই, নামকরণের সময় এই 'ম্যাওপ্যাও' শব্দটাই মনে করার চেস্টা করছিলাম
৩| ১৪ ই মার্চ, ২০২০ রাত ৮:৪০
চাঁদগাজী বলেছেন:
কবিতাকে বেশী শক্তি দিলে উহা দৈত্য হয়ে যাবে।
১৪ ই মার্চ, ২০২০ রাত ৮:৪৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: গদ্য লেখার সময় আপনার পূর্বের করা মন্তব্যেগুলো আমাকে টেনেটুনে একটা সহজসরল অবস্থানে রাখতে সাহায্য করে। এই মন্তব্যটাকে আগামীতে কাজে লাগবে।
ধন্যবাদ, পাঠ ও মন্তব্যের জন্য।
৪| ১৫ ই মার্চ, ২০২০ সকাল ৮:২২
রুদ্র আতিক বলেছেন: সামাজিক শ্লীলতাহানির কি মোহন ম্যাও প্যাও ! সাবাস, কমরেড !
১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ কমরেড!
৫| ১৫ ই মার্চ, ২০২০ সকাল ১১:৩৮
নেওয়াজ আলি বলেছেন: সাবলীল সুন্দর উপস্থাপন ।
১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
দাঁড়ান দাঁড়ান আরেকটু ভেবে নিই !
কি অশ্লীল! ++