নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই ফালাসরে পাগল মরতে একদিন হইবই

তারা ভরা রাতের নিষাচর...

জুনজুন

নিতান্তই সরল দিন গুলো কেটে যায়..... শুধু বসে থাকা কিছু সপ্নকে মুঠো করে।

জুনজুন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ মূসক সপ্তাহ

২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০১

“বাংলাদেশ মুত্র সপ্তাহ”—ভাল করে তাকালাম, ও আচ্ছা “বাংলাদেশ মূসক সপ্তাহ”... বিলবোর্ডের কালি কুলি ক্ষয়ে গিয়ে অবশ্য প্রথমটায় মনে হচ্ছে। উপরে পদ্মা সেতুর বিশাল ছবিও শোভা পাচ্ছে বেশ। পদ্মা সেতু দেখে বা মুত্র সপ্তাহ দেখেই হোক না লোকজন বিলবোর্ডের তলদেশে মুত্র বিসর্জন দিয়ে মোটামুটি পদ্মা নদী বানাবার প্রচেষ্টায় যেন মত্ত...। সামনে দেয়ালে বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের আরবী, ইংলিশ, বাংলায় লেখা থোড়ায় কেয়ার ওদের... পেশাবের বেগ যেখানে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমাদের আবেগ। যে দেশে ধর্মগুরুদের নিয়ত উপদেশ সুদ ঘুষ আর বিবিধ আপরাধ ঠেকাতে পারছে না সেখানে শুধু আরবি লেখা দিয়ে আমাদের নিত্য আভ্যাসকে বদলে দেওয়ার চিন্তা যে বাতুলতা ছাড়া আর কিছুই না তা নিশ্চয় ধর্ম মন্ত্রণালয় এতদিনে কিছুটা বুঝতে পেরেছে। তবে মূসক হোক আর মুত্রই হোক... দুটোই মানুষকে নিতান্ত বাধ্য হোয়েই ত্যাগ করতে হয়। একটা প্রকৃতি যেমন শুষে নিয়ে আমাদের উপকারে লাগায় তেমনি অন্যটা আমাদের রাস্ট্র যন্ত্র শুষে নিয়ে আমাদের উপকারে লাগায়(!)বটে। তবে মূসক( মূল্য সংযোজিত কর) এর সাথে সাথে যদি ঘুষখোরদের জন্য ঘুসক (ঘুষ সংযোজিত কর), আর জনগণের টাকা হাপিশ করে কালো টাকার পাহাড় গড়ে তোলাদের জন্য কাসক (কালো টাকার সংযোজিত কর) বা পথে প্রান্তরে যে সোনার ছেলেরা জনস্বার্থে চান্দা আদায় করেন তাদের তরে চাসক (চান্দাবাজি সংযোজিত কর)চালু করা যেত তবে আজ যে পদ্মা সেতু বিলবোর্ডের কেবল ছবি হয়েই ঝুলত না তা বলা যায়...

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.