![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডোমেইন হোস্টিং এবং ওয়েবডিজাইন নিয়ে কিছু সিরিজ পোস্ট করার ইচ্ছা আছে। সেই হিসেবে আজ ডোমেইন নিয়ে অল্প কথা কিছু বলছি। একেবারে নতুনদের জন্য।
ডোমেইন নেম কি?
ডোমেইন নেম হচ্ছে কোন একটা ওয়েবসাইটের নাম। যেমন http://www.hostingfair.com একটি ওয়েবসাইট। এখানে www হচ্ছে world wide web, hostingfair.com হচ্ছে ডোমেইন নেম। এই ওয়েবসাইটের একটি আইপি অ্যাড্রেস আছে। প্রত্যেক ওয়েবসাইটের একটি নির্দিষ্ট আইপি থাকে। কিন্তু আইপি দিয়ে ওয়েবসাইট মনে রাখা কষ্টসাধ্য। ডোমেইন নেমের কল্যাণে আমরা অনেক ওয়েবসাইটের নাম মনে রাখতে পারি।
ডোমেইন গঠনঃ
ডোমেইন নেমের দুইটি অংশ থাকে। একটিতে নাম, আরেকটি তে এক্সটেনশন। যেমন http://www.hostingfair.com এখানে hostingfair হল ডোমেইন নেম এবং .com হল ডোমেইন এক্সটেনশন। ওয়েবসাইটের ধরণ অনুযায়ী এক্সটেনশন সিলেক্ট করা হয়। এরকম কিছু এক্সটেনশন দেখে নেইঃ
.com বহুল ব্যবহৃত এক্সটেনশন। সাধারণত কোম্পানি ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয়।
.net এক বা একাধিক নেটওয়ার্কের জন্য ব্যবহৃত।
.org কোন অর্গানাইজেশন/সংগঠন এর ওয়েবসাইট এর জন্য।
.info ব্যক্তিগত অথবা তথ্যভিক্তিক ওয়েবসাইটের জন্য ব্যবহৃত।
.me সাধারণত পোর্টফলিও ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয়।
TLD ও CCTLD কি?
TLD মানে Top Level Domain. উপরের যতগুলো ডোমেইন দেখানো হয়েছে তার সবগুলোই Top Level Domain.
ccTLD হল country code top level domain. বিভিন্ন দেশের জন্য কিছু নির্দিষ্ট ডোমেইন এক্সটেনশন থাকে। যেমন .COM.BD/.IN/.PK
ডোমেইন নেম নির্বাচন করার সময় লক্ষণীয় বিষয়ঃ
১ সহজবোধ্য নাম নির্বাচন করতে হবে, যাতে করে ভিজিটর সহজেই নাম মনে রাখতে পারে।
২ ওয়েবসাইটের বিষয়বস্তুর সাথে সাদৃশ্যপূর্ণ নাম দিতে হবে।
৩ সংক্ষিপ্ত নাম দেখতে সুন্দর, মনে রাখাও সোজা।
৪ বড় কোন কোম্পানির অনুকরণে নাম দেওয়া থেকে বিরত থাকুন। যেমনঃ googlebd.com, yahooshop.com etc
৫ আপনার পছন্দের ডোমেইন নেম খালি আছে কিনা চেক করার জন্য এখানে দেখতে পারেন।
ডোমেইন রেজিস্ট্রেশানের সময় সতর্কতাসমূহঃ
১ যার থেকে ডোমেইন কিনবেন তার সাথে ডোমেইন প্রাইস নিয়ে কথা বলে নিন।
২ পরের বছরের রিনিউ চার্জ জেনে নিন। কিছু কিছু প্রভাইডার দেখা যায় প্রথম বছর সল্প মূল্যে দিলেও পরের বছর অনেক চার্জ করে বসে। তাই ডোমেইন অফারের আওতায় কিনলে ডোমেইন রিনিউ প্রাইস জেনে নিবেন।
৩ ফুল কন্ট্রোল প্যানেল দিবে কিনা জিজ্ঞাসা করে নিবেন এবং অবশ্যই ফুল কন্ট্রোল প্যানেল আপনার কাছে রাখবেন। তাহলে পরবর্তীতে আপনি যে কারো থেকে রিনিউ করাতে পারবেন।
৪ ডোমেইন সম্পর্কিত যেকোন সমস্যায় প্রভাইডারকে জিজ্ঞাসা করবেন। আপনাকে অবশ্যই হেল্প করবে।
হোস্টিং ফেয়ার সুনামের সাথে ডোমেইন হোস্টিং ব্যবসা করে যাচ্ছে। বাংলাদেশী বাদে তাদের বিদেশী ক্লায়েন্টও আছে। হাই ক্লাস ডোমেইন এবং উন্নত মানের এসইও ফ্রেন্ডলি হোস্টিং সরবরাহ করে থাকে।
ডোমেইন প্রাইসঃ ৭০০ টাকা। ১ বছরের জন্য।
হোস্টিং প্রাইসঃ ৩০০ টাকা ১ জিবি। (৭০% ডিসকাউন্ট চলছে)
ওয়েবসাইট: http://www.hostingfair.com
ইমেইল: [email protected]
হটলাইন: ০১৭৮৯২৬২৬২৮, ০১৬৭৩১৮২৫৭৪
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৫
এস রহমান ফাহাদ বলেছেন: হোষ্টিং SEO বান্ধব-অবান্ধব হয়। আমি ইংরেজিতে কিছু লেখা তুলে ধরছি।
What is the checklist of items to consider when talking about SEO and hosting?
Ideally you want servers located in the right territory to match your top level domain, e.g. notwithstanding technical limitations that your organisation might have, if I was targeting users in France, I’d ideally locate the server in France and use a .fr domain.
Being able to manipulate server settings to aid in configuring URLs, URL re-writing and various other set-up options.
Good bandwidth capacity as standard to handle a possible overflow of traffic.
Load balancing facilities to make sure the site is live at all times.
99.9% uptime from your provider minimum.
Fast processors to aid in PHP and other script executions so that dynamically database driven sites perform at a decent pace.
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪
বোধহীন স্বপ্ন বলেছেন: আগে এ ব্যাপারগুলো ঠিক বুঝতাম না । পড়ে ভালো লাগল
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৫
এস রহমান ফাহাদ বলেছেন: শুনে ভালো লাগলো।
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হোস্টিং কি লোকাল সার্ভারে নাকি বাইরের??
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯
এস রহমান ফাহাদ বলেছেন: ডাটা সেনটার বাইরে।
৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮
আনোয়ার ভাই বলেছেন: ওয়েব ডিজাইনে কত খরচ পড়বে
৫| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৪
আব্দুল ওয়াহেদ খান বলেছেন: ডোমেইন হোস্টিং ও ওয়েব ডিজাইন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিত করুন: goo.gl/dFJFgt
৬| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৪৪
মাসুমবিডি বলেছেন: ভাই এই ওয়েব সাইট থেকে বিকাশ দ্বারা ডোমেইন এবং হোস্টিং কিনতে পারবেন l যা হোস্টিংগেটর থেকে ভালো এবং মূল্য কম আছে l Click This Link
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২
দি সুফি বলেছেন: .me হল মন্টেনিগ্রোর ccTLD
আর হোষ্টিং কখনও SEO বান্ধব-অবান্ধব হয়না। এটা সম্পূর্ণভাবে সাইটের কন্টেন্টের উপর নির্ভর করে!