নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধ আইন

অন্ধ আইন › বিস্তারিত পোস্টঃ

!!!!!!!!!এটা আমার প্রথম পোষ্ট!!!!!!!!!

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৫



আমি না কোন কবি না কোন লেখক

আমি শুধুই একজন দেখকক ।

আপনেরা আছেন ভাল

আপনাদের লেখায় জ্বলে ওঠুক বাংলার বুকে নতুন করে বাঁচার আলো



আমি লেখতে পারি না তেমন কিছু

লেখতে বছলেই ডাকে আমায় কে যেন পিছু



ওঠাতে পারি না মাথা আমার ওপরে

লজ্জায় মাথা করে রাখতে হয় নিচু



স্যার বলে কিরে আজ হয়নি তোর পড়া

কবে শিখবি বলত তুই ছড়া ।



কাল বাদে পরশু তোর পরিক্ষা

হায়রে কে করবে তোকে রক্ষা ।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৭

মাহবু১৫৪ বলেছেন: ১ম কমেন্ট

স্বাগতম এবং শুভ ব্লগিং

২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০০

অন্ধ আইন বলেছেন: ধন্যবাদ প্রথম কমেন্টকারিকে । ব্লগে স্বাগতম ভাইটি । :)

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৫

সমীর কুমার ঘোষ বলেছেন: স্বাগতম আপনাকে। ফুল দিয়ে নবীন বরণ করলাম আপনাকে। আর নতুন একটা শব্দ শিখলাম। "দেখক" :)

২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০১

অন্ধ আইন বলেছেন: ব্লগে স্বাগতম ভাইটি । :)

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৪

নুর ইসলাম রফিক বলেছেন: স্বাগতম.....................

!!!!!!!!!এটা আমার প্রথম পোষ্ট!!!!!!!!!

শুরুটা মিত্যে দিয়েই করলেন।
বাহ বাহ বাহ।
এটা কিন্তু আপনার ২য় পোষ্ট।

শুভ ব্লগিং...............

২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০২

অন্ধ আইন বলেছেন: আমার ব্লগের শুভেচ্ছা নিবেন। :)

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৭

কালের সময় বলেছেন: কবিতার শুরু মিছা কিন্তু লেখা হয়েছে ভালা ।

শুভ ব্লগিং ।

২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০২

অন্ধ আইন বলেছেন: ধন্যবাদ শুভেচ্ছা রইলো :)

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: শুভ ব্লগিং । :)

২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৩

অন্ধ আইন বলেছেন: ধন্যবাদ কবিকে আমার ব্লগে স্বাগতম :)

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৯

কলমের কালি শেষ বলেছেন: শুভ কামনা রইল ।

২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৪

অন্ধ আইন বলেছেন: ধন্যবাদ কবিকে আমার ব্লগে স্বাগতম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.