নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার দেশকে নিজের জীবনের থেকে বেশী ভালোবাসি। এক কথায় \"পাগলা দেশপ্রেমিক\"........................... .Fb id :: জেগে ওঠো বাংলাদেশ..........................Twitter id::@jygyotobd71......................... Fb group : জেগে ওঠো বাংলাদেশ@(official

জেগে ওঠো বাংলাদেশ

জেগে ওঠো বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

দেশকে আমাদেরই জাগাতে হবে

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২০

সবার দৃষ্টি আকর্ষণ করছি ......
...
আমি জেগে ওঠো বাংলাদেশ আইডি থেকে বলছি। আমি একজন বাংলাদেশি এবং বাংলাদেশকে খুব ভালোবাসি। যার কারনেই আমি একটি উদ্যোগ নিয়েছি। আশা করি আমার মতোও সব বাংলাদেশিরাও এদেশকে ভালোবাসে। এখানে আশাকরি শব্দটা পড়ে অনেকেই মনে অনেকেই প্রকাশ্য আমাকে অনেক গালমন্দ করবেন। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা নিজের লাভের জন্য দেশের যেকোন ক্ষতি করছে। আচ্ছা সে যাই হোক এইখানে কিছু নিয়ম আছে যা মানতে হবে। এজন্য কিছু কথা এখানে বলা যাবেনা। আমি নিজ উদ্যোগে ফেসবুকে একটি গ্রুপ খুলেছি।যেখানে এই দেশের সকল সমস্যা তুলে ধরা হবে।জনগনের দাবি তুলে ধরা হবে আর সকল অন্যায়ের প্রতিবাদ করা হবে।যারা রাজনীতি করেন আর যারা করেন না তারা সবাই এড হতে পারবেন এই গ্রুপে। কেননা এতে করে কার মতে কোন বিষয়টা ঠিক তা উঠে আসবে। গ্রুপটি সাম্প্রতি খোলা হয়েছে। গ্রুপটি মেম্বার ও এডমিন লাগবে অনেক। নিচে আমার ফেসবুক একাউন্ট ও গ্রুপের লিংক দিচ্ছি। আশা করি সবাই এড হবেন। এবং আপনি আপনার মতামত তুলে ধরবেন।
ধন্যবাদ সকলকে।
#জেগে_ওঠো_বাংলাদেশ
.
.
.
[বি:দ্র:গ্রুপ নাম ::::জেগে ওঠো বাংলাদেশ @ official
id name:: জেগে ওঠো বাংলাদেশ
GMail :::[email protected]]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.