![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিমু মত এলোমেলো পথে জোছনায় ময়ুরাক্ষীর পাড়ে চুপ করে দাঁড়িয়ে থাকা, ধীরে নদীর পানি গ্রাস করতে থাকে আমাকে .....। ফেসবুকে আমিঃ https://www.facebook.com/hiimmuu
মাঝে মাঝে কিছু মানুষকে বলতে ইচ্ছে হয়
" ভালবাসি "
কিন্তু
জানি না কেন বলতে পারি না
হয়তো বিবেকে বাধে,
কখনো মনের কথা মুখে আসে না
পৃথিবীতে ভালবাসা না থাকলে বোধ হয় ভালো হতো
তখন সব মানুষকে একভাবে দেখা যেতো..
ভালবাসা আছে বলে স্বার্থও আছে..!
খুব কাছে গিয়ে ফিরে আসি এই ভেবে
"মিথ্যে বলছি না তো ? "
ভাবছি,
আর ভালবাসায় বন্ধুর পথে পা বাড়াবো না
কারন
জানি না,
কোন পথে কে দাঁড়িয়ে আছে
এক বুক ভালবাসা নিয়ে
যদি মায়ায় পড়ে যাই
যদি ফিরে না আসতে পারি...
কারন,,,
সত্যি ভালবাসা কে উপেক্ষা করবার শক্তি সবার
থাকে না
আমার ও নেই..
লিখেছেন
-kabbopremi rifat
উৎসর্গ- এক অচেনা মেয়েকে
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৩
কাব্যপ্রেমী রিফাত বলেছেন: keu comment dey na