![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিমু মত এলোমেলো পথে জোছনায় ময়ুরাক্ষীর পাড়ে চুপ করে দাঁড়িয়ে থাকা, ধীরে নদীর পানি গ্রাস করতে থাকে আমাকে .....। ফেসবুকে আমিঃ https://www.facebook.com/hiimmuu
তোমার কাছে যদি
সকালের রোদ
হয় ভালোবাসা ।
আমি মুঠোতে রাখবো চাঁদ ।
হয়ে যাবো সূর্য ।
নিজে জ্বলে কষ্টে পুড়ে মরবো ।
তবু তোমার কোল জুড়ে রেখে যাবো ।
ভালোবাসার স্পর্শ ।
লিখাঃ কাব্য
©somewhere in net ltd.