![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিমু মত এলোমেলো পথে জোছনায় ময়ুরাক্ষীর পাড়ে চুপ করে দাঁড়িয়ে থাকা, ধীরে নদীর পানি গ্রাস করতে থাকে আমাকে .....। ফেসবুকে আমিঃ https://www.facebook.com/hiimmuu
নীল পরী ,
আজ আসবে না ? সেদিনের ফুল কি তোমার হাতে শুকিয়েছিলো নাকি প্রস্ফুটিত হয়েছিলো ফুলে ?
ভালোবাসা কখনো বদলে যায় ঘৃণায় ,
আবার কখনো রঙ হারিয়ে বদলে যায় ,
কখনো কেউ হারিয়ে যায় ভালোবাসার অতলে ।
তুমি কাঁদছো ? এত ভালোবাসো ?
তোমার চোখ নীল।
তোমার হাতের চুঁড়ি নীল।
তুমি পড়েছো নীল শাড়ি।
তোমার হাতের পুতুলটাও নীল।
তোমার ঘড়ি নীল ।
নীল তোমার শরীর ।
কি ভাবছো ?
অন্ধ হয়েছি ?
হয়তো তাই ,
ভালোবাসার রঙ শুনেছি নীল।
দেখেছি তোমার চোখে।
এত মায়ায় চোখে তুলে দাও মাদকতা।
শরীর কাঁপে শিহরণে।
এতটা আপন করে হাতটা টানো বুকে ।
মায়াবতী , তোমার শ্বাস কি দীর্ঘশ্বাসে বদলায় ?
এত ভারি কেন ?
ইশ ,
তোমার ঠোঁটের কোণে লেগে থাকা হাসির রেখা লেপ্টে দিতে ইচ্ছে করে তোমার লিপস্টিকে ।
কাছে টিস্যু আছে তো ?
একটু অত্যাচার সয়ে নিয়ো।
সে স্পর্শ না হয় মুছে দিয়ো ।
তবে ,
ভালোবাসা মুছে ফেলো না ।
এক নীল জোছনায় , নীল পালের নৌকা বেয়ে , নীল আকাশের রুপালী কাশফুলের বনে মুক্তি দিবো নীল প্রজাপতির ।
শুধু বলোঃ
ভোর হলেই প্রতিবারের মত হারিয়ে যাবে না তো ?
লিখাঃ কাব্যপ্রেমী রিফাত ।।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
কাব্যপ্রেমী রিফাত বলেছেন: আপনাকে ধন্যবাদ ।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৪৬
আলম দীপ্র বলেছেন: কবিতা ভালো হয়েছে । আর ভাই কেউ মন্তব্য করলে তার উপরে যে একটা সবুজ রঙের তীর চিহ্ন থাকে সেখানে ক্লিক করে জবাব লিখবেন । তা না হলে জবাব যে দিয়েছেন তা বোঝা যায়না । আপনি তো মনে হয় জানেন ?
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
সুমন কর বলেছেন: ভাল লাগল।