![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিমু মত এলোমেলো পথে জোছনায় ময়ুরাক্ষীর পাড়ে চুপ করে দাঁড়িয়ে থাকা, ধীরে নদীর পানি গ্রাস করতে থাকে আমাকে .....। ফেসবুকে আমিঃ https://www.facebook.com/hiimmuu
"অপেক্ষা"
[১ জানুয়ারী ২০১৪]
সকালবেলা কাপলদের আনাগোনা সবখানে।মেঘ ক্যাফেটেরিয়ার এককোনে গিয়ে বসলো।গিয়ে কোন অর্ডার করলো না।চোখ থেকে চশমা খুলে রাখলো।পকেটের রুমাল বের করে চোখ মুছতে শুরু করলো।
হঠ্যাত্ সামনে কেউ নীল শাড়ি পড়ে বসলো বোধহয়।মেঘ দেখতে পেল না।চশমা পড়ে তাকাতেই দেখলোঃ মেয়েটা অদ্ভূতভাবে তাকিয়ে আছে ।
মেয়েটা বললোঃ ভাইয়া পাশের টেবিলে বসুন । আমি একজনের অপেক্ষা করছি ।
মেঘ নিঃশব্দে উঠে গেলো ।
পুরো ক্যাফেটেরিয়া জুড়ে কাপল।
মেঘ উঠে যেতে চাইলো।কিন্তু বছরের একটা দিন সে এখানে আসে ।বিলাসিতা না শুধু অপেক্ষা করতে।
হঠ্যাত্ করে একটা ছেলে এসে বসলো সেই মেয়ের পাশে।
তাদের কথা শুনতে শুনতে মেঘ আনমনা হয়ে যায় ।
________________________
৩ বছর আগেঃ
নিরা করে বসে আছে মেঘের দিকে চেয়ে ।কারন ,
গাধাটা তাকে বার্থডে উয়িশ করেনি ।
কান ধরে উঠবস করতে বলেছে ।
আর গাধাটা পুরো ক্যাফেটেরিয়ার সবার সামনে তাই করছে ।
নীরা জানে মেঘ তাকে প্রচন্ড ভালোবাসে।কিছু জরুরী কথা ছিল সে বলত পারছিলো না।ভেবেছিল এই অজুহাতে রিলেশান ব্রেক করবে কিন্তু .....
________________________
স্যার অর্ডার দিবেন না ?
হঠ্যাত্ মেঘ বাস্তবে ফিরে এল । চোখ মুছে দাঁড়ালো ।
কিন্তু সে কাঁদছেই । কেউ খেয়াল করছে না ।
দরজার সাথে জোরে তার মাথা ঠুকে গেলো ।
তবু কোন রকমে সে বাইরে গেলো ।
________________________
ভাবতে লাগলো ৩ বছর আগেকার ঘটনাঃ
পালাতে পারবে ?
-"হ্যাঁ" _ সায় দেয় মেঘ ।
তাহলে পহেলা জানুয়ারী ?
-আচ্ছা ।
গাল দুটো টেনে দেয় নীরা।
মেঘ কি জানতো নীরা আর তাকে স্পর্শ করবে না ?
________________________
১ জানুয়ারী ২০১১
নীরা কাঁদছে ।সে যেতে পারেনি । তার বিবেক সাড়া দেয়নি । মেঘ বেকার। কোন ভরসায় সে যাবে তার সাথে ?
_________________________
বোকা মেঘ এসব না বোঝার ভান করে ।সে অপেক্ষা করে কবে আসবে পহেলা জানুয়ারী ।
আর নীরা ?
নীরার চাঁদের মত মেয়ে হয়েছে।সে খুব সুখী।
এত সুখি যে জীবনটা তার অসহ্য লাগে।পার্টি আর রাশভারী পরিবারে তার দম বন্ধ হয়ে আসে ।
মাঝে মাঝে রাস্তায় মেঘকে হাঁটতে দেখে ।সাহস করে মেঘের কাছে ক্ষমা চাইতেও পারে না ।
পাগল মেঘ আকাশ দেখে ।
গান গায় আপন মনে ।
সব খবর রাখে ।
কিন্তু ,
মেঘ কখনো তাকে ফোন দিয়ে জিজ্ঞাসাও করেনিঃ
তুমি আসলে না ক্যানো ?
নীরা আজো অপেক্ষা করে ।
শুধুই সেই মানুষটি যদি ফোন করে বলেঃ
আমার ফেসবুকের পাসোওয়ার্ডটা কি ? আর একটা কবিতা টাইপ করে দিতে পারবে?
________________________
প্রতিমাসে মেঘ টাকা জমিয়ে রাখে ।আর দুবছর পর নীরার সেই পছন্দের শাড়িটা কিনতে পারবে ?
কিন্তু সে ভুলেও ভাবে না সে শাড়ী এতদিনে বিক্রি হয়ে গেছে ।
প্রতিদিন সে হেঁটে হেঁটে টিউশান পড়াতে যায়।
আর ফিরে আসে চোখে স্বপ্ন নিয়ে যে একদিন নীরাকে সেই লাল শাড়িটা কিনে দিবে ।
দুজনেই কি জানে না কিছু অপেক্ষা চিরদিনের ?
লিখাঃ কাব্যপ্রেমী রিফাত ।।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ ভোর ৫:১৬
অপ্রচলিত বলেছেন: ১ম ভালো লাগা। দারুণ হয়েছে ভাই।