নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়াবতী বেঁচে থাকবে আমার গল্পে, গল্পেই তার জন্ম, গল্পেই তার অস্তিত্ব আর আমার অস্তিত্ব মায়াবতীর কল্পনায়...... অসাধারন কল্পনা থেকে বাস্তবতায় সাধারন বেশে হেঁটে হেঁটে পৃথিবীর ধূলিকণা খাই...

কাব্যপ্রেমী রিফাত

হিমু মত এলোমেলো পথে জোছনায় ময়ুরাক্ষীর পাড়ে চুপ করে দাঁড়িয়ে থাকা, ধীরে নদীর পানি গ্রাস করতে থাকে আমাকে .....। ফেসবুকে আমিঃ https://www.facebook.com/hiimmuu

কাব্যপ্রেমী রিফাত › বিস্তারিত পোস্টঃ

নামে নয় , কাজে পরিচয় ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩১

।।।।লেখাটি স্কীপ করবেন না ।।।।

ঘুম থেইক্কা উইঠা মেসেজে গিয়ে দেখিঃ

অমুক[নারী] চৌধুরীঃ

তোরে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠাইছিঃ প্রেম পত্র না :@

কইলামঃ আপনি কিডা ?

- আমি কোটিপতির মেয়ে অমুক ।

_ আইচ্ছা । আপনি নিজে কি ?

- আমার বাবার অনেক টাকা ।আমি কি ?

_ কত টাকা ? কিনতে পারবেন সব ?

- তোর মত দুই টাকার মানুষ কিনা কোন ব্যাপার ?

_ আমি কইলাম ২ হাজার দেন । আল আমিনের ইভেন্টের লিংক দিলাম ।

- ইউ ব্লাডি সিক ।

_ জী ।



বেচারী । এত টাকা কিন্তু দুই পয়সার ক্ষমতা নাই ?



অবাক হই যখন কোন মেয়ে বলেঃ

ছেলেটাকে ভালোবাসতাম ।কিন্তু স্ট্যাটাস মিলে না ।



প্রশ্নঃ

১। তাইলে প্রেম করেছেন ক্যান ?

২। তুমি নিজেও তো এক পয়সা আয় করো না খালি মাসে ১০ লক্ষ টাকা নষ্ট করো ।

৩। ছেলে তোমারে না তোমার বাপের লগে প্রেম করবে , আর না তুমি তার বাবার সাথে ?



ভাব নেওয়া ভালো ।

কিন্তু ,

কারো অক্ষমতায় হেসো না ।



আকাশের তারা ঝরে পড়ে ,

শীতল হবে সূর্য ।

মনে রেখোঃ

তুমি মানুষ , মাটির মানুষ ।

মরে গেলে লাশ ।

কিসের এত অহংকার ?



ভেবে দেখোঃ তুমিও হতে পারতে নিষিদ্ধ পল্লীর নাম পরিচয়হীন মেয়ে । জন্মের আগে শিশুটি কি জানে সে কোন ঘরের ?

সেই মেয়েটি আর তোমার মাঝে পার্থক্য এতটুকু যে তোমার আর তার জন্মের পার্থক্য ।



ফিলিং ___ আবার তোরা মানুষ হ।



লিখাঃ কাব্যপ্রেমী রিফাত ।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫

মোঃ আনারুল ইসলাম বলেছেন: ;) ;) :-B :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.