![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিমু মত এলোমেলো পথে জোছনায় ময়ুরাক্ষীর পাড়ে চুপ করে দাঁড়িয়ে থাকা, ধীরে নদীর পানি গ্রাস করতে থাকে আমাকে .....। ফেসবুকে আমিঃ https://www.facebook.com/hiimmuu
- ভাইয়া ফুলগুলো নেন !
আমিঃ না আপি। নিবো না।
- নেন। আজ কি জানি গোলাপ ফুল দিবস।
আমিঃ নিয়ে কি করবো?
-আফারে দিবেন ।
আমিঃ আফা কে ?আমার কেউ নাই আপি ।
-আচ্ছা কমে দিচ্ছি।
আমার প্রতি তার আগ্রহ কমে গেছে।নতুন কাউকে খুঁজছে । অদূরে ছোট একটা ছেলে ।হাতে লজেন্স ধরানো ।মেয়েটাকে একবার আপু বলে ডাকলো ।
কিন্তু ছোট্ট মেয়েটা ব্যস্ত ।
হয়তো ফুল না বিক্রি করলে রাতে না খেয়ে থাকবে ।
ভাবলাম ঝাড়ি দিবো । কিন্তু বাচ্চা মেয়েটাকে দেখে একটু মায়া লাগলো একটা গোলাপ কিনে পকেটে রাখলাম। ধরিয়ে দিলাম কিছু বাড়তি পয়সা।যতটা অর্থের প্রয়োজন ততোটা হয়তো পারলাম না। দানের হাত যে আমার ও সীমাবদ্ধ।
স্রষ্ঠার তো কমতি নেই। তবু ধনী আর গরীব শ্রেনী আছে। আল্লাহ জানেন এই অসহায়রা এভাবে ছিন্নমূলের মত জীবন কিভাবে পার করেন ।
পথে আস্তে আস্তে হাঁটছি।তাড়া নেই ।তাকিয়ে দেখছি সব ।পাশ দিয়ে রিকশায় যাচ্ছে। প্রায় রিকশায় কাপল।
সেজে গুজে বাইরে বের হয়েছে।
এসব দেখতে দেখতে হঠ্যাত্ এক জায়গায় বসলাম কিছু খেতে।ফুসকার দোকান।
পকেটের স্বাস্হ্য একটু ভালো। ভাবলাম ফুসকা খাবো ।
অর্ডার দিলাম।জায়গাটায় আলো একটু কম। বিশেষ দিন বলেই হবে হয়তো ।
একটু দুরে বসে থাকা কাপলের কথা শুনলামঃ
মেয়েঃ মাত্র একটা গোলাপ !
ছেলেঃ তাতে কি ?
মেয়েঃ so cheap . আগের বয়ফ্রেন্ড আমাকে পুরো একটা তোড়া দিয়েছিলো ।
ছেলেঃ যাও তাইলে ওর কাছে ।
মেয়েঃ ঐদিন বাসায় আমায় যে ভাবে ফ্রেঞ্চ কিস করেছো ...
ছেলেঃ কেন আগে কেউ করে নি ? পার্থ ?
মেয়েঃ পাগল । আই লাভ ইয়ু ।
ছেলেঃ হ্যাপি রোজ ডে ।
মেয়েঃ গিফট কই ?
ছেলেঃ এইতো ।
কি দিয়েছে তা দেখি নাই ।দামী কিছুই হবে ।
তারপর চুমুর আওয়াজ ও একটা পেলাম হয়তো। জানি না ।
ফুসকা আর খেতে ইচ্ছে করলো না ।উঠে অর্ডার ক্যানসেল করে চা খেতে গেলাম।
কেমন জানি লাগতেছিলো।
কত স্বাভাবিক ব্যাপার।
তবু খুঁতখুত করছিলো মন।
তারপর সিনজিতে করে বাড়ি ফিরবো।রাত হয়েছে।পাশেও একটা কাপল।
হঠ্যাত্ একটা চিমটি টাইপ খোঁচা খেলাম।
পাশে তাকিয়ে দেখি ছেলে ।আর তার কোমর জড়িয়ে মেয়ের হাত এপাশে এসে গেছে ।ভুলে হয়তো আমার গায়ে লেগেছে।
সরে বসে এদের অসুবিধা দুর করলাম ।সামনের লোকটা নামতেই সামনে বসলাম ড্রাইভারের পাশে।
শহরে গিয়েছিলাম কাজে।
একলা মানুষের কি দিবস আছে ?
রোজ ডে , কিস ডে আরো কত কি ।
আমার খালি একটাই দিবসঃ বার্থডে । তাও কখনো পালন করি না ।
কত সৌখিন সবাই।
চুপ করে তাদের সুখ দেখে যাই ।তবু এত সুখের স্বপ্ন দেখা পাপ।
রাস্তায় আসতেই পথের ধারে পথশিশু দেখলাম । আরো দেখলাম একটুকরো পাউরুটি কাড়াকাড়ি করে খাবার দৃশ্য ।
দেখতে ভালো লাগছিলো ।
বাসায় আসলাম । পকেটের গোলাপটা যে কাউকে দেয়া হয়নি । দিবোই বা কাকে ?
এসে আড়াই বছরের রাফসানের হাতে দিলাম।
চুমু আঁকলো সে কপালে।
ভালোবাসা পেলাম সারাদিন পর ।
অথচ সেই সকালবেলা রাস্তার পাশে হাঁটার সময় কারো প্রাইভেট কারের চাকার প্রভাবে কাঁদায় মেখে গিয়েছিলো শার্ট ।
কেউ নেমে আসে নি ।
আসেনি রুমাল বাড়িয়ে দিতে ।
ফোন নাম্বার ছুঁড়ে দেয়নি ।
অথবা
কোন মিষ্টি হাসি ।
এটা মুভি না , বাস্তবতা এমনি হয় ।
আমি কোন রূপকথার গল্পের ভিলেনকে হারিয়ে জিতে যাওয়া রাজকন্যাকে পাওয়া রাজপুত্র না ।
আমার পরিচয়ঃ
আমি মানুষ ।
একজন সাধারন মানুষ ।
[ ঘটনাটি সম্পূর্ণ সত্য । গত বছরের ঘটনা । ডাইরীতে ছিল । ]
লিখাঃ কাব্যপ্রেমী রিফাত ।।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৪১
আমিই মিসিরআলি বলেছেন: ভালো লাগলো
