নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখা-লেখিতে আসক্ত এক মানব। বড় লেখক ও সাংবাদিক হওয়ার সপ্ন দেখি।

কবির আহমেদ (কবির)

ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে; সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে যাওয়া অন্যায়ের প্রতিবাদকারী।

কবির আহমেদ (কবির) › বিস্তারিত পোস্টঃ

"সুশীল সমাজ এগিয়ে আসুন"

০২ রা মার্চ, ২০১৫ রাত ১:২৫

কাদের কথা বলব, সবাই প্রায় একই ধরনের। আওয়ামীলীগ এবং বিএনপির পূর্বের শাসন কালের তিক্ত অভিজ্ঞতা তাই বলে। আমাদের পরে ব্রিটিশ শাসন আমল থেকে মুক্ত হয়ে, আমাদের থেকে ১০ গুন সৃজনশীন দেশে পরিণত হতে পেরেছে বিশ্বের অনেক দেশ কিন্তু আমরা সহিংসতার বেড়া জ্বাল থেকে এখনও বের হতে পারিনি। তার একমাত্র কারন দুটি বিশেষ দলকে বার বার অযুক্তিকভাবে সরকার গঠনের সজুগ করে দেওয়া। তারা যদি সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারত তাহলে কারু আপত্তি থাকত না কিন্তু তারা সেটা পারেনি, সামনে কেউ পারবে বলেও মনে হচ্ছে না। তাই যেহেতু হাতে অন্য কনো অপশন নাই সুতরাং এখন সাধারন মানুষকে সাথে নিয়ে দেশের সুশীল সমাজকে নতুন কনো একটি প্লাটফ্রমে এসে সংকট নিরসনের পথ বের করতে হবে........।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.