নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
আমাদের দেশের পতাকার রঙ সবুজ আর লাল। অর্থাৎ, সবুজ মাঠের প্রকৃতির ভেতরে প্রভাতের লাল সূর্যের বৃত্ত। এর মিল পাওয়া যায় তরমুজের সাথে। যার বাহিরের দিকে সবুজ আর ভেতরে লাল। কিন্তু, এতো মিল থাকতেও, তরমুজ বাংলাদেশের জাতীয় ফল না হয়ে, কাঁঠাল হলো কেন?
কাঁঠাল একটি গুচ্ছ ফল। যা' বহুর (বাংগালীর) মাঝে একতা প্রকাশ করে। কোষগুলো রসাল ও মিষ্টি। যা' বাঙালির রসবোধের আবেগ ও মিষ্টি ব্যবহার প্রকাশ করে। বোঁটার নিচ থেকে শেষ পর্যন্ত বিস্তৃত দন্ডটি বেশ শক্ত। যা' আমাদের মেরুদণ্ডের দৃঢ়তা তথা সাবাস টাইগার চরিত্রের আস্থা প্রকাশ করে। বহিরাবরনে যে কাঁটা গুলো আছে; তা' দেশের সুরক্ষার নিদর্শন। বাহিরের আক্রমন থেকে নিজেকে রক্ষার কৌশল। বোঁটাটি কাঁঠালকে শক্ত করে গাছে আঁকড়ে রাখে। যা' আমাদের প্রশাসনকে বুঝায়। কাঁঠাল একটি বড়ো বৃক্ষে ঝুলতে থাকে; যার মর্মার্থ হলো, বিশ্বে বাঙালি জাতি তার শক্তি ও স্বকীয়তায় টিকে থাকবে।
তাই,তরমুজ বা অন্য কোন ফল নয়; কাঁঠালই আমাদের জাতীয় ফল।
২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৪
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ ভাই। শুভ কামনা।
২| ২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: বেশ।
২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৪
কবীর হুমায়ূন বলেছেন: ভালোবাসা এবং শুভ কামনা।
৩| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৫
নেওয়াজ আলি বলেছেন: জানলাম
২১ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৬
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা।
৪| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৭
ক্ষুদ্র খাদেম বলেছেন: আসলেই কী এটা সত্যি?? যদি তাই হয়, তাহলে দারুণ
২১ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৬
কবীর হুমায়ূন বলেছেন: সত্যি-মিথ্যা জানি না। তবে, ব্যাখ্যাটি কেমনো হলো? ধন্যবাদ। শুভ কামনা।
৫| ২১ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪০
ক্ষুদ্র খাদেম বলেছেন: এটা কী আপনার নিজের করা ব্যাখ্যা?? তাহলে বলব অবশ্যই ভালো হয়েছে, কিন্তু এটার একটা ব্যাকগ্রাউন্ড ও তো জানার ইচ্ছা ছিল আমার!!
২৫ শে জুন, ২০২০ বিকাল ৫:২২
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। কি ধরনের ব্যাকগ্রাউণ্ড দাদা? শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর ব্যাখ্যা।