নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের বিবেক হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ আদালত

মো কবির

আমি একজন মানুষ; তাই মানুষ হয়ে, মানুষের জন্য কিছু করে যেতে চাই। আমার ব্লগ www.ProgrammingDesk.Blogspot.com আর বিশ্বাস করি এবং মানুষকে উপদেশ দেই---, "যে কোন অবস্থায়,কাউকে যদি তার নিজ স্বার্থের জন্য অন্যের ক্ষতি কিংবা প্রতারণা করতে দেখ,যদি তার প্রতিবাদ না করতে পার,তবে মন থেকে তাকে ঘৃণা কর এবং সবসময় তাকে পরিহার করে চল।কেননা,যে তার স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতে পারে,সুযোগ পেলে সে তার স্বার্থের জন্য তোমার ক্ষতি করতেও দ্বিধাবোধ করবে না,তুমি তার বন্ধু আর যাই হও না কেন।"

মো কবির › বিস্তারিত পোস্টঃ

জলন্ত আগুনে পোড়া হে বাংলার মানুষ আর কত জ্বলে পুড়ে মরতে চাও ?????

০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯

হে বাংলার মানুষ,

আর কত জ্বলতে চাও; আর কত পুড়ে মরতে চাও ?

স্বাধীনতার-রক্তিম সূর্য আর পতাকার সম্মান

তোমরা কি আজ ভুলে গেছ ?

লোভের কাছে তোমরা কি আজ

নিজেদের বিলিয়ে দিয়েছ ?

তবে কি দরকার ছিল বায়ান্ন থেকে একাত্তুর ?



হে বাংলার মানুষ,

এই দেশ এই মাটির গৌরব

তোমরা কি আজ মুছে দিতে চাও ?

মুছে দিতে চাও কি স্বাধীনতার ইতিহাস ?

সালাম,বরকত,রফিকের আত্মদান কি ভুলে গেছ ?

ভুলে গেছ ক্ষুদিরামের অবদান ?

যদি নাইবা থাক ভুলে -

তবে কেন এই বাংলাকে আজ খাচ্ছ লুটে-পুটে?



লক্ষ প্রাণের মহান আত্মত্যাগের

বিনিময়ে তোমরা পেয়েছ

এই দেশ আর মাটি;

তবে কেন আজ নিজের বলে

করে নিচ্ছ সব ভাগ?



তোমরা কি আজ ভুলেগেছ

এই জাতির সম্মান ?

যদি নাইবা থাক ভুলে

তবে আজ থেকে আস

কাঁধে মিলিয়ে কাঁধ

ভুলে গিয়ে সকল হিংসা-বিদ্বেষ

এই বাংলাকে গড়ি সবুজে শ্যামলে ।





কেউ ইচ্ছে করলে আমাদের এই গ্রুপে যোগ দিয়ে দেশ গড়ার রাখতে পারেন আপনার অবদান>>>>

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.