নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের বিবেক হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ আদালত

মো কবির

আমি একজন মানুষ; তাই মানুষ হয়ে, মানুষের জন্য কিছু করে যেতে চাই। আমার ব্লগ www.ProgrammingDesk.Blogspot.com আর বিশ্বাস করি এবং মানুষকে উপদেশ দেই---, "যে কোন অবস্থায়,কাউকে যদি তার নিজ স্বার্থের জন্য অন্যের ক্ষতি কিংবা প্রতারণা করতে দেখ,যদি তার প্রতিবাদ না করতে পার,তবে মন থেকে তাকে ঘৃণা কর এবং সবসময় তাকে পরিহার করে চল।কেননা,যে তার স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতে পারে,সুযোগ পেলে সে তার স্বার্থের জন্য তোমার ক্ষতি করতেও দ্বিধাবোধ করবে না,তুমি তার বন্ধু আর যাই হও না কেন।"

মো কবির › বিস্তারিত পোস্টঃ

নষ্ট রাজনীতি নষ্ট মানুষ

১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৫

ওগো হাসিনা-খালেদা

দয়া কইরা তোরা এইবার

আমাগো কইরা ক্ষমা

বনবাস যা, অনেক হইছে

আর চাই না তগো এই দেশে।



অনেক করেছিস, ভাসিয়েছিস

দেশকে উন্নয়নের জোয়ারে।

এত উন্নয়ন করেছিস যে

বিদুৎ আর এখন যায় না

কেবল একটু পর পর আসে।



পরীক্ষাতো হচ্ছে না আর

আমি হয়ে যাচ্ছি বুড়ো,:((

কবে করব বিয়ে সাদী :P

কবে কারো হাত ধরে হাটব

সব কিছুই বার বার :P

করে তুলছে আমাকে আজ অশান্ত।

মাথায় আজ আর আসছে না কিছু

একটাই শুধু বার বার ভাসছে

কবে হবে পরীক্ষা, কবে পাব

এই দেশের বাজে শিক্ষা ব্যবস্থা থেকে মুক্তি।X((

আশায় আশায় আছি বসে কবে হবে পরীক্ষা

তবু যে হচ্ছে না পরীক্ষা আর আমি হয়ে যাচ্ছি বুড়ো। :((



এই নষ্ট রাজনীতির ঘোরে পড়ে

হচ্ছে দেশের সব নষ্ট।

সহায় সম্পত্তি থেকে বাদ যায় নি কিছুই,

সবশেষে নষ্ট হয়ে যাচ্ছে সাধারণ মানুষও। /:)/:)/:)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৯

সাউন্ডবক্স বলেছেন: Kobi nirob

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৮

মো কবির বলেছেন: শুধু এইখানেই কবি নীরব। তবে কবি যখন খেপে যাবে তখন কিন্তু আর রক্ষা নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.