![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মানুষ; তাই মানুষ হয়ে, মানুষের জন্য কিছু করে যেতে চাই। আমার ব্লগ www.ProgrammingDesk.Blogspot.com আর বিশ্বাস করি এবং মানুষকে উপদেশ দেই---, "যে কোন অবস্থায়,কাউকে যদি তার নিজ স্বার্থের জন্য অন্যের ক্ষতি কিংবা প্রতারণা করতে দেখ,যদি তার প্রতিবাদ না করতে পার,তবে মন থেকে তাকে ঘৃণা কর এবং সবসময় তাকে পরিহার করে চল।কেননা,যে তার স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতে পারে,সুযোগ পেলে সে তার স্বার্থের জন্য তোমার ক্ষতি করতেও দ্বিধাবোধ করবে না,তুমি তার বন্ধু আর যাই হও না কেন।"
সবাই মনোযোগ দিয়ে সবটুকু পড়বেনঃ
আমরা মুসলিম হয়ে একজন মুসলিমের ঘরে জন্ম নিলেও কুরআন, হাদীস দ্বীন সম্পর্কে খুব একটা স্পস্ট সঠিক ধারনা আমাদের ছিল না, ডঃজাকির আব্দুল করিম নায়েক যখন সেগুলো আমাদের চোখে ফুটিয়ে তুলতে শুরু করেছেন এবং অন্যান্ন সব ধর্মের ভুল গুলো ধরে কুরআনের সত্যকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তখন একদল অমুসলিম বিভিন্ন ব্লগে,ফেইসবুকে ডঃজাকির নায়েকের বিরুদ্ধে কটুক্তি ছড়িয়ে বেড়াচ্ছে।
এটাই স্বাভাবিক যদি আমি আমার ধর্ম সম্পর্কে একেবারে খুব কমও জানি তারপরেও কেউ যদি আমার ধর্ম সম্পর্কে ভুল কিছু প্রমান করে ধরিয়ে দয়, তখন আমিও তার বিরুদ্ধে কটূক্তি রচনা করার চেষ্টা করতাম, কেননা আমার মাথায় তখন চিন্তা আসত যে আমার বাপ-দাদারা করে গেছে এমন কেউ তখন বলে নি এটা ভুল, আর এখন এরা বলছে ভুল, এটা অসম্ভব এটা আমি মানি না। কিন্তু যদি আমার ধর্ম সম্পর্কে আমার ভাল জ্ঞান থাকত, তবে বুঝতে পারতাম যে আসলেই আমার ধর্মে ভুল আছে, যেটা স্পষ্ট আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিত যে এটা কোন মানুষের রচনা। তখন আমি আমার নিজেকে সংশোধন করে নিতাম।
কারন সত্য বিশ্বাস করে অনেক কঠিন।
আর বর্তমান সময়ে আমাদের দেশের কিছু বোকা বিদআতি মুসলিমও সেই সব অমুসলিমদের সাথে যোগ দিয়েছে। আর তারা যে যুক্তিটা দেখাচ্ছে সেটা হল যে, তিনি একটা অমুসলিম দেশে বাস করে অতচ তিনি তাদের ধর্ম গ্রন্থের ভুল ধরে কিভাবে সেখানে টিকে আছেন এবং তারা আরো বলে যে, তিনি হচ্ছেন ভারত আমেরিকা তথা অমুসলিমদের ব্যবহৃত অস্ত্র তথা তাদের সহায়ক।
আর যারা এমন বলে তাদেরকে আমি একটা প্রশ্ন করছি যে, তিনি কি অমুসলিমদের মুসলিম করতেছেন নাকি ভারত,আমেরিকার মুসলিমদের অমুসলিম করতেছেন ?????????????????
----নিশ্চয়ই, তিনি অমুসলিমদের মুসলিম করতেছেন এবং শান্তির ধর্ম হিসিবে ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। যেখানে পুরো পৃথিবীতে দাড়ি-টুপি মানেই হয়ে গিয়েছিল সন্ত্রাসের প্রতীক, উইরোপ আমেরিকায় দাড়ি-টুপি ধারী কোন লোক গেলেই তাকে আলাদা ভাবে তল্লাশিসহ আরো বিশেষ নজর রাখা হতো তাদের উপর, ডঃ জাকির নায়েক তাদের সেই ভুল গুলো ভেঙ্গে দিয়েছেন এবং দিচ্ছেন।
তাই সবাইকে বলছি, ব্লগে,ফেইসবুকে তার বিরুদ্ধে অজ্ঞ লেখকধারী শয়তানদের এড়িয়ে চলার চেষ্টা করবেন।
কেননা কুরআনে মহান আল্লাহ বলেছেন, “ হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তভুক্ত হয়ে যাও, শয়তানকে অনুসরণ করো না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু ”----সূরা বাকারা(২০৮)
যদি আপনাদের কাছে ডঃজাকির নায়েকের নিয়মনীতি ভাল না লাগে তাহলে সে গুলো এড়িয়ে যান, যে গুলো ভাল লাগে সে গুলো গ্রহণ করুন। এই নিয়ে নবীজির একটা হাদিস পড়ুন,
”আমর(রাঃ) থেকে বর্ণিত, যে একবার নবী(সাঃ) আবুদল্লাহ ইবনে আমর(রাঃ) কে বললেন, হে আবুদল্লাহ ! যখন তুমি নিকৃষ্ট লোকদের সাথে অবস্থান করবে, তখন তোমার অবস্থা কি হবে ?
তাদের অঙ্গীকার পূরণ করা হবে না, আমানতের খিয়ানত করা হবে, তাদের মধ্যে মতৈক্য দেখা দিবে। তখন আবদুল্লাহ(রাঃ) বললেন, ইয়া রাসুলাল্লাহ, তখন আমি কি করব ? তখন নবী(সাঃ) বললেন, যা তুমি শরীয়ত সম্মত বলে জানো তা গ্রহণ করো আর যা শরীয়ত বিরোধী বলে মনে করবে তা বর্জন করবে। আর তুমি নিজকে নিজে বাঁচাবে, আর সাধারণ লোককে তাদের অবস্থার উপর ছেড়ে দিবে।” ---- বুখারী শরীফ-১ম খণ্ড(৪৬৪)
আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার ও তা মেনে চলার তফিক দান করুন। (আমীন)
পড়ুন কুরআন ও হাদীসের বানী
সবাই ভাল থাকুন।
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৭
মো কবির বলেছেন: যাযাকুমুল্লাহ হায়রান ।
মহান আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার ও তা মেনে চলার তফিক দান করুন। (আমীন)
২| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৯
বাগসবানি বলেছেন: জাকির নায়েক কে আইডল ধরার তো কোনো কারণ নেই । তিনিও মানুষ । নিজের বুদ্ধি,বিবেচনা এবং যুক্তি দিয়ে যাচাই করে নেয়াটা শ্রেয় । অন্যের জ্ঞানের উপর নির্ভর না করে নিজেকে জ্ঞানের আলোকে আলোকিত করার চেষ্টা করুন ।
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১২
মো কবির বলেছেন: আপনি ঠিক বলেছেন , কিন্তু আমরা আজ অন্যের দোষ খুঁজতে ব্যস্ত।
মহান আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার ও তা মেনে চলার তফিক দান করুন। (আমীন)
৩| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৭
ম্যানিলা নিশি বলেছেন:
লোকটার অর্থনৈতিক চিন্তা ভাবনা বেশ উচু মানের,ঐ আধুনিক ভন্ড আরকি!
৪| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০২
চুদুর-বুদুর বলেছেন: আমার যে কত অন্ধ। আমরা যখন অন্যের ধর্মকে সমালোচনা করি, ভুল ধরি, অপমান করি ও চরম ভাবে গালিগালাজও করি, তখনতো মনে হয় খুবই স্বাভাবিক।আর যখন অন্যরা ভুল ধরে বা সমালোচনা করে তখন কি করি আমরা? Nastiker Pussy chai, (নাস্তিকের ফাঁসি চাই) বলে আক্রমন করি, খুন ও করে ফেলেছি।
ভাল না, ভাল তো . . . .
২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০০
মো কবির বলেছেন: আপনার কথায় যুক্তি আছে ভাই। অবশ্যই কেউ ভুল ধরতেই পারে সেক্ষেত্রে আমাদের উচিত তার কাছে সঠিকটা তুলে ধরে তার ভুলটা ভেঙ্গে দেয়া।
আসলে বাঙ্গালী শুধু অন্যের ক্ষতিটাই ভাল করতে পারে আর পারে অন্যের দোষ খুঁজতে।
৫| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৯
তাজুল_ইসলাম বলেছেন: কিন্তু যদি আমার ধর্ম সম্পর্কে আমার ভাল জ্ঞান থাকত, তবে বুঝতে পারতাম যে আসলেই আমার ধর্মে ভুল আছে।" কথাটা যেন কেমন লাগলো। ডাঃ জাকির নায়েক অবশ্যই তাদের শত্রু, যারা অন্ধকারে থাকতে চায়। এবং নামে মুসলিম।
২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৮
মো কবির বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
চরম সত্য বলেছেন ভাই, "ডাঃ জাকির নায়েক অবশ্যই তাদের শত্রু, যারা অন্ধকারে থাকতে চায়। এবং নামে মুসলিম। "
এটাই ওদের মতো আরো অনেকে বুঝতে চায় না বরং তারা উল্টো তার বিরুদ্ধে আরো কুৎসা রটাচ্ছে।
এবার আপনার প্রথম অংশটার ব্যাখ্যা দিচ্ছি।
মনে করুন, আমি জানি না সাদা কাপড় গরমের দিনে কম তাপ ধারন করে। আর একদিন কেউ আমাকে এই কথা বলল, তখন আমি মনে করব সত্য হতে পারে আবার আন্দাজেও হতে পারে।
তাই সেটা স্বাভাবিক ভাবে এড়িয়ে যাব । আর যদি আমি জানতাম তার পর তার কথাটা শুনে বলতাম যে আসলেই তো কথাটা ঠিক আমি ভুলে গেছিলাম।
ঠিক তেমনি ভাবে আজকের দিনে আমরা মুসলমানরা যেমন নিজের ধর্ম কুরআন সম্পর্কে খুব জানি আর তাই খুব কমই মানি, ঠিক একইভাবে অন্যান্ন ধর্মের অনুসারীরা তার ধর্ম সম্পর্কে অনেক কম জানে। ডঃজাকির নায়েক যখন তাদের ধর্মের ভুল গুলো ধরে দিচ্ছেন। তারা সেটা কিছুই মনে করছে না। যদি তারা তাদের ধর্ম সম্পর্কে ভাল জানত, তাহলে ডঃজাকির নায়েকের কথা শুনার পর তাদের ভিতরে কিছুটা চিন্তা শক্তি আসত। আর সেই চিন্তা থেকে তারা হয়তো ফিরে পেতে পারত সঠিক জীবন বিধান তথা ধর্ম।
আল্লাহ আমাদের সঠিক পথে চলার তফিক দান করুন।
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪
সাইবার অভিযত্রী বলেছেন: ভাই আমি যদি টাবলীগ নিয়ে কোন প্রশ্ন করি সেটা কি অমুসলিমদের মত আচরণ হবে ? নীচের লিন্কে আমার তাবলীগ ভাবনা লিখেছি ।
Click This Link
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৯
মো কবির বলেছেন: @সাইবার অভিযত্রী, না,অমুসলিমদের মত আচরণ হবে না।
আপনি যে গুলো দিয়েছেন আমিও সে গুলো জানি। একবার মাত্র ১ দিন ওদের সাথে ছিলাম। তারপর থেকেই লাপাত্তা। ওরা আমাকে বুঝাতে আসলে উল্টো আমিই ওদের ঐ পথ থেকে সরে আসতে বলি।
আসলে তাবলীগ জামাতের প্রথম ধাপটা খুব ভাল। যেমনঃ ১টা লোক যে নামায পড়ে না, দাড়ি রাখে না। সেই ব্যক্তি ওদের সাথে কয়েক দিন থাকলেই সে নিয়মিত নামাযী এবং দাড়ি রাখে। এটা আমার বাস্তব দেখা এবং সেটা অনেক দেখেছি ২/১ জন নয়।
আমার কাছে তাদের শুধু এই একটা গুনই ভাল লাগে। তাই কেউ যদি আমার কাছে জিজ্ঞেস করে তাবলীগদের সাথে যাবে কিনা ? আমি তাকে প্রথম যেতে বলি, তারপর সে যখন এবং দাড়ি রেখে নিয়মিত নামাযী হয়ে যায়, তখন আমি তাকে সেখান থেকে সরে আসতে বলি।
তবে এটা অনেক বেদনার অবশ্য যে, যেই ব্যক্তি ওদের সাথে থেকে বদলে যায়। সে আসলেই বদলে যায় তাকে পরে ওদের থেকে সরিয়ে নেয়া অনেক কঠিন। এরাই আজকের দিনে ডঃজাঁকির নায়েকের বিরুদ্ধে বেশি বানোয়াট কথা বলছে।
দোয়া করি আল্লাহ যেন তাদের হেদায়াত দান করেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: যাযাকুমুল্লাহ হায়রান