নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের বিবেক হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ আদালত

মো কবির

আমি একজন মানুষ; তাই মানুষ হয়ে, মানুষের জন্য কিছু করে যেতে চাই। আমার ব্লগ www.ProgrammingDesk.Blogspot.com আর বিশ্বাস করি এবং মানুষকে উপদেশ দেই---, "যে কোন অবস্থায়,কাউকে যদি তার নিজ স্বার্থের জন্য অন্যের ক্ষতি কিংবা প্রতারণা করতে দেখ,যদি তার প্রতিবাদ না করতে পার,তবে মন থেকে তাকে ঘৃণা কর এবং সবসময় তাকে পরিহার করে চল।কেননা,যে তার স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতে পারে,সুযোগ পেলে সে তার স্বার্থের জন্য তোমার ক্ষতি করতেও দ্বিধাবোধ করবে না,তুমি তার বন্ধু আর যাই হও না কেন।"

মো কবির › বিস্তারিত পোস্টঃ

দুই নেত্রীর পায়ের নিচে মাথা দিয়ে আর কত জল্বে-পুড়ে মরবে বাঙ্গালী ?????

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৩

রাজনৈতিক দলগুলোর স্বার্থ হাসিলের জন্য হরতাল হয়, গাড়ী ভাংচুর হয়, জলন্ত পুড়িয়ে মারা হয় আমাদের মতো সাধারন মানুষদের, হরতালের অজুহাতে বাড়ানো হয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। দিন দিন বাড়তে থাকে আমাদের দৈনন্দিন ডাল-ভাত খেয়ে কোন রকমে বেঁচে থাকার খরচ। কিন্তু আমাদের আয় কি বাড়ছে ????X(X(



-না, নিশ্চয়ই বাড়েনি। যদি আপনি সরকারী চাকুরীজীবি হয়ে থাকেন তবে হয়তো আপনার বেতন কিছুটা বেড়েছে অন্তত আপনার জন্য বেঁচে থাকার জন্য যথেষ্ট। কিন্তু যারা বেসরকারি চাকুরীজীবি তাদেরতো কোন পথ খোলা নেই। নতুন রবে দিনেদিনে বেড়ে চলছে বাসা ভাড়া, গাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, পানিবিল, চিকিৎসা ব্যয়। এখানেই যদি ক্ষান্ত থাকত তবে না হয় মেনে নেওয়া যেত। প্রতিদিন কাজে যাওয়ার সময় মনে করে বের হতে হয় আজই বুঝি কোন হরতালের পিকেটারের আগুনে পুড়ে মরতে যাচ্ছি, তারপরেও গাড়িতে উঠতে করতে হচ্ছে যুদ্ধ, ভাড়া নিয়ে কারো বাস কন্ট্রাকদের সাথে চলে নীরব দ্বন্ধ কখনো সবল যুদ্ধ, তারপরেও কচুর আটি বাঁধার মতো করে চাপাচাপি করে সবাই কাজে যাচ্ছি। আর দিন শেষে দেখি আজো আমি মরিনি, হরতালে-আগুনে-ভবন ধ্বসে মরেছে আমারই মতো কোন মানুষ, আর দুশ্চিন্তায় থাকি এই বুঝি আমার সিরিয়াল এল।



এইতো গ্ত পরশু হরতালে আগুনে পুড়ে মারা গেল ২য় শ্রেনির ছাত্র মনির। আরো অনেকেই হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়েছে। ভেবে দেখেছেন আপনার কিংবা আপনার ভাই-বাবা কিংবা আপনার ছেলের এমন অবস্থার সিরিয়াল কখন আসল বলে আছে অপেক্ষায়। কখনো ভেবে দেখেছেন কি এই অবস্থার শেষ কোথায় কিংবা এর দায় কাদের ????? /:)/:)/:)এইবার যদি বলি এই দেশে কোন মানুষ মূল্য পায় না সে কিছুই করতে পারে না, এই দেশ থেকে বের হওয়া মাত্রই সে অনেক গবেষণা কিংবা নতুন কোন আবিস্কার করে পুরো বিশ্বকে হতভম্ব করে দেয়।



শুনলাম প্রতিবেশী দেশ ভারত বলে আমরা নাকি ওদের উপর নির্ভরশীল। শুনে আমার খুব হাসি পেয়েছিল.....কিন্তু হাসির ভিতরে ছিল শুধু কান্না। এই দেশ কি ফকিরের দেশ হয়ে গেছে, যে ভারতীয়দের উপর নির্ভরশীল হতে হবে । তবে আজ মনে হচ্ছে আমাদের দেশের এই দুই বাদমাস নেত্রীর কারনে তেমনই হতে চলছে।

আমরা কি পারি না এই অবস্থা থেকে বেরিয়ে আসতে, নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়তে ???

একটা ফেবু গ্রুপ খুলেছিলাম যে অন্তত এই দেশের সাধারন মানুষকে নিয়ে এই অবস্থার প্রতিবাদ করব এবং এই দেশকে রক্ষা করতে কিছু সুনির্দিষ্ট আইন বাস্তবায়নের জন্য জোর চেষ্টা করব, কিন্তু তেমন কোন সায় এল না, তাই আমিও আমার নিজ অবস্থানে থেকে করছি শুধু আফসুস। হায়রে অভাগা বাঙ্গালী নিজের মান-মর্যাদা নিজেই মাটির সাথে মেশাচ্ছিস আর এই দেশকে লুটেপুটে খেয়ে করছিস সব শেষ। X((:((:((

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪১

মো কবির বলেছেন: দেশের স্বার্থে আমাদের নতুন প্রজন্মের প্রয়োজনে আমরা কি পারি না এক কাতারে এসে দাঁড়িয়ে এই দেশকে এই সব রাক্ষসদের হাত থেকে বাচাতে কিংবা অন্তত এদের রাক্ষসী হাতের নখ গুলো কেটে দিয়ে এই দেশকে বাচাতে।

২| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

প্রভাষ প্রদৌত বলেছেন: এখন হইল কলিকাল
গোলাপী দেয় হরতাল
নয় তো সে হরতাল

আসলে তা ভয়তাল ।

নেত্রী মোদের পাকিস্তানী
মাথায় তার শয়তানী ।

নেত্রী মোদের আপোষহীন
মানুষ মারে প্রতিদিন ।

নেত্রী মোদের এইটপাশ
করছে দেশের সর্বনাশ ।

০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫০

মো কবির বলেছেন: আমাদের নষ্ট নেতা, নষ্ট রাজনীতি, নষ্ট মোদের জীবন।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৩

রুজ বলেছেন: আমরা নতুন প্রজন্ম একত্রিত হয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব...

আপনার মত আমরা অনেকেই আছি ..
চলুন না আর এক বার... নতুন আলোর সন্ধানে....

০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪২

মো কবির বলেছেন:
আমিও চাই আমরা সবাই চাই শুধু মূখে মুখে । সত্যিকার অর্থে খুব কম সংখ্যক লোকই এর প্রতী আগ্রহী । আর খুব কম সংখ্যক লোকই এই সব নিয়ে ভাবে।

তাই আসুন, "চলুন না আর এক বার... নতুন আলোর সন্ধানে.... "

৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩০

পরের তরে বলেছেন: বৃষ্টি না হলে মানুষ যেমন বৃষ্টির জন্য দুয়া করে। ঠিক তেমন আমাদের মনে হয় সময় হয়ে এল এই দুই জঙ্গল পরিষ্কার করার জন্য আল্লাহর কাছে দুয়া করার। যারা সবকিছুতে জনগন এইটা চায় না ঐটা চায় বলে ভাষণ দিতে ব্যস্ত অথচ আমরা জনগন আমরাই জানি না আমরা কি চাইছি, নেত্রীদের ভাষণ শুনে শিউর হতে হচ্ছে " আমরা জনগন এইটা চাচ্ছি।( যারা তাদের নিজেদের চাওয়া গুলো জনগনের নামের উপর চেপে দিয়ে ভাষণ দেয়। তাদের নির্বাচন কালীন সরকারের ভেজাল, হরতাল এই গুলোর ক্ষতিগুলো ও জনগনের উপর চাপায় দেয়। আর আমাদের তরুণ সমাজের কথা বললেন!! আমরা করব ঘোড়ার ডিম। যারা একটা আন্দোলন শুরু করে নির্দোলীয় ভাবে অথচ পরে দলের দলাদলিতে হয়ে যায় নিদিষ্ট একটা দলের। ধিক ধিক..........

০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৯

মো কবির বলেছেন:
হুম, ভাই ঠিকই বলেছেন। আসলে আমরা নিজেরাই নিজেদের শত্রু। আমাদের বিশ্ববিদ্যালয়ে একবার এমন হয়েছিল, যে আমরা সাধারন ছাত্ররা একটা আইন বাস্তবায়নের জন্য ক্লাস বর্জন করলাম, তারপর দেখি এতেও যেন কিভাবে রাজনৈতিক দল জড়িয়ে গেল তাদের আরেক স্বার্থ হাসিলের জন্য। ব্যস আমি সরে গেলাম আন্দোলন ছেড়ে।
তারপর থেকে কোন আন্দোলন হলে,যে সামনে থাকে তাকে ভাল করে রিসার্চ করে নিতাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.