| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাকের ডগায় জড়ানো ঘাম,
ইচ্ছের অস্বাভাবিক পিছুটান
মায়া জড়ানো কষ্টের পুরানো তহবিল
অশান্ত হৃদয়ে শন্তির আলোকিত অনুদয়,
রঙ্গ ছিটানো দেয়ালের অপূর্ব পতিচ্ছবি,নতুবা কি! কিছুই না।শুধু কল্পনায় ভাবনা,
বড় ব্যাথার মাঝে সুখের অনাবিল অনুদয়।
তবুও টিকে আছি নেশায় -আশায়
নষ্ট হয়ে গেছি কি আমি?? প্রশ্ন বিবেকের??
বিশ্ব ভ্রম্মান্ডে আমি একাই এরকম নাম অভিমান।।
২|
২৬ শে জুন, ২০১৬ রাত ২:৫৯
কাফি ইয়ান বলেছেন: ধন্যবাদ আমার ব্লগে।।।আমি একদমই নতুন আমাকে সাহায্য করবেন নিশ্বইয়!!প্রার্থনা সুস্থ সুন্দর আগামীর।।।
৩|
২৬ শে জুন, ২০১৬ রাত ৩:৫৬
আব্দুল্লাহ তুহিন বলেছেন: অবশ্যই, ব্লগে আপনাকে স্বাগতম! আশা করছি, এরকম আরো সুন্দর সুন্দর লিখা উপহার দিবেন, আমাদের।।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৬ রাত ২:৫৫
আব্দুল্লাহ তুহিন বলেছেন: তবুও টিকে আছি নেশায় -আশায়
নষ্ট হয়ে গেছি কি আমি?? প্রশ্ন বিবেকের??
বিশ্ব ভ্রম্মান্ডে আমি একাই এরকম নাম অভিমান।।
সুন্দর, খুব সুন্দর। বেশ ভালো লাগল।।