নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুড়ো আলেকক্স

বুড়ো আলেকক্স › বিস্তারিত পোস্টঃ

টাকা থাকলে বাঘরে চোখও পাওয়া যায়

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬

শুধু সম্পদের মালিকানা বহাল রাখতে যে হানাহানি তাতে সম্পদহীনরাই মরছে,কষ্ট ভোগ করছে। গণতন্ত্র রক্ষার জন্য মানবতা মনুষ্যত্ব বিবেক বিসর্জন দিয়ে আমরা কি আরো আরো জমি,আরো আরো টাকার মালিক হওয়ার জন্য সততার নতুন পরিবর্তিত মুল্যবোধ গড়ে তুলছি ? গণতন্ত্র কি ইচ্ছেমত জমি টাকার মালিক হওয়া ? গণতন্ত্র কি মানবিকতা মনুষত্য বিবেক বিসর্জন দেওয়া ? দেশপ্রেম কি দেশের সম্পদ আত্মসৎ করে বিদেশে পাচার ? দেশ প্রেম কি এইম ইন লাইফ আরো আরো টাকার মালিক হওয়ার মুল্যবোধ গড়ে তোলা ? টাকা থাকলে বাঘের চোখ ও পাওয়া যায় এবচন সমাজে কবে থেকে শুরু তার সঠিক ইতিহাস না জানা থাকলেও বোঝা যায় আরো আরো টাকার মালিকানা পাওয়ার চেষ্টার জন্য প্রজন্ম প্রজন্ম ধরে এ মুল্যবোধ চালু হয়। রাজনৈতিক দলগুলির সংসদ সদস্য প্রার্থী হওয়ার মনোনোয়ন পাওয়ার যোগ্যতা কি ? বেশী বেশী টাকার মালিক হওয়া যদি মনোনোয়ন পাওয়ার যোগ্যতা হয়,টাকা হলে যদি বাঘের চোখ পাওয়া যায় তাহলে রাজনৈতিক দলগুলিই দুর্নীতির শীর্ষে থাকবে আছে ও তাই । সব সরকার কালো টাকা সাদা করার সুযোগ দেয় এ কারণে যে যাতে এইম ইন লাইফ টাকার মালিক হওয়ার মুল্যবোধ বহাল থাকে। টাকার মালিক হওয়ার মুল্যবোধ বহাল থাকলে সমস্যা কি ? বর্তমান রাজনৈতিক সমস্যা শুধু সম্পদের মালিকানা বহাল রাখতে ? রাজনৈতিক নেতা এমপি মন্ত্রী আমলাদের যতদিনএইম ইন লাইফ থাকবে টাকার মালিক হওয়ার ততদিন সংকট কাটবে না। সংকট উৎরানোর উপায় হতে পারে সকল রাজনৈতিক দলগুলোকে মহানুভবের মত কাজ করতে হবে। সেই মহানুভবতা হলো দুটির একটিকে বেছে নিতে হবে ১-দেশপ্রেম ২-টাকার প্রেম। বর্তমান রাজনৈতিক দলগুলোর টাকা প্রেম বেশী এজন্য দুর্নীতিতে রাজনৈতিক দলগুলোই শীর্ষে, তারপর আমলা। একমাত্র রাষ্ট্রপতি অর্ডিনেন্স জারি করে পদক্ষেপ নিতে পারেন যারা রাজনীতি করবে তারা তাদের সকল সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে সম্পদহীন হয়ে রাজনীতি করবে,মহানুভবের পরিচয় দেবে তাদের সকল দায়িত্ব রাষ্ট্রের।নীতি নির্ধারক পর্যায়ের আমলারাও সকল সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে সম্পদহীন হয়ে মহানুভবের পরিচয় দেবে। আমাদের রাজনৈতিক দল ও আমলারা মহানুভবের পরিচয় দিলে সংকট দুর হবে।দুর হবে আমেরিকা প্রেম,দুর হবে ভারতীয় প্রেম। জাগ্রত হবে দেশপ্রেম। শুধু ব্যাক্তি সীমাহীন সম্পদের মালিক হবে এ মুল্যবোধ নিয়ে দেশ স্বাধীন হয়নি। আমাদের সুযোগ আছে এখনও । গ্লোবাজাইনেশন যুগেও দেশপ্রেম অটুট রাখা এবং আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম স্বাধীনতার চেতনা মুল্যবোধ জাগ্রতে ব্যাক্তির টাকা প্রেম নয় সকলের দেশ প্রেমই মুখ্য। ক্রমান্ময়ে রাষ্ট্রীয় নিশ্চয়তা বৃদ্ধিই টাকা প্রেম কমিয়ে দেশ প্রেম বৃদ্ধি করতে পারে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.