![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতদূর মনে পড়ে তখন রাত বারোটা বেজে গেছে। আমি বিছানায় যেতে না যেতেই একটা মিসড কলের শব্দে হাত বাড়িয়ে পাশের টেবিলে রাখা মোবাইলটা নিলাম। অচেনা একটা নাম্বার! এতো রাতে অচেনা নাম্বার থেকে মিসড কল! িকছুটা অবাক হলাম। ভাবলাম , মিসড কলটা নিশ্চয়ই কোন রূপসী তরুনীর। অভিজ্ঞতা থেকে জানি, মিসড কল সাধারনত মেয়েদের যোগাযোগের একটা মাধ্যম। বাবা-মা মেয়েদের মোবাইল কিনে দিলেও রিচার্জ করার টাকা দিতে চান না। তাই মেয়েরা বাধ্য হয়ে মিসড কল দিয়ে কল ব্যাক করতে বলে থাকে। তাই অচেনা কোন নাম্বার থেকে মিসড কল আসলেই আমি সাথে সাথে কল করি। যদি এই সুযোগে নতুন কোন মেয়ের সাথে বন্ধুত্ব হয়ে যায়! নতুন বন্ধু, কখনোবা নতুন প্রেম, নতুন এডভেঞ্চার! সে রাতেও তাই কল অচেনা নাম্বারটিতে কল দিতে দেরী করলাম না।
হ্যা..লো। স্লামালিকুম। একটু স্টাইল করে কথা শুরু করলাম। মেয়েদের কাছে ফার্স্ট ইমপ্রেশনটা খুব ভাল হওয়া চাই।
হ্যালো। ওপাশ থেকে ছেলে কণ্ঠ শুনে মেজাজটা বিগড়ে গেল।
কে বলছেন? কণ্ঠ আমার অজান্তেই কর্কশ হয়ে গেল কিছুটা।
আমাকে আপনি চিনবেন না। আমার নাম জামাল। শীতল একটা কণ্ঠ শুনে ভয় পেলাম একটু। কিন্তু স্বপ্নভঙ্গের কষ্ট ভয়টা লাঘব করল কিছুটা। বলে উঠলাম,
কেন মিসড কল দিয়েছেন তাড়াতাড়ি বলেন। ঘুম পাচ্ছে।
আমাকে একটু সাহায্য করতে হবে আপনার।
ভাই, এখানে কোন সাহায্য কেন্দ্র খুলে বসিনি যে অচেনা অজানা একজনকে গভীর রাতে সাহায্য করব।
আপনি আমাকে সাহায্য করতে বাধ্য। কণ্ঠটাকে এতোটাই অপার্থিব লাগল যে ভয়ে আমার গায়ের রোম সব দাঁড়িয়ে গেল।
বাইরে অনেকগুলো শিয়াল এক সাথে ডেকে উঠল।
কি.. কি.. সাহায্য। তোতলাতে থাকলাম আমি।
কিছুক্ষণের মধ্যেই আপনার কাছে ০১৭১২-৮৮৬৪১০ এই নাম্বার থেকে একটা মিসড কল আসবে। আমি জানি আপনি মিসড কল পেলেই কল করেন। তাই আগেভাগেই আপনাকে নিষেধ করছি , এই নাম্বারটির ক্ষেত্রে আপনার চিরাচরিত অভ্যাসের কাজটি আপনি করবেন না।
কৌতুহল এবার ভয়কে জয় করল। জিজ্ঞেস করলাম,
যে নাম্বার থেকে কলটি আসবে তার মালিককে আপনি চেনেন?
হ্যা, তার নাম রূপা। সে আমার অতি আপনজন। আমি তাকে ভালবাসতাম, সেও বাসতো।
বাসতাম! বাসতো! ঠিক বুঝলাম না ব্যাপারটা। এখন কি ভালবাসেন না?
এখনো বাসি। বাসি বলেই আপনাকে বলছি, আপনি তার নাম্বারে কল করবেন না।
সে আমাকে মিসড কল দিতে যাবে কেন? আমি তো রূপা নামের কাউকে চিনি না।
সে তার পরিচিত একজনের কাছে কল দিবে। নাম্বারটা তার মোবাইলে সেভ করা নাই। নাম্বার চাপতে গিয়ে সে ভুল করে শেষের একের জায়গায় দুই চাপবে। কলটি আপনার কাছে চলে আসবে।
আপনি এ ভুলের কথা আগেই কিভাবে জানলেন? আমার কন্ঠে রাজ্যির বিষ্ময়।
আমি জানি। আমরা সব জানি। আপনি দয়া করে কল করে মিষ্টি মিষ্টি মেয়ে ভুলানো কথা তাকে শুনাবেন না। তার বয়েস কম। ভুল করে ফেলতে পারে।
আমি হাসলাম। আমার মিষ্টি কথা শুনে যদি ভুল করে ফেলে তবে আর আপনাকে ভালবাসল কোথায়?
ভালবাসে। এটা নিঃসন্দেহ। আমি বেঁচে থাকলে তো কথাই ছিল না। মরে গিয়েই তো মরেছি! সারাক্ষণ তার পাশে পাশে থাকি। কোন ছেলের সাথে কথা বলতে দেখলেই খারাপ লাগে। প্রেম করতে দেখলেতো আরো খারাপ লাগবে। আপনি তার সাথে কোন হাঙ্কি পাঙ্কি করার চেষ্টা করবেন না আশা করি।
কল কেটে গেল। সাহস করে আবার কল দিলাম। মোবাইল সুইচড অফ! কেউ কি আমার সাথে দুষ্টামি করল? যে করল তার অভিনয় ক্ষমতায় আমি মুগ্ধ হয়ে গেলাম। এতোক্ষণ মনে হচ্ছিল একটা ঘোরের মধ্যে আছি। ঘোর কেটে গেছে। বেশ হাসি পাচ্ছে এখন।
হাসির রেশ কাটতে না কাটতেই মোবাইল বেজে উঠল আবার! মিসড কল! নাম্বার দেখে হার্ট বিট বেড়ে যাবার উপক্রম আবার! ০১৭১২-৮৮৬৪১০ !
কাঁপা কাঁপা হাতে কল দিলাম। মেয়ে কণ্ঠ!
জিজ্ঞেস করলাম, কে বলছেন?
আমি রূপা। একটু পলিকে দিবেন?
আমি ঢোক গিল্লাম।
পলি নামের কেউ তো এখানে থাকে না। কোনরকমে বলতে পারলাম কথাগুলো।
ও আচ্ছা। তবে রাখি। স্যরি, এতো রাতে ডিস্টার্ব করলাম।
একটা কথা ছিল। রেখে দেওয়ার আগেই কথাগুলো বললাম।
কী কথা?
আপনি কি জামাল নামের কাউকে চেনেন?
ওপাশে নিরবতা!
জামাল নামের কাউকে চেনেন আপনি?
জ্বি। আপনি তাকে চেনেন? সে তো কয়েক মাস আগে রোড এক্সিডেন্টে মারা গেছে। বিষন্ন শুনালো কণ্ঠটা।
আমি ভয়ে কলটি কেটে দিলাম। সে রাতে ঘুম হল না আমার।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
কয়েস সামী বলেছেন: ধন্যবাদ!
২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
আতিকুল০৭৮৪ বলেছেন: wow..mia rater bela ei typer golpo dilen ken,,amar dor lage,
ami ei jonno horror movie dekhi na,,biya o kori nai je bou
re doira suia thakum..ekhon amar ki hoibo re
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০
কয়েস সামী বলেছেন: রাইতের বেলা ভৌতিক গল্প পড়েন ক্যান! বিয়া করেন তাত্তাড়ি!
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
জুহাইবী খান বলেছেন: ভয়ংকর লাগল !
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৮
কয়েস সামী বলেছেন: আমার কিন্তু ভয়ংকর মনে হচ্ছে না। আরেকটু ভয়ের করতে পারলে ভাল্লাগতো। ধন্যবাদ!
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
কয়েস সামী বলেছেন: অতোটা ভয়ংকর করতে পারলাম কৈ!
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
মামুন রশিদ বলেছেন: আধিভৌতিক গল্প, ভালো লাগছে :-& :-&
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৯
কয়েস সামী বলেছেন: মামুন ভাই। আপনার ভাল্লাগা মানে আমারও ভাল্লাগা! ধন্যবাদ।
৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০
মাক্স বলেছেন: ১ম ভালোলাগা!
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৯
কয়েস সামী বলেছেন: ম্যাক্সকে অশেষ ধন্যবাদ!
৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার পাঠানো গল্পের ব্যাপারে একটা মেইল পাঠিয়েছি। প্লিজ, শীঘ্র রিপ্লাই দিন, নির্বাচিত গল্প সহ। শুভ কামনা
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০০
কয়েস সামী বলেছেন: মেইল করসি ভাইয়া। অনেকদিন পর।
৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
আরজু পনি বলেছেন:
শেষটা দারুণ করেছেন। খুব ভালো লাগলো।।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০১
কয়েস সামী বলেছেন: মাত্র ভাবছিলাম আমার এই আপিটা কেন আমার ব্লগ আসেন না। দেখে ভাল্লাগলো।
৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
সাদা কলো বলেছেন: জামাল হইতে মন চায়।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০২
কয়েস সামী বলেছেন: জামাল হওনের দরকার কি? সাদা কালোই যথেষ্ট!
১০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৫
আশিক মাসুম বলেছেন: ভাই এই নিশি রাইতে ডর দেখানের মানে কি??? আপ্নের লেখা প্রতেছি আর কে জানি কল দিসে, কল টারেই মিস কল মনে হইলো। আমি তো কি মিস কল এত বড় কেন
লিখাটা ভাল হয়েছে।
ইমন ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া, আল্লাহ ওনাকে ভাল রাখুন।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০২
কয়েস সামী বলেছেন: ইমন ভাই ভাল থাকুক। আমিন।
১১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯
আরজু পনি বলেছেন:
=========
আমি যে ইচ্ছে করে কারো ব্লগে যা্ওয়া বাদ দিয়েছি ব্যাপারটা তেমন নয়, আমি আসলে কয়েকদিন বাজে সময় পার করেছি/করছি....চেষ্টা করছি নিজেকে গুছিয়ে নিতে।
আপনি বরাবরই ভালো লিখেন, আপনার পোস্ট মিস করা এমনিতেই উচিত না।
শুভকামনা রইল।
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪
কয়েস সামী বলেছেন: তাড়াতাড়ি বাজে সময় কাটিয়ে উঠে আমাদের মাঝে নিয়মিত হোন এ প্রত্যাশা করি। ভাল থাকুন আপি।
১২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭
সান্তনু অাহেমদ বলেছেন: সে রাতে ঘুম হল না আমার। - এরকমই হয়।
গল্পে অনেক ভালোলাগা সামী।++
শুভ কামনা রাশি রাশি।
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫
কয়েস সামী বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪
জাকারিয়া মুবিন বলেছেন: গল্প ভাল্লাগছে। +++
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫
কয়েস সামী বলেছেন: ধন্যবাদ
১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮
হাসান মাহবুব বলেছেন: কাহিনী গতানুগতিক, তবে উপস্থাপনা ভালো।
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬
কয়েস সামী বলেছেন: অবশেষে মনের মতো একখান কমেন্ট পাইলাম। ধন্যবাদ হামা।
১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭
সাংবাদিক মানেই সাংঘাতিক বলেছেন: যাঁকে উৎসর্গ করেছেন উনার জন্য শ্রদ্ধাবনত সালাম।
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
কয়েস সামী বলেছেন: শ্রদ্ধাবনত সালাম। সুখে থাকুন তিনি।
১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার মেইল পাই নি। মনে হয় আর সম্ভব হলো না
১৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
শ্রাবণ জল বলেছেন: ভাল লাগিল।
১৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
কয়েস সামী বলেছেন: @ Srabon: amar valo lage nai j!
১৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩
শ্রাবণ জল বলেছেন: নিজের লেখা সবসময় নিজের ভাল লাগার দরকার নেই তো। পাঠকের ভাল লেগেছে,তাতেই খুশী হওয়া উচিৎ।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪
কয়েস সামী বলেছেন: এমন একটা মন্তব্য পেলে খুশী তো হতেই হয়! ধন্যবাদ জল।
২০| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৩
অপ্রচলিত বলেছেন: সুন্দর হইছে ভাই। আপনার লেখা পড়ার পর থেকেই তো শয়তান খোঁচাচ্ছে!! ভাবতেছি কারো সাথে একটি ভৌতিক প্র্যাক্টিকাল জোক করব। কি বলেন?
১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৫৬
কয়েস সামী বলেছেন: কইরালান। তারপর একটা গল্প লেইখা ফ্যালেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
অর্ণব আর্ক বলেছেন: ধন্যবাদ
যাঁকে উৎসর্গ করেছেন উনার জন্য শ্রদ্ধাবনত সালাম।
আর ধন্যবাদ আপনাকেও।