নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা অামার তৃষ্ণার জল

কয়েস সামী

i m nothing in this huge world...

কয়েস সামী › বিস্তারিত পোস্টঃ

শীতাতপ নিয়ন্ত্রিত! (মার্ক টোয়েনের বায়িং গ্লাভস্ ইন জিব্রাল্টার পড়ে অনুপ্রাণিত)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

(কৃতজ্ঞতায়:রীতিমত লিয়া)



এটা ঠিক যে তখন তীব্র গরম পড়েছিল, রিক্সা না পেয়ে অনেকন হাটতে হাটতে বেশ কান্ত হয়ে পড়েছিলাম এবং রাস্তার যে পাশে আমি দাঁড়িয়েছিলাম তখন তার উল্টোদিকের বড় দোকানটির সাইনবোর্ডের নীচে ছোট্ট করে লেখা ছিল ‘সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত’ কথাগুলো। তবু যদি দোকানটির কাঁচের গ্লাস ভেদ করে ভেতরে সুন্দরী তিন সেলস গার্লকে না দেখতাম তবে হলফ করে বলতে পারি ঐ দোকানটিতে এটা সেটা দেখে কিছুক্ষণ এসির হিমেল ঠান্ডা বাতাসের লোভ আমি সামলে নিতে পারতাম ঠিকই।



দোকানে ঢুকতেই সেলস গার্লদের একজন তার মোহন ভুলানো রমনীয় হাসি হেসে আমাকে বলল, সুপ্রভাত স্যার, কী চাই স্যার?



চাই তো তোমার কাছ থেকে অনেক কিছুই কিন্তু চাইলেই যদি দিতে!



মনের কথা মনেই রেখে বল্লাম, থ্যাংক ইউ। আগে আমি ডিসপ্লেগুলো দেখি। পছন্দ হলে জানাবো।



ওকে স্যার। আপনি দেখুন।



ওটা ছিল একটা কাপড়ের দোকান। সারি সারি কাপড় ডিসপ্লেতে ঝুলানো। পুতুল ও আছে কয়েকটা। ছেলে পুতুল, মেয়ে পুতুল। এসব পুতুলকে কি জানি বলে সেটা মনে করতে পারলাম না। তবে পুতুলগুলো যিনি বানিয়েছেন তার প্রশংসা করতেই হয়। কি নিখুঁত দেহের অধিকারী পুতুলগুলো! সেলস গার্লসরাও অবশ্য যথেষ্ট সুন্দরী এবং স্মার্ট। আমি কাপড় দেখার পাশাপাশি আঁড়চোখে তাদের দেখছিলাম। আমি ছাড়া আর কোন ক্রেতা না থাকায় তারা চুটিয়ে আড্ডা দিচ্ছিল।



কাপড়টা পছন্দ হয়েছে স্যার? মেয়েদের একজনের এই প্রশ্নে ভাবনায় বিরতি দিতে হল।



কোন কাপড়টা?



ঐ যে.. যেটার সামনে দাঁড়িয়ে আছেন?



ওহ! আচ্ছা। দেখি আমার সামনে একটা স্যুয়েটার টানানো।



এটাতো একটা স্যুয়েটার?



জ্বি স্যার। মাঝে মাঝে ট্যুরিস্টরা আসে এদিকে ঘুরতে। তারা মাঝে মাঝে শীতের কাপড় খুঁজে। এখন গরমের সিজন হলেও তাই ওটা ডিসপ্লেতে রাখা।



ও আচ্ছা! আমি অন্য কাপড়ের দিকে দৃষ্টি দিলাম তাড়াতাড়ি!



স্যার, আপনাকে কিন্তু অনেক ভাল্লাগবে ওটা পরলে।



আমি ভ্যাবাচ্যাকা খেলাম।



ভাল্লাগবে? আমাকে?



জ্বি স্যার। অনেক সুইট লাগবে।



মেয়েটির হাসিটা সত্যি সুইট। আর এমন করে আগে কেউ আমাকে বলেনি কথাগুলো।তাই তার কথাগুলোও আমার কাছে মিষ্টি লাগল।



দাম কতো এটার? দাম করতে তো কোন সমস্যা নেই। এতে বরং মেয়েটির সাথে আরো কিছুক্ষণ কথা বলা যাবে।



মেয়েটি কাপড়টি হাতে নিয়ে কি যেন দেখল। দাম বেশী না স্যার। মাত্র এক হাজার দুইশ টাকা।



এক হাজার দুইশ টাকা আমার পকেটে আছে। কিন্তু আমি তো কিছু কেনার জন্য এখানে আসিনি। তাছাড়া গরমে স্যুয়েটার কেনার প্রশ্নই আসে না।



আমি অন্যমনস্ক হবার ভান করে হাটতে হাটতে দোকানটির অন্য কোনায় চলে গেলাম।



এবারে দ্বিতীয় সেলস গার্ল এগিয়ে আসল।



স্যার, কাপড়টা কিন্তু খুব ভাল স্যার । এটা পড়লে মোটেও শীত লাগবে না। আপনি নির্দ্ধিধায় এটা কিনতে পারেন।

মেয়েটির দিকে ভাল করে তাকালাম। নাছোড়বান্দা মেয়েটি দেখি ভয়াবহ সুন্দরী। ঠিক যেন সূচিত্রা সেনের কার্বন কপি!



বল্লাম, কাপড়টা পছন্দ হয়েছে ঠিক। কিন্তু এখন তো গরম। শীতে কিনব।



এটা কি বলেন স্যার! এখন কিনে রেখে দিন। শীতে পড়বেন। তাছাড়া শীতে তো এটার প্রাইস আরো বেড়ে যাবে।



মেয়েটির কঠিন যুক্তি!



তাই নাকি? আচ্ছা আমি অরেকটু দেখব।



আর দেখতে হবে না স্যার। আপনার তো স্যার নায়ক নায়ক চেহারা। এটা পড়লে একেবারে শাহরুখ খানের মতো লাগবে।



নায়ক নায়ক চেহারা! বলে কি! এখন পর্যন্ত কোন মেয়েকেই আমার দিকে দ্বিতীয়বার চোখ তুলে তাকাতে দেখিনি। আর এ মেয়েটা বলে কিনা আমি নায়কের মতো দেখতে!



স্যার, একবার পরে দেখেন না স্যার। ভাল না লাগলে কিনবেন না।



পরতে তো আসলেই কোন সমস্যা নাই। পরার পর ভাল লাগে নাই বলে রেখে দিব। পরলাম। তিন তিনটা সুন্দরী মেয়ের সামনে কাপড়টা পরতে অনেক লজ্জা লাগল যদিও।



ক্যাশ কাউন্টারে বসা মেয়েটি এবার ডাকল। এদিকে আসুন স্যার। এখানে লুকিং গ্লাস আছে।



লুকিং গ্লাসে নিজেকে দেখতে তো কোন সমস্যা থাকার কথা না। গেলাম লুকিং গ্লাসের সামনে। তাকালাম নিজের দিকে। পেছন থেকে কাউন্টারের মেয়েটি বলল, দেখুন স্যার। কি চমৎকার লাগছে আপনাকে। স্যার কি ব্যায়াম করেন?



ব্যায়াম! আয়নায় মেয়েটির দিকে তাকালাম। এওতো দেখি কম সুন্দরী না। চোখ দুটি যেন জীবনানন্দের পাখির নীড়ের মতো!



ব্যায়াম না করলে এতো সুন্দর ফিগার হয় কি করে স্যার? মেয়েটি আবার বলল।



বললাম, হ্যা একটু আধটু ব্যায়াম আমি করি বটে। হাটাহাটি আরকি!



তাই তো বলি স্যার। হাটার উপর আর কোন ব্যায়াম আছে নাকি! স্যার, আমি বলি কি, কিনে নেন স্যুয়েটারটা। ভাল হবে।



ভাল হবে বলছেন?



অবশ্যই স্যার। আমার তিন তিনজন মেয়ের চোখ জুড়িয়ে যাচ্ছে আপনাকে দেখে। ভাল হবে না তো কি হবে? দেখবেন, সবাই খুব প্রশংসা করবে।



কিন্তু শীত আসতে এখনো আরো ৫ মাস!



৫ মাস কোন সময় হল স্যার! লাভের জন্য মানুষ কতো কিছুই না করে। দেখেন না, শেয়ার বাজারে মানুষ ইনভেস্ট করে দু’বছর ধরে বসে আছে লাভ পাবার জন্য?



তাইতো! আমারই এক বন্ধু দু বছর আাগে ইনভেস্ট করেছিল লাখ টাকা। সেদিন বলছিল, এখন ছাড়লে ৫০ হাজার টাকা লস করতে হবে। লাভের জন্য আরো এক বছর ওয়েইট করতে রাজী। মেয়েটার তুলনা করার ক্ষমতার প্রশংসা করতেই হয়!



বললাম, কিন্তু দামটা কি বেশী হয়ে যাচ্ছে না।



ওকে স্যার। এটা ফিক্সড প্রাইসের দোকান। তবু গরমের দিনে শীতের পোষাক কিনছেন বলে আপনাকে আমরা একশ টাকা অনার করছি, স্যার।



তিন জনই এখন আমাকে ঘিরে আছে। এই ঘেরাটোপ থেকে বেরুতে হবে আমাকে। দেরী হয়ে যাচ্ছে আমার। আর কোন কথা না বলে পকেট থেকে তিনটি পাঁচশ টাকা বের করে দিলাম। ক্যাশের মেয়েটি আমাকে চারটি একশ টাকা ফিরত দিল।



টাকাগুলো মানিব্যাগে ঢুকাতে ঢুকাতে বের হয়ে খেয়াল হল গায়ে তখনো স্যুয়েটারটি পরে আছি আমি। আরো খেয়াল করলাম, সারা শরীর আমার ঘেমে একাকার! অথচ দোকানটি ছিল কিনা শীতাতপ নিয়ন্ত্রিত!

মন্তব্য ৩৫ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

রীতিমত লিয়া বলেছেন: হাহাহা খুব মজা পেলাম!!! অসাধরণ হয়েছে। তবে ঘটনা কি শুধুমাত্র অনুপ্রাণিত হয়ে লিখা নাকি সত্যিই? :P :P

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

কয়েস সামী বলেছেন: নাম ঠিক করে দিলাম। গল্পটি আপনার দেয়া লিংক থেকে মার্ক টোয়েন পড়ার পরই লেখা। অতএব বাস্তবের সাথে এর কোন মিল নেই ম্যাম!

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

রীতিমত লিয়া বলেছেন: তয় আমার নামখান ভুল লিখছেন :( :( 'ো' কার হবে না

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

যাযাবরমন বলেছেন: +

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

প্রিন্স হেক্টর বলেছেন: আচানক ডেষ্টিনির কথা মনে পইড়া গেল :(( :(( :((

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

কয়েস সামী বলেছেন: আপনার কমেন্টে আমারও মনে পড়ল। গল্প পাঠের জন্য ধন্যবাদ।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

Nurul Afser Ratan বলেছেন: চমৎকার লাগলো।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

কয়েস সামী বলেছেন: গল্প পাঠের জন্য ধন্যবাদ।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫

মহামহোপাধ্যায় বলেছেন: লিয়া আপুর পোস্টে অনুবাদটা পড়ে লিঙ্ক ধরে মূল গল্পটাও পড়ে আসছিলাম। চরম লিখছেন ভাইয়া। লটস অব হিউমার।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

কয়েস সামী বলেছেন: থ্যাংকস এ লট! তয় মনে লয় না টোয়েন এর থন বেশী হিউমার দিতে পারলাম!

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬

মাক্স বলেছেন: অনেক ভালো হইসে। ৬ষ্ঠ ভালোলাগা!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

কয়েস সামী বলেছেন: অতোটা ভাল্লাগবো আপনেগো, লেখার সময় ভাবি নাই!

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

হাসান মাহবুব বলেছেন: মজার হৈসে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

কয়েস সামী বলেছেন: মন্তব্য ভাল্লাগে নাই! আরো ডিটেইল চাই!

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

দূর্যোধন বলেছেন: মন্দ না । আরো আসুক ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

কয়েস সামী বলেছেন: আপনার শুভকামনা সাথে থাকলে আরো আসবে!

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

রীতিমত লিয়া বলেছেন: আসলেই লটস অব হিউমার। ভীষন মজা পেয়েছি। বাই দ্যা ওয়ে ধন্যবাদ :P

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

কয়েস সামী বলেছেন: আপনার ভাল্লাগলো জানতে পেরে খুশী। বাই দা ওয়ে, ওয়েলকাম!

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

তানিয়া হাসান খান বলেছেন: খুব মজা পেলাম!!! :P :P :P

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

কয়েস সামী বলেছেন: আপনার মজা পাওযার খবর জেনে আমারও মজা লাগল ম্যাম!

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

মামুন রশিদ বলেছেন: বেশ মজার, খুব ভালো লাগলো ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৫

কয়েস সামী বলেছেন: ধন্যবাদ মামুন!

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

নাজিম-উদ-দৌলা বলেছেন: অনেক মজার হয়েছে। গুড জব!! ++++++++

স্যার ও। হেনরির লেখা থেকে অনুপ্রানিত হয়ে একটা গল্প লিখেছিলাম একবার। সময় পেলে পড়ে দেখার অনুরধ থাকল। :)
লাল দরজা

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৫

কয়েস সামী বলেছেন: ধন্যবাদ। অবশ্যই পড়ছি!

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: আহারে একেই বলে কট খাওয়া! ;) ;) ;) ;)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৬

কয়েস সামী বলেছেন: কট খেয়েছেন কখনো এমন করে?

১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৯

শ্রাবণ জল বলেছেন: :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৬

কয়েস সামী বলেছেন: ইমোটিকন বুঝি না।

১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

শ্রাবণ জল বলেছেন: হাসিলাম।

১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
সুন্দরীদের পাল্লায় পরে তো অসময়ে গেল কতোগুলো টাকা ! :P

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

কয়েস সামী বলেছেন: না আপি! আমার থেকে খসানো অতো সহজ না। সুন্দরীদের দেখলে আমি তাদের আশেপাশেও থাকি না!

১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

লুকার বলেছেন: তিনকন্যা কাস্টমাররে বুদ্ধু বানাইছে, হে: হে:!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

কয়েস সামী বলেছেন: জ্বি। সব কাস্টমারই আপনার মতো! হাহাহা! কিডিং ম্যান! ডোন মাইন্ড!

২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

এক্সপেরিয়া বলেছেন: সুন্দর হয়েছে লেখাটি

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

কয়েস সামী বলেছেন: ধন্যবাদ পাঠের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.