নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা অামার তৃষ্ণার জল

কয়েস সামী

i m nothing in this huge world...

কয়েস সামী › বিস্তারিত পোস্টঃ

দায়

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১১

আমাদের বাসায় ভয়াবহ একটা ঘটনা ঘটেছে।

পানি পান করার জন্য যে গ্লাস, সেটা আজ দুপুরে হঠাৎ মেঝেতে পড়ে ভেঙে গেছে। গ্লাসটা ভেঙেছে এটা অতো বড় রকমের কোনো ঘটনা হতো না, যদি ওটা আমাদের বাসায় একমাত্র গ্লাস না হতো। হ্যা, একমাত্র গ্লাস। অবাক হবেন না। আমাদের আব্বাকে ভাল করে চিনলে অবাক হওয়ার মতো ঘটনা না এটা। তার অকাট্য যুক্তি, যখন একটা গ্লাসেই চলে যায় সবার, তো দুইটা গ্লাস কেনা অপচয় ছাড়া আর কিছু না। অপচয়কারী শয়তানের ভাই।

একমাত্র গ্লাসটি ভেঙে গেছে তাই ঘটনার থেকে অস্থিতিশীলতা বিরাজ করছিল চারদিকে। এই চরম উত্তেজনাকর অবস্থা থেকে রেহাই পেতে আমরা একটা মিটিং এ বসেছি। আব্বা তার বিছানায় আসন গেড়ে বসেছেন। বললেন, যতো দোষ সব রহিমার মা’র। সে আমার জন্য পানি আনতে গিয়েই না এ ঘটনা ঘটাল। হাত থেকে গ্লাসটা ফেলে দিল। তাকে অবশ্যই তার সব দায় স্বীকার করতে হবে।

আমরা সবাই আব্বার কথায় একমত হলাম। যদিও অতীতে তার কথার অবাধ্য হবার কোন রেকর্ড আমাদের কারু নাই।

আমরা সবাই আব্বার কথায় সায় দিলেও রহিমার মা, যে কিনা এতোক্ষণ মেঝেতে বসে ছিল সে দাঁড়িয়ে পড়ল। বলল, আ’র কোন দোঁষ নাই খালুজান। বিশ্বাস কইরেন। সব দোঁষ ঐ মনি আপুর। উনি যদি আমারে পেছন থন ধাইক্কা না দিতেন তাইলে কি আ’র হাত থন গিলাসখানা ফইড়ত? মনি আপুরে তার দোঁষ সিকার খরতে কন।

রহিমার মা মন্দ বলেনি কথাটা। সবার চোখ গিয়ে পড়ল মনির উপর। আব্বা বললেন, মনি, তুমি দায়ী এজন্য। তোমাকে অবশ্যই গ্লাস ভাঙার দায়িত্ব স্বীকার করে নিতে হবে।

আব্বার ধমক শুনে আমার ইমিডিয়েট ছোট বোন মনি তেলে বেগুনে জ্বলে উঠল যেন।। চিৎকার দিয়ে সে বলে উঠল, আমি দোষ স্বীকার করব কেন? হু? তোমরা সবাই জান, আমি মাকড়সা ভয় পাই। সুহা কেন আমাকে মাকড়সার ভয় দেখাতে গেল। তাও মুঠোতে মাকড়সা না রেখেই মিথ্যা কথা বলে আমাকে ভয়টা দেখাল! সব দোষ সুহার। আমি ভয় পেয়ে না দৌড়ালে কি অঘটনটা ঘটত, তোমরাই বল?

আমরা সবাই মনির কথায় ঐকমত্য প্রকাশ করলাম।

মনি বলতে থাকল, সুহা দুইটা অপরাধ করেছে। এক. মিথ্যা বলেছে। দুই. আমাকে ভয় দেখিয়েছে। যা বলার তোমরা ওকে বল। আমাকে না।

আব্বা বললেন, ও, তাহলে এই ঘটনা। সুহা তুমি কানে ধরে দশবার উঠবস করো আগে। তারপর বাকি কথা।

সুহা আমাদের সকলের ছোট। ছোট বলেই কিনা জানিনা, ও আব্বাকে ভয়ানক রকম ভয় পায়। আব্বার কথা শুনে তাই সে সাথে সাথে কাঁপতে থাকল এবং কাঁদতে ধাকল। কাঁদতে কাঁদতেই বলল, আমার কোন দোষ নাই আব্বু। ভাইয়াই তো আমাকে বলল, আপুকে মাকড়সার ভয় দেখাতে।

আব্বা বললেন, ও যা বলে তাই তোমাকে করতে হবে?

ঠিক কথা। আমি সায় দিলাম। আমার দিকেই যে গুলি ধেয়ে আসছে!

সুহা বলল, ভাইয়াকে বলেছিলাম আমাকে চাইনিজ খাওয়াতে। তখনই ভাইয়া আমাকে শর্তটা দিয়েছিল। এমনি এমনি চাইনিজ খাওয়ালে তো আমি কিছু করতাম না আব্বু।

এবার কয়েস ঠেলা সামলাও! মনে মনে সত্যি কথাটাই বলব বলে ঠিক করলাম।

জিজ্ঞেস করার আগেই তাই বললাম, বারে! আমার পকেটে টাকা থাকলে না চাইনিজ খাওয়াব সুহাকে। সুহা তো মনি আপুকে খুব পছন্দ করে, দুজনের মধ্যে খুব ভাব ও আছে দেখেছি। তাই ভাবলাম, সুহাকে এমন একটা শর্ত দিতে হবে যেটা সে করতে পারবে না। আমি কি করে বুঝব খাওয়ার লোভে সে তার প্রিয় মনি আপুকে ওভাবে মিথ্যা ভয় দেখাবে? আমি তাই মনে করি সব দোষ সুহারই হবে। ও চাইনিজ খেতে না চাইলে এটা হতো না।

আমার কথা শুনে সুহা আবার কেঁদে ফেলল।

এ পর্যয়ে আম্মা তার মুখ খুললেন। বললেন, আসলে দোষটা মনে হয় তোমাদের আব্বার। তিনি যদি পানি খেতে না চাইতেন তবে তো কোন ঝামেলাই হতো না।

এরকম জুৎসই যুক্তি আম্মার মুখ থেকে আসবে তা আমরা বেউ প্রত্যাশা করিনি। খুশী হয়ে সবাই মিলে তাই হাত তালি দিতে শুরু করলাম। এমন সময় অন্য রুম থেকে, জেসমিন কাঁদতে কাঁদতে ঘরে ঢুকল। আমরা সবাই মিলে তার কান্নার রহস্য জানতে চাইলাম। আব্বাকেই এ বিষয়ে সবচাইতে আগ্রহী বলে মনে হল। আর কেউ না বুঝলেও আমি ঠিকই বুঝতে পারলাম তার দিকে ছুটে আসা রাডার ঠেকাতে এখন কান্নার রহস্য জানাটাই সবচাইতে উত্তম পন্থা বলে মনে করছেন তিনি।

জেসমিন কাঁদতে কাঁদতে বলল, তোমরা আর কতোক্ষণ দায় স্বীকারের কাহিনী করবে। ওদিকে সাফওয়ানের তেষ্টা পেয়েছে। সে কিছুতেই নাকি গ্লাস ছাড়া পানি খাবে না।

কথাটা শুনেই আব্বা তাড়াতাড়ি করে তার বিছানা থেকে নামলেন। বললেন, দাঁড়াও বউমা। আমি গ্লাস কিনে আনতে গেলাম।

মন্তব্য ৩১ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০১

কালা মনের ধলা মানুষ বলেছেন: চমৎকার !!!

+++++++++++++++

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৩

কয়েস সামী বলেছেন: বুকে অনেক কষ্ট নিয়ে গল্পটা লিখসি ভাইজান। যাদের জন্য লিখসি তারা যদি পড়তো লেখাটা! ধন্যবাদ।

২| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১২

এই আমি রবীন বলেছেন: খুবই উত্তম! +

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৩

কয়েস সামী বলেছেন: বুকে অনেক কষ্ট নিয়ে গল্পটা লিখসি ভাইজান। যাদের জন্য লিখসি তারা যদি পড়তো লেখাটা! ধন্যবাদ।

৩| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১২

শাকিল ১৭০৫ বলেছেন: চমৎকার বলেছেন

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৩

কয়েস সামী বলেছেন: ধন্যবাদ।

৪| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৬

মহামহোপাধ্যায় বলেছেন: বড় বাঁচা বেঁচে গেলেন। ভবিষ্যতে চাইনিজ নিয়া নো হাঙ্কি পাঙ্কি ;) ;)

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪

কয়েস সামী বলেছেন: চাইনিজের আড়ালে অন্য কথা বলতে চাইছি। ভাল থাকবেন।

৫| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৯

আজমান আন্দালিব বলেছেন: হাহাহা...মজার...

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৫

কয়েস সামী বলেছেন: সত্যি ভয়ানক মজার!

৬| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২২

জাকারিয়া মুবিন বলেছেন:
অসাধারন...

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২০

কয়েস সামী বলেছেন: সত্যি? ধন্যবাদ।

৭| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৬

হাসান মাহবুব বলেছেন: +++

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৪

কয়েস সামী বলেছেন: ধন্যবাদ হামা। আপনার নতুন গল্পটা একবার পড়ছি, আবার পড়ে মন্তব্য করব।

৮| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫২

মহামহোপাধ্যায় বলেছেন: জ্বী ভাইয়া। বোঝার চেষ্টা করলাম।

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫

কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।

৯| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫২

লেখোয়াড় বলেছেন:
+++++++++

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৬

কয়েস সামী বলেছেন: ধন্যবাদ খেলোয়াড়!

১০| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২

ইলুসন বলেছেন: চমৎকার লাগল। এমন একজন মানুষও তার নাতির জন্য গ্লাস কিনতে বেরিয়ে গেলেন সাথে সাথে। মায়া মমতা বড় ভয়ানক জিনিষরে ভাই। সবাইকে পরিবর্তন করতে পারে।

০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

কয়েস সামী বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ ইলুশন।

১১| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৯

রেজোওয়ানা বলেছেন: দারুন গল্প সামী ভাই!

০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

কয়েস সামী বলেছেন: অামার ব্লগে অাপনার পদচারনাতেই ভাল্লাগে। তার উপর আবার কমেন্ট! তাও আবার এমন একটা কমেন্ট! ধন্যবাদ আপি।

১২| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।

এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link

দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।

১৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:২১

মাক্স বলেছেন: চমতকার!!!!
৭ম প্লাস।

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৬

কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

১৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮

বোকামন বলেছেন: ৮ম ভালোলাগা .......

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৬

কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ

১৫| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৮

সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার গল্প পড়তে অনেক ভালোলাগলো।
শুভকামনা..............

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৩

কয়েস সামী বলেছেন: ধন্যবাদ চিল। আপনার সোনালী ডানা দেখে আমারও অনেক ভাল লাগছে!

১৬| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:
দারুন গল্প

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৪

কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.