নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা অামার তৃষ্ণার জল

কয়েস সামী

i m nothing in this huge world...

কয়েস সামী › বিস্তারিত পোস্টঃ

লাশ গণক (উৎসর্গ: সাভার ট্র্যাজেডিতে নিহত ও আহত সকলকে, আমাদের ক্ষমা কর তোমরা)

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭

পত্রিকার তৃতীয় পাতায় চাকরির বিজ্ঞাপনটি সফিকের খুব মনে ধরল। এমন অদ্ভুত বিজ্ঞাপন তার চোখে পড়েনি এর আগে। বিজ্ঞাপনটি হুবুহু নীচে তুলে ধরলাম:



নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম: লাশ গণক।



দায়িত্ব: লাশের সংখ্যা গণনা করা এবং তা লিপিবদ্ধ করা, প্রয়োজনে সংবাদ মাধ্যমকে তথ্য দেয়া।



যোগ্যতা: সাহসী, লাশ দেখে ভয়ে জ্বর উঠলে চলবে না। মিথ্যা বলার সৎসাহস থাকতে হবে, কারণ লাশের প্রকৃত সংখ্যা প্রায়শ গোপন করতে হতে পারে। সর্বোচ্চ একাডেমিক সার্টিফিকেটধারীদের প্রাধান্য দেয়া হবে কেননা শিক্ষিতরা মিথ্যে বললেও সেটা সত্য বলে ভ্রম হবার সম্ভাবনা বেশি থাকে।



কমিশন: প্রতি লাশের জন্য মৃত ব্যাক্তির পরিবারকে দেয়া আর্থিক অনুদান থেকে নিম্নোক্ত হারে কমিশন প্রদান করা হবে:

লাশের পরিচয় যদি হয়: গার্মেন্টস কর্মী : ১০%

জামাত-শিবির কর্মী: ১%

বিরোধী দলীয় কর্মী: ২%

শাহবাগী: ২০%

হেফাজতে ইসলামী: প্রযোজ্য নহে।

সরকার দলীয় কর্মী: প্রযোজ্য নহে।

পথচারী: ৫%

অন্যান্য: ৫%



বেতন: অন্যান্য সকল সরকারী সুবিধা অনুয়ায়ী।



নিয়োগ পদ্ধতি: এ নিয়োগ পত্রটি নিয়ে এক্ষুনি চলে আসলে তাৎনিক মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেয়া হবে।



পত্রিকাটি নিয়ে সফিক তখনই নির্দিষ্ট ঠিকানার উদ্দেশ্যে রওনা দিল। চাকরিটা যে তার খুব দরকার।



কিন্তু পথিমধ্যেই পুলিশের এলোপাথারী গুলিতে ...



না থাক। বিশদ বর্ণনায় আর না যাই। শুধু এটুকুই বলি, সেদিন যারা ঐ বিজ্ঞাপনটি নিয়ে রওনা দিয়েছিল তাদের কেউই গন্তব্যে পৌছাতে পারেনি। তাই পোস্টটি খালি আছে আজও!



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪০

হাসান মাহবুব বলেছেন: কতটি লাশ হল এর চেয়ে কতটি জীবন গেল এমন ভাবনার জন্যে কিছু লোক নিয়োগ দেয়া দরকার।

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৪

কয়েস সামী বলেছেন: kothay chilen eddin? kono blogei to dekhlam na. notun golpo kobe asche?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.