![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বউপাগলা বলে পরিচিত যিশু আমাদের অফিসের পিয়ন। বয়স ৩০ ছাড়িয়ে গেছে অনেক আগেই। কথায় কথায় বউকে টেনে আনে বলে তাকে আমরা এই উপাধি দিয়েছিলাম। কয়েকটা উদাহরন দিলে ব্যাপারটা স্পষ্ট হবে।একবার অফিসের ক্যান্টিনে বসে লাঞ্চ করছি। অনেকগুলো মেনুর মধ্যে একটি ছিল সরষে ইলিশ। কি খান স্যার? ইলিশ? এই ইলিশ মাছটা আমার বউ যা মজা করে রান্ধে না! একবার খাইলে সারাজীবন মনে থাকব আপনের! উত্তরের আশা না করেই যিশুর ঝটিকা মন্তব্য। আরেকবার স্যার খুব ধমকে দিয়েছেন যিশুকে। দেখি, সে মন খারাপ করে বসে আছে। চোখ থেকে জল পড়ছে টপ টপ করে। বললাম, এইটুকু ধমক ধামক স্যারেরা এমনিতেই দেয়। অতো গায়ে মাখলে চলে? সে উত্তরে বলল, স্যারের ধমকের জন্য কানছি না স্যার। কাল রাতে মশারি না টানিয়ে দেয়ায় বউকে খুব ধমক দিসিলাম। বউ কান্না শুরু করলে আরো ধমক দিলাম। এখন বুঝতেসি বউকে ধমক দেয়ার কারনেই আমি ধমক খাইলাম। আমার বউয়ের আবার পিরাকি লাইন আছে। বললাম, বউকে খুব ভালবাসো, তাই না? হ স্যার। মাথা নুইয়ে যিশুর ঝটপট জবাব।
দুর্ভাগ্য যিশুর বউ এর। যিশুর সেই অপার ভালবাসা তার জীবনে বেশিদিন সইল না। বাচ্চা প্রসবের সময় মারা গেল সে। বউ মারা যাবার পর প্রথম যেদিন অফিসে আসল সেদিন খোঁচা খোঁচা দাড়ি, উস্কোখুস্কো চুলের যিশুকে ঠিক অপ্রকৃতিস্থের মতো লাগছিল।
তারপর ধীরে ধীরে যিশু স্বাভাবিক হল। বছর যেতে না যেতেই আবার বিয়ে করল সে। অবারো সেই আগের যিশু! কথায় কথায় বউ আর বউ! এবং একদিন আমাকে রুই মাছের মুড়িঘন্ট খেতে দেখে সে বলল, স্যার আমার বউটা না যা মজা করে রুই মাছ রান্ধে। একবার খাইলে সারাজীবন মনে থাকব আপনের! জিজ্ঞেস করলাম, বউকে খুব ভালবাসো, তাই না? হ স্যার। মাথা নুইয়ে যিশুর জবাব! ঘটনা ও কথার পুনরাবৃত্তিতে অবাক হয়ে জিজ্ঞেস করতে চাইলাম, তোমার কাছে কোনটা ফেক্টর? বউ, নাকি বউ পদবীর পেছনের মানুষটা? নাহ! প্রশ্নটা বোধ হয় যিশুর জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে।
২৮ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৩
কয়েস সামী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক।
২| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫২
মোমেরমানুষ৭১ বলেছেন: জীবেনর সবচেয়ে কাছের এই মানুষের প্রতি তীব্র ভালবাসা কে বউপাগল বললেও কম হবে
২৮ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৩
কয়েস সামী বলেছেন: ধন্যবাদ
৩| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৭
মামুন রশিদ বলেছেন: হাহাহা,
বউ পাগলা যিশুর গল্প দুর্দান্ত হৈছে
++
২৮ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৭
কয়েস সামী বলেছেন: ধন্যবাদ মামুন রশিদ।
৪| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৯
হৃদয় রিয়াজ বলেছেন: ভালোই তো। রেস্পেক্ট টু হিম...
২৮ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪০
কয়েস সামী বলেছেন: ধন্যবাদ
৫| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:০০
শুঁটকি মাছ বলেছেন: আমার এক বান্ধবী তার বরকে বউ পাগলা বলে ডাকে।লেখাটা দেখে তার কথা মনে পরে গেল।
লেখা বেশ ভাল হয়েছে।শুভকামনা।
২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৮:০৭
কয়েস সামী বলেছেন: আপনার বান্ধবীর জন্য শুভ কামনা। আপনিও ভাল থাকুন।
৬| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৪
চটপট ক বলেছেন: বিয়া করুম
২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৮:০৮
কয়েস সামী বলেছেন: কইরালান! দেরী ক্যান?
৭| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৮:১২
তুষার আহাসান বলেছেন: ভাল লাগল।
২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৮:২৫
কয়েস সামী বলেছেন: ধন্যবাদ
৮| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:০১
রবিউল ফকির বলেছেন: ভাই আমারে কি আপনে বাচাইতে পারেন? বুইঝা লইয়েন.................
২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৬
কয়েস সামী বলেছেন: বুঝাইয়া কন। কম বুঝি!
৯| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৪
আরজু পনি বলেছেন:
এটা একটা ব্যাপার বটে সামী, মানুষটা নাকি সম্পর্কটা বেশি গুরুত্বপূর্ণ !
যিশু মতো হতে পারবোনা হয়তো কখনো। হতে পারলে মন্দ হতো না।
মনে হলো বেশ গ্যাপ দিয়ে আপনার গল্প পেলাম। আশা করি এখন থেকে নিয়মিতই পাবো ।।
২৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৯
কয়েস সামী বলেছেন: খুব একটা গ্যাপ আমি দেইনি। আমার ব্লগে আসতে ইদানিং আপনি ভুলে যান, তাই আপনার নিজের গ্যাপটাকেই আমার গ্যাপ বলে মনে হলো! গল্পের থিমটা আমাকে প্রায়ই বাবায়, অনেক সময় মানুষের চাইতে সম্পর্কটাই বড় হয়ে দাড়ায় আবার কখনোবা, নাকি সবসময় জানিনা, কারু জন্য কারুর কিছু এসে যায় না। জীবন চলমান, চলতেই থাকে সে।
১০| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪৫
হাসান মাহবুব বলেছেন: গল্পটা আমার কাছে খুব নিষ্ঠুর লাগলো। সম্বোধনের আড়ালে একটা আস্ত মানুষের এভাবে হারিয়ে যাওয়া!
২৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪১
কয়েস সামী বলেছেন: জীবনটা আসলেই বড্ড নিষ্ঠর হামা। ভাল থাকবেন। আপনার জেনার হরর গল্পটা কাল পড়লাম। কিভাবে যে লিখেন!
১১| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৭
হাসান মাহবুব বলেছেন: গল্পটা খুব নিষ্ঠুর লাগলো আমার কাছে। এভাবে সম্বোধনের আড়ালে আস্ত একটা মানুষের হারিয়ে যাওয়া!
১২| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লাগলো।
২৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪২
কয়েস সামী বলেছেন: ভাল থাকুন।
১৩| ৩০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার গল্প সব সময়ই চুম্বকের মতো টানে।
এটা কি আপনার কোনো বড় গল্পের খণ্ডাংশ? কেন জানি মনে হচ্ছিল এটা আগেও পড়েছি, আরও বড় কলেবরে।
শুভেচ্ছা থাকলো।
৩০ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৮
কয়েস সামী বলেছেন: চুম্বকের মতো টানে- আপনি যখন এই কথা বলেন তখন লেখক হতে খুব মন চায়। না এটা অন্য কোন গল্পের অংশ না। একেবারেই আলাদা গল্প। অনেকদিন পর আপনার কমেন্ট পেয়ে ভাল লাগল। ধন্যবাদ খলিল ভাই।
১৪| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৭
আম্মানসুরা বলেছেন: যিশু নামটা সুন্দর । আপনার গল্পটাও ভালো লাগল। তবে আমি চাই আমার মৃত্যু যদি স্বামীর মৃত্যুর অনেক আগে হয় তাহলে সে যেন আমাকে না ভোলে।
৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৫
কয়েস সামী বলেছেন: এটা কেবল আপনি কেন, আমরা সবাই চাই। কিন্তু এমনটা মনে হয় কখনো হয় না। আপনি যতোই মনে করেন না কেন, আপনি ছাড়া অন্য কেউ জীবন কাটাতে পারবে না, এটাও ভুল হবে। জীবন প্রবাহমান, আমরা মানতে পারি অথবা না পারি।
১৫| ৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৫৪
খেয়া ঘাট বলেছেন: প্রশ্নটা আসলেই কঠিন হয়ে যেতো। দারুন লিখেছেন।
++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।
৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৬
কয়েস সামী বলেছেন: ধন্যবাদ খেয়াঘাট।
১৬| ৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:১৭
শান্তির দেবদূত বলেছেন: ছোট বলতে গেলে টুনিট্যাক একটা গল্প, কিন্তু এত তীব্র !! এত অল্প কথায় এত শানিত গল্প লেখা খুব কম লেখকের পক্ষেই সম্ভব ।
শুভেচ্ছা ও শুভকামনা রইল।
৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৭
কয়েস সামী বলেছেন: আপনার মন্তব্যে ভীষন অনুপ্রাণিত। ধন্যবাদ। বারবার আসবেন।
১৭| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
নিষ্ঠুর প্রকৃতির গল্প। ++++++
৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৭
কয়েস সামী বলেছেন: ধন্যবাদ কান্ডারী।
১৮| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: বউ পাগলরা মনে হয় এরকমই হয় - একজন চলে যাবে, কিছুদিন সে তার জন্য হায়হুতাশ করবে। তারপর সে আগের মত হয়ে পড়ে নতুন আরেকজনকে নিয়ে ---
আমার পরিচিত একজন আছে যিশুর মত
১৯| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৪
কয়েস সামী বলেছেন: হ এইরকম অনকে বিয়েপাগলা লোক আছে। তবে আমি এখানে জীবিতের কাছে মৃতের মূল্যহীনতা তুলে ধরার চেষ্টা করেছি।ধন্যবাদ। অনেক দিন পর পেলাম।
২০| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ৯:০৭
আমি ময়ূরাক্ষী বলেছেন: লেখাটা পড়ে জসিমুদ্দীনের গোপ্পার বউ গল্পটা মনে পড়লো।
যে তার গল্পের ঝুড়িটাকে কখনই ফেলে দিতে পারেনি।
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৩
কয়েস সামী বলেছেন: জসিমুদ্দীনের গোপ্পার বউ গল্পটা পড়া হয়নি। পড়ে দেখব। ধন্যবাদ।
২১| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৭
জুন বলেছেন: শুধু যীশু নয় অনেক পুরুষই এমন হয়। তবে আপনার গল্পটা পড়ে মনটা কেমন করে উঠলো একটা মেয়ে শুধুই বৌ বা নারী আর কিছু নয় যেন এক জড় বস্ত। ভালোলিখেছেন।
+
১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৮
কয়েস সামী বলেছেন: উতসাহিত! ভীষণ!
২২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫২
মহামহোপাধ্যায় বলেছেন: হায় রে যিশু !! হায়রে যিশুর বউ !!
টিনেজে একটা গল্প পড়েছিলাম "নুপুরের কবরে বাতাস"। নুপুরের স্বামী নুপুরকে খুব ভালোবাসত, নুপুর বলেছিল "আমি মরে গেলে আমার কবর না শুকানো পর্যন্ত তুমি আরেকটা বিয়ে করো না", তার স্বামী হেসেই উড়িয়ে দিয়েছিল তার কথা। যথারীতি নুপুর মরে গেলো, তার স্বামী প্রথমদিন খুব কাঁদল, তারপর নুপুরের কবরে বাতাস দেয়া শুরু করল !!
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:১৮
কয়েস সামী বলেছেন: কবরে বাতাস দেয়া- কথাটার মানে বুঝলাম না। যাই হোক অনেকদিন পর আপনার কমেন্ট পেয়ে ভাল লাগছে
২৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬
মহামহোপাধ্যায় বলেছেন: নুপুরের স্বামী তো নুপুরকে খুব ভালোবাসে তাই রাত জেগে হাতপাখা দিয়ে নুপুরের কবরে বাতাস করছে, হাজার হোক নুপুর বলে গিয়েছে তার কবর না শুকোনো পর্যন্ত বিয়ে না করতে। তাই স্বামী বেচারা কবর ভেজা থাকতে আরেকটা বিয়ে করে কিভাবে ?? এজন্যই বাতাস দিয়ে কবরটা শুকনোর চেষ্টা করছে আর কি !!
আশা করি বুঝতে পেরেছেন।
জ্বী ভাই, ঈদের আগে পরে মিলিয়ে প্রায় একমাস ব্লগে ছিলাম না। অনেক পোস্টই পড়া বাকি। আশা করি ধীরে ধীরে সব পড়ে ফেলব।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লাগল। প্রথম প্লাস।