![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোথা থেকে শুরু করা যায় তাই ভাবছি...
জন্ম থেকেই শুরু করি তবে। তুমি এখনো জানো না, লেখালেখি আমার অসম্ভব রকমের প্রিয় একটা কাজ। আমি যখন একটা কিছু লিখে শেষ করি, অদ্ভুত এক আনন্দে মনটা ভরে ওঠে। পৃথিবীতে কোন অস্তিত্ব ছিল না এমন কিছু সৃষ্টি করার সে আনন্দ। আমার এ আনন্দের কথা কাউকে বুঝাতে হলে বলতাম, প্রথম সন্তান জন্ম দিয়ে বাবা-মা যে আনন্দ পান, একটা কিছু লিখে আমার সেই আনন্দটাই হয়। কিন্তু তোমার জন্মের পর বুঝতে পারি আমার সে জানাটা ভুল ছিল। ভুল অন্ততঃ আমার ক্ষেত্রে। তোমার জন্মের ঠিক পরপর তোমার বা তোমার মায়ের সুস্থতা নিয়ে এতোটাই বিচলিত ছিলাম যে তোমাকে জন্ম দেয়ার আনন্দটা উপভোগ বা অনুধাবন- কোনটাই করা হয়ে ওঠেনি। আজ প্রায় এক বছর পরেও তাই মনে হচ্ছে তোমাকে এই পৃথিবীতে নিয়ে আসায় আমার যে আনন্দ, তার চে’ ঢের বেশি আনন্দ আমার যেকোনো বিষয়ে লেখা লিখতে পারলে। এটা জেনে তোমার মন খারাপ হবে হয়তোবা, তবু তোমাকে সত্যি কথাটাই বলছি। ছেলেরা বাবার কাছে মিথ্যা বলতে জানলেও, বাবারা বোধ হয় সেটা পারে না। আরেকটা ব্যাপার। এটা জানলেও বোধ হয় তোমার আরো মন খারাপ হবে। ব্যাপারটা হল, এতোদিন আমি কিন্তু তোমার প্রতি সেরকম তীব্র কোন টান বা মায়া উপলদ্ধি করিনি, যেমনটা সব বাবারা করে বলে জানি। তোমার থেকে তোমার ফুপি বা তোমার মায়ের প্রতি টান অনেক বেশি বোধ করছিলাম। অথচ আমার ধারণা ছিল, তোমার জন্মের পর থেকেই আমি বাবা হিসেবে তোমার প্রতি নিবিড় একটা টান ফিল করবো। মনে করতাম সবার মধ্যেই বাবা হবার পর এমন একটা পরিবর্তন আসে। বাবারা কি তবে অন্যদের সাথে ব্যাপারটা নিয়ে মিথ্যাচার করেন, নাকি আমি সত্যিকারের বাবা হতে পারিনি প্রথমদিকে? তবে ইদানিং তোমার বয়েস যখন এক বছর হতে চলল ( আজ ১লা নভেম্বর, ২০১৩, তোমার জন্ম ৩রা নভেম্বর, ২০১২), তখন আমি উপলদ্ধি করতে পারছি, তুমি আমাকে অনেক টানছো। তোমার মুখের একটুখানি হাসি দেখলে বুকটা ভরে ওঠা শুরু করেছে। তুমি এখন নিজেকে ভালভাবে প্রকাশ করতে পারো, আমার কোলে আসতে চাইলে আমার দিকে হাত বাড়াও, কোলে থেকে ডান-বাম কোন দিকে যেতে চাইলে সেদিকে হাত বাড়াও, চোখে চোখ রেখে মুচকি হাসো। তোমার সঙ্গে আকারে ইঙ্গিতে কিছুটা ভাব বিনিময় করা যায়। তাই হয়তোবা এখন তোমার সঙ্গে থাকাটা আমার দ্বিতীয় প্রিয় কাজে পরিণত হয়ে গেছে। আমার মনে হয়, নিজেদের সন্তানের প্রতি হয়তোবা বাবাদের টানটা একটু দেরীতেই সৃষ্টি হয়। তোমার প্রতি ক্রমশ মায়া বাড়ছে, টান বাড়ছে। বাড়তে দেয়া যাক। দেখি, এর শেষটা কোথায়।
০১.১১.২০১৩। বিকাল ৪:১৭।
০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
কয়েস সামী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬
শায়মা বলেছেন: ভাইয়া তোমার বাবুটার ছবি দেখাও আমাদেরকে!
০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
কয়েস সামী বলেছেন: একদিন দেখাবো আপি। ভাল থাকুন।
৩| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৮
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা রইলো আপনার ছেলের জন্যে।
০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
কয়েস সামী বলেছেন: এদ্দিন কই ছিলেন? আমার একটা লেখা মিসাইসেন।
৪| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৪
মোঃ ইসহাক খান বলেছেন: টান কি আর শেষ হয়? এটা বাড়তেই থাকে।
লেখায় ভালোলাগা রইলো।
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৮
কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় লেখক।
৫| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:১৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: বাবা-ছেলের প্রতি শুভেচ্ছা।
০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:২০
কয়েস সামী বলেছেন: শুভেচ্ছা আপনাকেও অন্যতম প্রিয় লেখক।
৬| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:২৫
মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা, শুভকামনা.. বাবা-ছেলে দুজনের জন্যে ।
০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৫
কয়েস সামী বলেছেন: মামুন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা অশেষ।
৭| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৬
মনিরা সুলতানা বলেছেন: ছেলের জন্য শুভজন্মদিন ।।
বাবার জন্য শুভেচ্ছা ......।।
০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৫
কয়েস সামী বলেছেন: ধন্যবাদ। কাছে থাকুন।
৮| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৭
আরিফ রুবেল বলেছেন: বাপ ছেলের কথোপকথন চলুক
০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১২:০০
কয়েস সামী বলেছেন: চলবে আশা রাখি।
৯| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার ছেলের জন্য শুভকামনা রইল।
০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
কয়েস সামী বলেছেন: আপনের জন্যও শুভকামনা।
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭
কুমার মিজান বলেছেন: ভাল লাগল। এইখানে ক্লিকার্ন