![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধ ছিল নিয়াজ মূর্শেদ হবো। বাস্তবতা বাঁধ সাধল। জীবনের তাগিদে দাবা খেলা ছাড়তে হলো একসময়। কিন্তু স্বপ্নটা ছাড়িনি কখনো। নিজের সেই স্বপ্নকে আজো বুকের মধ্যে ধরে রেখেছি। ঠিক করেছি আমার সেই আজন্ম লালিত স্বপ্নটা আমার বাবুকে দিয়ে পূরন করবো। কাজটিতে অনেক দূর এগিয়েও গেছি। বাবু এবার ক্লাস এইটে। এই বয়েসেই সে দুর্দান্ত দাবা খেলে।
গতকাল ছিল জাতীয় বাছাই প্রতিযেগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান। বয়সে অনেক বড় প্লেয়ারদের হারিয়ে বাবু ফাইনালে। ফাইনাল খেলার অপোনেন্ট কিন্তু খুব ভাল খেলোয়াড়। গত তিন বছর ধরে সে বাছাই প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন। বাবু তাকে হারাবে, এটা অন্যরা কেন, আমরাও ভাবি না। তাই আমি আর বাবুর মা ছেলের ফাইনালে ওঠা নিয়েই সন্তুষ্ট। কিন্তু ঘটনা হলো অন্যরকম। নির্ধারিত স্থানে গিয়ে খবর পেলাম হঠাৎ শুরু হওয়া পরিবহন ধর্মঘটে সেই প্লেয়ারটি আসতে পারবে না। জরূরী একটা কাজে নাকি সে ঢাকা চলে গিয়েছিল। ভেবেছিল, ভোরে বাসে চড়লেই সময়মতো পৌছে যাবে। নিয়ম অনুযায়ী বাবুকে ওয়াকওভার দিয়ে চ্যাম্পিয়ন ঘোষনা করা হল। আমি আর বাবুর মা দুজনই খুব খুশী। এবার ছেলেকে জাতীয় চ্যম্পিয়নশীপে ঢাকা নিয়ে যাবো। ছেলে আমার তার থেকে ভাল ভাল প্লেয়ারদের সাথে খেলে হাত পাকাবে।
যখন এই স্বপ্ন দেখছিলাম, তখন প্রধান অতিথি সরকার দলীয় সংসদ সদস্য জনাব মুবিনুর রহমান বক্তব্য রাখছেন। তিনি বলছেন, বিরোধী দল আসুক, আর না আসুক আমরা নির্বাচন করবোই। ইনশাআল্লাহ এবারও ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। পরের বার জাতীয় দাবা বাছাইয়ে প্রাইজমানির অংক দ্বিগুন করা হবে ইনশাআল্লাহ!
দর্শক সবাই হাততালিতে ফেটে পড়ল। আমিও টাকার অংক শুনে খুশি হলাম। আগামী বছরও নিশ্চয়ই টাকাটা আমার পকেটেই ঢুকবে। আমার বাবুটাকে একটা কম্পিউটার কিনে দিতে পারলে সে আরো ভাল করে প্র্যাকটিস করতে পারবে।
বক্তৃতা শেষ হলে পুরস্কার নেয়ার জন্য বাবুকে ডায়াসে ডাকা হলো। পুরস্কার নেবার আগে বাবু মাইক্রোফোন হাতে নিলো:
হ্যা, এ টুর্নামেন্টে যখন আসি তখন থেকেই স্বপ্ন ছিল চ্যাম্পিয়ন হবার। বাবা বলেছে এ টুর্নামেন্টে সেরা হতে পারলে আমি ঢাকা গিয়ে খেলতে পারবো। সেখানে অনেক বড় বড় খেলোয়াড়ের সাথে খেলার সুযোগ হবে। তবু আজ আমি এ ট্রফি গ্রহণ করছি না। এভাবে ওয়াকওভার পেয়ে খেলায় জিতে আমি কোন মজা পাচ্ছি না। গর্ব বোধও হচ্ছে না। আমার সাথে যার খেলা ছিল তিনি আজ পরিবহন ধর্মঘটের কারনে আসতে পারেননি। আমি তার সাথে খেলে জিততে চাই । যদি তাকে খেলে হারাতে পারি তবেই আমি এ পুরস্কার গ্রহণ করবো। তাই কর্তৃপক্ষকে অনুরোধ করছি, তার সাথে যোগাযোগ করে কোন এক সুবিধামতো সময়ে আমাদের খেলার ব্যবস্থা করতে। সবাইকে ধন্যবাদ।
বাবুর কথা শুনে দর্শকেরা দাঁড়িয়ে হাততালি শুরু করলে চোখে আমার জল চলে আসল।
ছোট্ট প্রতিবাদ -১! (উৎসর্গ: আন্দোলনরত সব ব্লগারদের)
ছোট্ট প্রতিবাদ- ২
ছোট্ প্রতিবাদ- ৩
২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯
কয়েস সামী বলেছেন: সবার আগে আপনের মন্তব্যে মন ভাল হয়ে গেল।
২| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৪
মুনসী১৬১২ বলেছেন: গর্ব এমন সন্তানের পিতা হতে পেরেছেন.. এমন বাবুদের আজ বাংলার খুবি প্রয়োজন
২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৯
কয়েস সামী বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ।
৩| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০০
মামুন রশিদ বলেছেন: এটা শুধুই প্রতিবাদ নয়, এটা একটা শিক্ষা । ছোট্ট বাবু আমাদের শিক্ষা দিয়ে গেল ।
২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩৭
কয়েস সামী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মামুন রশিদ।
৪| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এরকম বাবু যেন বাংলার ঘরে ঘরে থাকে। তাহলে আমাদের প্রজন্মে না হোক অন্তত আমাদের পরবর্তীতে আমরা সত্যিই একটা সোনার বাংলাদেশ পাওয়ার আশা করতে পারবো। অনেক অনেক শুভকামনা আপনার ও আপনার বাবুর জন্যে।
২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১
কয়েস সামী বলেছেন: ধন্যবাদ।
৫| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
সুমন কর বলেছেন: অসাধারণ পোস্ট। আমারও চোখ ভিজে আসছিল। বাবুকে আমার পক্ষ থেকে আদর জানাবেন।
২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩১
কয়েস সামী বলেছেন: ধন্যবাদ প্রিয়।
৬| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
তাজমুল আক্তার বলেছেন: বাবুকে ধন্যবাদ।।
২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩২
কয়েস সামী বলেছেন: আপনাকেও। পাঠ ও মন্তব্যের জন্য।
৭| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৩
কালীদাস বলেছেন: নাইস ওয়ান
২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩২
কয়েস সামী বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
৮| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাই বাবুদের আজ বড় দরকার আমাদের।
স্যালুট ইউ বাবু।
অনেক কিছু বলতে মন চাচ্ছে, কিন্তু কি বলব, কতটুকু বলব ভেবে পাচ্ছিনা।
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪৯
কয়েস সামী বলেছেন: বাবুদের অস্তিত্ব কেবল গল্প কবিতাতেই হয় প্রিয় পাঠক। তবু আমরা স্বপ্ন দেখি, দেখতে থাকবো।
৯| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
বাবুর প্রতি আমিও তালি দিলাম এবং অনেক শুভ কামনা থাকল বাবুর জন্য।
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১০
কয়েস সামী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ কান্ডারি অথর্ব ।
১০| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৩
মোঃ ইসহাক খান বলেছেন: বাবুর ব্যাপারগুলো চমকপ্রদ।
২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪
কয়েস সামী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৭
হাসান মাহবুব বলেছেন: আমিও তালি দিলাম।